শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Union Bank 399 Day FD: ইউনিয়ন ব্যাংকে ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে পাবেন ৮% সুদ।

Updated on:

Union Bank 399 Day Fixed Deposit: বর্তমান সময়ে বিভিন্ন ব্যাংক তাদের গ্রাহকদের বিভিন্ন মেয়াদে দুর্দান্ত সুদ সহ ফিক্সড ডিপোজিট অফার করছে। কারণ বর্তমান সময়ে অধিকাংশ মানুষ তাদের উপার্জিত অর্থ ফিক্সড ডিপোজিটের মাধ্যমে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে বেশি পছন্দ করেন, ফিক্সড ডিপোজিট সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিহীন। দেশের জনপ্রিয় সরকারি ব্যাংকগুলোর মধ্য অন্যতম একটি জনপ্রিয় ব্যাংক হল ইউনিয়ন ব্যাংক। এই ব্যাংকে আপনি যদি ৩৯৯ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে ৮ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। আজকের এই প্রতিবেদনে ইউনিয়ন ব্যাংকের এই দুর্দান্ত ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ইউনিয়ন ব্যাংকের ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিট (Union Bank 399 Day FD)

ইউনিয়ন ব্যাংক গ্রাহকদের জন্য ৩৯৯ দিনের দুর্দান্ত ফিক্সড ডিপোজিট অফার করছে। ৩৯৯ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বিভিন্ন বয়সের ব্যক্তিরা সর্বনিম্ন ৭.২৫ শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত সুদ পাবেন।

সুদের হার (Interest Rate)

এবার দেখে নেওয়া যাক ইউনিয়ন ব্যাংকের ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কোন বয়সের ব্যক্তিরা কত শতাংশ সুখ পাবেন।

  • সাধারণ নাগরিক (বয়স: ১৮ থেকে ৬০ বছর):- ইউনিয়ন ব্যাংকের ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে ৭.২৫ শতাংশ সুদ পাবেন।
  • সিনিয়র সিটিজেন (বয়স: ৬০ থেকে ৮০ বছর):- ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে ৭.৫০ শতাংশ সুদ পাবেন।
  • সুপার সিনিয়র সিটিজেন (বয়স: ৮০ বছরের উর্ধ্বে):- ইউনিয়ন ব্যাংকের ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিট থেকে ৮ শতাংশ সুদ পাবেন।

আরোও পড়ুন » Post Office FD: পোস্ট অফিসে ৫০ হাজার টাকা জমা রেখে কত টাকা রিটার্ন পাবেন? দেখে নিন হিসাব।

১ লক্ষ টাকা রাখলে কত রিটার্ন পাবেন

আপনি যদি ইউনিয়ন ব্যাংকের ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে ১ লক্ষ টাকা জমা রাখেন তাহলে কত টাকা রিটার্ন পাবেন দেখে নিন।

  • সাধারণ নাগরিক (বয়স: ১৮ থেকে ৬০ বছর):- ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করলে ৩৯৯ দিন পর রিটার্ন পাবেন প্রায় ১,০৮,১০০ টাকা।
  • সিনিয়র সিটিজেন (বয়স: ৬০ থেকে ৮০ বছর):- ইউনিয়ন ব্যাংকে ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে ১ লক্ষ টাকা রাখলে রিটার্ন পাবেন প্রায় ১,০৮,৪০০ টাকা।
  • সুপার সিনিয়র সিটিজেন (বয়স: ৮০ বছরের উর্ধ্বে):- একজন সুপার সিনিয়র সিটিজেন ব্যক্তি ইউনিয়ন ব্যাংকের ৩৯৯ দিনের ফিক্সড ডিপোজিটে ১ লক্ষ টাকা রাখলে রিটার্ন পাবে প্রায় ১,০৯,০০০ টাকা।

অবশ্যই পড়ুন » SBI vs PNB FD: ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট! স্টেট ব্যাংক নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কোথায় পাবেন বেশি রিটার্ন।

এই ধরনের অর্থ ও টাকা-পয়সা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।