শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

TATA Monthly Income Scheme: প্রতিমাসে ২০,০০০ টাকা পেতে টাটা কোম্পানির এই স্কিমে SWP করুন

Photo of author

By Joydeep

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

TATA Monthly Income Scheme: আপনি যদি বাড়িতে বসে প্রতিমাসে ২০,০০০ টাকা আয় করতে চান তাহলে টাটা কোম্পানির এই স্কিমে SWP করতে পারেন। যেমন আপনি পোস্ট অফিসের মন্থলি ইনকাম স্কিমে বিনিয়োগ করে প্রতিমাসে ভালো আয় আয় করতে পারেন। আবার বিভিন্ন ব্যাংকের Annuity Deposite Scheme-এ বিনিয়োগ করলে প্রতিমাসে একটি নির্দিষ্ট ইনকাম পান। তেমনি টাটা কোম্পানির এই মিউচুয়াল ফান্ড (Mutual Fund) স্কিমে বিনিয়োগ করে Systematic Withdrawal Plan (SWP) করলে প্রতিমাসে ২০,০০০ টাকা পেতে পারেন। এর জন্য আপনাকে কতো টাকা বিনিয়োগ করতে হবে? এবং TATA কোম্পানির এই মিউচুয়াল ফান্ডে কতো রিটার্ন পেতে পারেন? এই বিষয়ে বিস্তারিত জেনেনিন আজকের এই প্রতিবেদনে। 

TATA Monthly Income Scheme 

TATA কোম্পানির কোনো Monthly Income Scheme বা Annuity Deposite Scheme নেই, তবে আপনি টাটা কোম্পানির মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান (SWP) করলে এটি মন্থলি ইনকাম স্কিমের মতো কাজ করবে। প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আজ আমরা টাটার যে মিউচুয়াল ফান্ড স্কিম সম্পর্কে কথা বলছি তার নাম হলো “TATA INDIA CONSUMER FUND REGULAR GROWTH”. এই মিউচুয়াল ফাইন্ড বিনিয়োগকারীদের গত ১ বছরে ৩০.৬৭ শতাংশ, গত ৩ বছরে ১৯.১৩ শতাংশ, গত ৫ বছরে ১৮.০৮ শতাংশ এবং লঞ্চের পর থেকে এখনো পর্যন্ত ১৭.২৩ শতাংশ রিটার্ন দিয়েছে। 

TATA INDIA CONSUMER FUND REGULAR GROWTH এর বর্তমান নেট অ্যাসেট ভ্যালু (NAV) ৪০.১৮ টাকা। এর ফান্ড সাইজ প্রায় ১,৯৪৯.৫৬ কোটি টাকা। আপনি এতে সর্বনিম্ন ১০০ টাকা থেকে SIP শুরু করতে পারেন। এতে নূন্যতম ৫,০০০ টাকা বিনিয়োগ করতে পারবেন এবং নূন্যতম অতিরিক্ত বিনিয়োগের পরিমান ১,০০০ টাকা। এখানে জমা করা আপনার টাকার বেশিরভাগ অংশ ফান্ড ম্যানেজার দ্বারা শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়। আপনি যদি বিনিয়োগের ৩০ দিন পূর্ন হবার আগেই টাকা তুলে নিতে চান তাহলে আপনার তহবিলের ০.২৫ শতাংশ এক্সিট লোড দিতে হবে। 

আরও পড়ুন: Mutual Fund – নিয়মিত ইনকাম পেতে চান? জেনেনিন মিউচুয়াল ফান্ডের SWP এর সুবধা।

এর থেকে প্রতিমাসে ২০,০০০ টাকা পেতে কি করতে হবে? 

মিউচুয়াল ফান্ডে SIP করা অনেকেই জানে। এতে প্রতিমাসে অল্প অল্প পরিমাণ অর্থ Mutual Fund-এ বিনিয়োগ করতে হয়। তেমনি মিউচুয়াল ফান্ডে SWP করা তার ঠিক উল্টো। এতে প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ মিউচুয়াল ফান্ড থেকে আপনার একাউন্টে পাঠানো হয়। আপনি যদি TATA INDIA CONSUMER FUND REGULAR GROWTH মিউচুয়াল ফান্ডে SWP করে প্রতিমাসে ২০,০০০ টাকা পেতে চান তাহলে আপনাকে এতে কতো বিনিয়োগ করতে হবে? আপনি যদি ৩ থেকে ৫ বছর পর্যন্ত প্রতিমাসে ২০,০০০ টাকা পেতে চান তাহলে ১০ লক্ষ টাকা বা তার কম বিনিয়োগ করলেও হবে। 

আপনি যদি টাটা কোম্পানির এই মিউচুয়াল ফান্ডে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। এরপর আগামী ৩ বছরের জন্য ২০,০০০ টাকা SWP করেন এবং অতীতের রিটার্ন অনুযায়ী ১৯ শতাংশ রিটার্ন পান। তাহলে আপনি প্রতিমাসে ২০,০০০ টাকা করে ৩ বছর পর্যন্ত মোট ৭,২০,০০০ টাকা পাবেন এবং এর পরেও আপনার তহবিলে ৭,৪৬,৬৯৩ টাকা থাকবে। আবার আপনি যদি এটি আগামী ৫ বছর পর্যন্ত চালিয়ে যান এবং অতীতের রিটার্ন অনুযায়ী ১৮ শতাংশ রিটার্ন পান। তাহলে মাসে ২০,০০০ টাকা করে আপনি ৫ বছরে মোট ১২ লক্ষ টাকা পাবেন এবং এর পরেও আপনার তহবিলে ৪,৩৩,৩২৫ টাকা থাকবে।

আরও পড়ুন: SBI-এর এই প্ল্যানে SWP করে প্রতিমাসে ১০,০০০ টাকা আয় করুন, জেনেনিন সহজ পদ্ধতি।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us