শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

সরকারি কর্মীদের রাজার কপাল! প্রথমবার EPFO-তে নাম উঠলেই কেন্দ্রের তরফ থেকে দেওয়া হবে টাকা।

Updated on:

গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পূর্ণাঙ্গ আর্থিক বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের অর্থনৈতিক বিষয় নিয়ে এই দিন নানা ধরনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল দেশের সাধারণ মানুষদের কর্মসংস্থানকে চাঙ্গা করতে কেন্দ্রের একটি নয়া উদ্যোগ। নির্মলা সীতারামনের ঘোষণা থেকে জানা যায় প্রথমবার যারা চাকরি ক্ষেত্রে প্রবেশ করবেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের দেওয়া হবে একাধিক সুযোগ সুবিধা। প্রথমবার কর্মসংস্থানে প্রবেশ করা কর্মীদের কি কি সুবিধা দেওয়া হবে দেখে নিন।

প্রথম চাকরি শুরু করার পর কর্মীদের কি সুবিধা দেবে কেন্দ্র?

মঙ্গলবার বাজেট ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান নতুন চাকরিতে যুক্ত হয়ে যাদের নাম প্রথম EPFO তে নথিভুক্ত হবে, তারা কেন্দ্রের তরফ থেকে এক মাসের বেতন পাবেন। তিনটি ইনস্টলমেন্টের মাধ্যমে প্রভিডেন্ট ফান্ড মারফত এই টাকা দেবে সরকার। এছাড়াও যে সব সংস্থা অতিরিক্ত কর্মসংস্থান তৈরি করবে EPFO ভর্তুকি বাবদ তাদের মাসিক ৩ হাজার টাকা করে ভর্তুকি দেওয়া হবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভর্তুকি তারা পাবেন দুই বছরের জন্য।

Employment Linked Incentive হিসেবে তিনটি প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন Employment Linked Incentive হিসেবে যে তিনটি প্রকল্পের ঘোষণা করলেন সেগুলি হল।

অবশ্যই পড়ুন » EPFO একাউন্ট থাকলে পেয়ে যাবেন ৭ টি পেনশন সুবিধা! জেনে নিন পেনশন সংক্রান্ত খুঁটিনাটি।

  • প্রথম প্রকল্প হিসেবে সরাসরি একমাসের বেতন পৌঁছে দেওয়া হবে কর্মীদের কাছে। নতুন কাজে যোগ দেয়ার পর EPFO-তে নাম নথিভুক্ত হলে ৩ টি কিস্তিতে ১৫ হাজার টাকা পর্যন্ত পাবেন কর্মীরা। তবে এই কিস্তির টাকা পেতে বেতন হতে হবে ১ লক্ষ টাকা। শুধু তাই নয় এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার আগেই অনলাইন ফাইনান্সিয়াল কোর্স করতে হবে কর্মীদের। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আশা করা যাচ্ছে এই প্রথম প্রকল্পের মাধ্যমে দেশের ২ কোটি ১০ লক্ষ যুবক যুবতী উপকৃত হবেন।
  • দেশের উৎপাদন ক্ষেত্রে যে সমস্ত কর্মী নতুন করে কাজ শুরু করবেন তার এবং সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থার EPFO-র প্রথম চার বছরের টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে। এতে দেশের ৩০ লক্ষ যুবক-যুবতী উপকৃত হবেন।
  • তৃতীয় প্রকল্প হিসেবে বলা হয়েছে প্রতিজন নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগকারী সংস্থা প্রথম ২ বছর EPFO বাবদ মাসে যে ৩০০০ টাকা জমা দেবে, সেটি ফিরিয়ে দেওয়া হবে। তবে এই সুবিধা পেতে নতুন কর্মীদের বেতন হতে হবে ১ লক্ষের মধ্যে। নতুন নিযুক্ত কর্মী যদি ১২ মাসের মধ্যে সেই চাকরি ছেড়ে দেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে সরকারকে টাকা ফেরত দিতে হবে।

দেশের কর্মসংস্থান সংক্রান্ত ব্যবসাকে আরো উন্নত করার লক্ষ্যেই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা করেছেন। এবার থেকে উৎপাদন ক্ষেত্রে প্রথমবার চাকরিতে যোগ দেওয়া যেসব কর্মীর নাম প্রথম EPFO-তে উঠবে, তাদের ইনসেন্টিভ দেবে কেন্দ্র। এছাড়াও কর্মক্ষেত্রে দেশের মহিলাদের সমান যোগদানের সুযোগ তৈরি করতে, দেশে মহিলাদের জন্য ওয়র্কিং হস্টেল তৈরির ঘোষণাও করেন অর্থমন্ত্রী। এর পাশাপাশি দেশের নামি প্রথম সারির সংস্থা গুলিতে যুবক যুবতীরা যাতে ইন্টার্নশিপ করার সুযোগ পান সে বিষয়েও কথা বলেন তিনি। তিনি জানান দেশের বিভিন্ন সংস্থায় যুবক যুবতীদের ১ বছর ধরে হাতে কলমে কাজ শেখার সুযোগ থাকবে। সেই সঙ্গে ৫ হাজার টাকা অ্যালাওয়েন্সও দেওয়া হবে। এর ফলে কর্মসংস্থানের দিক থেকে দেশে অনেকটা অগ্রগতি সম্ভব হবে বলেই আশা করা যাচ্ছে।

অবশ্যই পড়ুন » Union Budget 2024: ২০২৪ এর বাজেটে সরকারি কর্মীদের জন্য সুখবর! নতুন কর কাঠামোয় একাধিক নিয়মে বদল

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।