শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PM Kisan: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৮তম কিস্তির টাকা পাওয়ার জন্য করতে হবে এই কাজ 

Updated on:

 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM-KISAN) ভারতের কৃষকদের আর্থিক সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। ২০১৯ সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কৃষকদের ৬০০০ টাকা প্রদান করা হয়। বর্তমানে, কৃষকরা ১৮তম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন।

১৮তম কিস্তির টাকা পাওয়ার জন্য কি করতে হবে

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিতে যোজনায়, ১৮ তম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষক ভাইদের অবশ্যই নিচে যে ৩টি বিষয়ে আলোচনা করা হয়েছে সেগুলি সম্পন্ন করা জরুরি। 

ই-কেওয়াইসি সম্পন্ন করুন

কৃষকদের ১৮তম কিস্তির টাকা পাওয়ার জন্য কেওয়াইসি (Know Your Customer) প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকামতো, কৃষকদের ই-কেওয়াইসি করানো প্রয়োজন যা ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।

আরও পড়ুন: Hasir Alo Scheme: রাজ্য সরকারের “হাসির আলো” প্রকল্প! বিদ্যুৎ বিলে পাবেন 300 টাকা ছাড়

জমির যাচাই করান

প্রকল্পের অধীনে কিস্তির টাকা পেতে হলে কৃষকদের নিজেদের জমির যাচাইও করাতে হবে। জমির যাচাই না করলে, কেন্দ্র সরকারের নির্দেশিকা অনুযায়ী প্রকল্পের টাকা পাওয়ার সুযোগ হারাতে পারেন।

আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করুন

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পেতে কৃষকদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা জরুরি। আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলে, প্রকল্পের কিস্তির টাকা জমা হতে সমস্যা হতে পারে।

অবশ্যই পড়ুন: Ration Card এর এই কাজ না করলে পাবেন না রেশন দ্রব্য! যত তাড়াতাড়ি সম্ভব করে নিন।

এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।