শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Ration Card এর এই কাজ না করলে পাবেন না রেশন দ্রব্য! যত তাড়াতাড়ি সম্ভব করে নিন।

Updated on:

বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা থেকে রেশন দ্রব্য সবকিছুতেই বেড়েই চলেছে দুর্নীতি। তাই সরকার রেশন দুর্নীতি আটকাতে সমস্ত রেশন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ একটি আপডেট। ‌ আপনিও যদি একজন রেশন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাকে খুব শীঘ্রই এই কার্য করতে হবে এবং আপনার পরিবারের সকল সদস্যদেরও একই কার্য করতে হবে নইলে আপনি এবং আপনার পরিবার আর রেশন দ্রব্য পাবেন না।

রেশন কার্ডের E-kyc 

আপনি যদি একজন রেশন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার রেশন কার্ডের E-kyc করতে হবে এবং আপনার পরিবারের সকল সদস্যদের রেশন কার্ডের  E-kyc করতে হবে নইলে আর রেশন দ্রব্য পাবেন না। এক্ষেত্রে যে সকল উপভোক্তাদের রেশন কার্ডের  E-kyc করা আছে তাদের আর দ্বিতীয়বার  E-kyc করার দরকার নেই শুধুমাত্র যে সকল গ্রাহকদের রেশন কার্ডের  E-kyc করা নেই তাদের অবশ্যই দ্রুততার সঙ্গে রেশন কার্ডের  E-kyc করতে হবে। 

রেশন কার্ডের  E-kyc করা আছে কিনা চেক করার নিয়ম 

আপনার রেশন কার্ডে সঙ্গে বা আপনার পরিবারের যে কোন সদস্যের রেশন কার্ডে  E-kyc করা আছে কিনা তা চেক করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে চেক করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার রেশন কার্ডের নাম্বার দিয়েই এটা চেক করে নিতে পারবেন।  

রেশন কার্ডের  E-kyc চেক করার লিংক » Check Ration  E-kyc

অবশ্যই পড়ুন: রেশন কার্ড থাকলেই পাবেন কেন্দ্র সরকারের এই ৬টি প্রকল্পের সুবিধা! রেশন কার্ড থাকলে অবশ্যই দেখুন।

রেশন কার্ডের  E-kyc করার নিয়ম 

আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে রেশন কার্ডের  E-kyc করতে পারবেন তা স্টেট বাই স্টেপ নিচে দেওয়া রয়েছে। রেশন কার্ডের সঙ্গে  E-kyc করার জন্য আপনার রেশন কার্ড মোবাইল নাম্বার এবং আধার কার্ড প্রয়োজন হবে। এবার দেখে নেওয়া যাক রেশন কার্ডের  E-kyc করার নিয়ম। 

  • রেশন কার্ডের  E-kyc করার জন্য প্রথমেই আপনাকে নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে তাহলে আপনি সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। 
  • এরপর আপনাকে আপনার রেশন কার্ডের নাম্বারটি সঠিকভাবে লিখে সার্চ বাটনে ক্লিক করতে হবে। 
  • এরপর আপনার সামনে আপনার রেশন কার্ডের ডিটেলস  দেখাবে, সেখান থেকে E-kyc অপশনে ক্লিক করতে হবে। 
  • এরপর আপনাকে আবার আপনার রেশন কার্ডের নাম্বার দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর “Link Aadhaar & Mobile Number” অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর এখানে আধার নাম্বারটি লিখে “Send OTP” অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি যুক্ত আছে সেই মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে লিখে “Submit” অপশনটিতে ক্লিক করতে হবে। 
  • এরপর সবশেষে “Verify and Submit” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সামনে একটি pop-up খুলবে এখানে “Ok” অপশনে ক্লিক করতে হবে এরপর আরও একটি pop-up খুলবে সেখান থেকে আপনি চাইলে আপনার রেশন কার্ডের মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে পারবেন অথবা যদি চেঞ্জ করতে না চান তাহলে “No” অপশনটিতে ক্লিক করবেন। 
  • এভাবেই আপনি খুব সহজে বাড়িতে বসে আপনার মোবাইল দিয়ে রেশন কার্ডের  E-kyc সম্পন্ন করতে পারবেন। 

রেশন কার্ডের  E-kyc করার ডাইরেক্ট লিংক »  Ration  E-kyc Link 

আরোও পড়ুন: Ration Card Correction Online: রেশন কার্ডের যে কোন ভুল বাড়িতে বসে অনলাইনে সংশোধন করুন, দেখে নিন পদ্ধতি।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।