SBI vs PNB 1 Lakh FD Returns: অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হল ফিক্সড ডিপোজিট। কারণ ফিক্সড ডিপোজিটে আপনি নির্দিষ্ট সময়ের জন্য একটি টাকা রেখে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ পাবেন এবং মেয়াদ শেষে সুদ সহ সমস্ত টাকা রিটার্ন পাবেন। দেশের সর্ববৃহৎ দুটি ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আপনি যদি এক লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করাতে চান তাহলে কোন ব্যাংকে করলে বেশি সুদ পাবেন এবং কোন ব্যাংকে বেশি রিটার্ন পাবেন এ নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিট সুদের হার
ভারতীয় স্টেট ব্যাংকে আপনি সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ 10 দিনের ফিক্সড ডিপোজিট করাতে পারেন। এক্ষেত্রে আপনি সর্বনিম্ন ৩.৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ৬.৫০ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাবেন। স্টেট ব্যাংকের কত সময়ের মেয়াদের জন্য কত সুদ পাবেন তা জানতে নিচের লিংকে ক্লিক করুন। ⬇️
অবশ্যই পড়ুন » SBI Fixed Deposit Interest Rate: স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিট সুদের হার
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট সুদের হার
স্টেট ব্যাংকের মতোই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছরের ফিক্সড ডিপোজিট করাতে পারেন। এক্ষেত্রে আপনি সর্বনিম্ন ৩.৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ৬.৫০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কত সময়ের মেয়াদের জন্য কত সুদ পাবেন তা জানতে নিচের লিংকে ক্লিক করুন। ⬇️
অবশ্যই পড়ুন » PNB Fixed Deposit Interest Rate: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট সুদের হার
১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটের রিটার্ন (SBI vs PNB)
এবার দেখে নেওয়া যাক ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট স্টেট ব্যাংক নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কোথায় করলে বেশি রিটার্ন পাবেন।
ফিক্সড ডিপোজিটের মেয়াদ | স্টেট ব্যাংক SBI | পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) | ||
সুদের হার | ১ লক্ষ টাকার রিটার্ন | সুদের হার | ১ লক্ষ টাকার রিটার্ন | |
১ বছর | ৬.৮০ শতাংশ | ১,০৬,৯৭৫ টাকা | ৬.৭৫ শতাংশ | ১,০৬,৯২৩ টাকা |
২ বছর | ৭.০০ শতাংশ | ১,১৪,৮৮৮ টাকা | ৬.৮০ শতাংশ | ১,১৪,৪৩৪ টাকা |
৩ বছর | ৬.৭৫ শতাংশ | ১,২২,২৩৯ টাকা | ৭.০০ শতাংশ | ১,২৩,১৪৪ টাকা |
৫ বছর | ৬.৫০ শতাংশ | ১,৩৮,০৪২ টাকা | ৬.৫০ শতাংশ | ১,৩৮,০৪২ টাকা |
৮ বছর | ৬.৫০ শতাংশ | ১,৬৭,৫০১ টাকা | ৬.৫০ শতাংশ | ১,৬৭,৫০১ টাকা |
১০ বছর | ৬.৫০ শতাংশ | ১,৯০,৫৫৬ টাকা | ৬.৫০ শতাংশ | ১,৯০,৫৫৬ টাকা |
উপরোক্ত টেবিল লক্ষ্য করলে দেখতে পাবেন ১ বছর এবং ২ বছরের ফিক্সড ডিপোজিটে আপনি স্টেট ব্যাংকে বেশি রিটার্ন পাবেন কিন্তু ৩ বছরের ফিক্সড ডিপোজিটে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বেশি রিটার্ন পাবেন। এরপর ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত যেকোন মেয়াদে আপনি স্টেট ব্যাংক ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে সমান রিটার্ন পাবেন।
অবশ্যই পড়ুন » Post Office FD: পোস্ট অফিসে ৫০ হাজার টাকা জমা রেখে কত টাকা রিটার্ন পাবেন? দেখে নিন হিসাব।
এই ধরনের অর্থনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇