SBI Credit Card: ভারতের সর্ব বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের অধিকাংশ লোকের এই ব্যাংকে একাউন্ট রয়েছে। এই ব্যাংক গ্রাহকদের বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য একাধিক সুবিধা দিয়ে থাকে। কিন্তু আগামী ১ই জুন থেকে একাধিক পেমেন্টের উপর রিওয়ার্ড পয়েন্ট তুলে নিতে চলেছে স্টেট ব্যাংক। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে গ্রাহকরা কোন কোন পেমেন্টের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট পাবেন না।
কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম
স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের খারাপ খবর শোনালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবার থেকে বেশ কিছু পেমেন্টের ক্ষেত্রে রিওয়ার্ডস পয়েন্ট পাবেন না কার্ড গ্রাহকেরা। স্টেট ব্যাংকের তরফ থেকে একটি নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে সরকারি সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট পাবেন না গ্রাহকরা। ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে ১ই জুন থেকে কার্যকর করা হবে নতুন নিয়ম।
মিস করবেন না » Post Office RD: পোস্ট অফিসের এই স্কিমে মাত্র ১৫০ টাকা করে জমা করলেই ৫ বছর পর ৩ লাখ টাকা পাবেন
কোন কোন কার্ড গুলিতে রিওয়ার্ডস পয়েন্ট দেওয়া বন্ধ করা হবে
এবার দেখে নেওয়া যাতে স্টেট ব্যাংকের কোন কোন ক্রেডিট কার্ড গুলিতে রিওয়ার্ডস পয়েন্ট দেওয়া বন্ধ করা হবে তার তালিকাটি।
নং | কার্ডের নাম |
১) | এসবিআই কার্ড প্ল্যাটিনাম |
২) | এসবিআই কার্ডের প্রাইম অ্যাডভান্টেজ |
৩) | এসবিআই কার্ড প্রাইম প্রো |
৪) | এসবিআই কার্ড প্রাইম |
৫) | এসবিআই কার্ড প্ল্যাটিনাম অ্যাডভান্টেজ |
৬) | সিম্পলি ক্লিক অ্যাডভান্টেজ এসবিআই কার্ড |
৭) | গোল্ড এসবিআই কার্ড |
৮) | সিম্পলি ক্লিক SBI কার্ড |
৯) | এসবিআই কার্ড পালস |
১০) | গোল্ড ক্লাসিক এসবিআই কার্ড |
১১) | এসবিআই কার্ড এলিট অ্যাডভান্টেজ |
১২) | গোল্ড ডিফেন্স এসবিআই কার্ড |
১৩) | গোল্ড অ্যান্ড মোর এসবিআই কার্ড |
১৪) | এসবিআই কার্ড এলিট |
১৫) | গোল্ড অ্যান্ড মোর অ্যাডভান্টেজ SBI কার্ড |
১৬) | গোল্ড অ্যান্ড মোর এমপ্লয়ি SBI কার্ড |
১৭) | KVB SBI গোল্ড অ্যান্ড মোর কার্ড |
১৮) | সিম্পলি সেভ SBI কার্ড |
১৯) | KVB SBI প্লাটিনাম কার্ড |
২০) | সিম্পলি সেভ এমপ্লয়িজ SBI কার্ড |
২১) | SIB SBI SimplySAVE কার্ড |
২২) | গোল্ড অ্যান্ড মোর টাইটানিয়াম SBI কার্ড |
২৩) | SIB SBI প্লাটিনাম কার্ড |
২৪) | সিম্পলি সেভ অ্যাডভান্টেজ এসবিআই কার্ড |
২৫) | সিম্পলি সেভ UPI SBI কার্ড |
২৬) | কৃষক উন্নতি এসবিআই কার্ড |
২৭) | সিম্পলি সেভ মার্চেন্ট SBI কার্ড |
২৮) | সিম্পলি সেভ প্রো এসবিআই কার্ড |
২৯) | PSB SBI সিম্পলি সেভ কার্ড |
৩০) | সেন্ট্রাল ব্যাঙ্ক সিম্পলি সেভ এসবিআই কার্ড |
৩১) | PSB SBI কার্ড প্রাইম |
৩২) | কেন্দ্রীয় ব্যাঙ্ক SBI কার্ড প্রাইম |
৩৩) | পিএসবি এসবিআই কার্ড এলিট |
৩৪) | ইউকো ব্যাঙ্ক সিম্পলি সেভ এসবিআই কার্ড |
৩৫) | ইউকো ব্যাঙ্ক এসবিআই কার্ড এলিট |
৩৬) | UCO ব্যাঙ্ক SBI কার্ড প্রাইম |
৩৭) | সেন্ট্রাল ব্যাঙ্ক এসবিআই কার্ড এলিট |
৩৮) | KVB SBI সিগনেচার কার্ড |
৩৯) | সিটি ইউনিয়ন ব্যাঙ্ক সিম্পলি সেভ এসবিআই কার্ড |
৪০) | কর্ণাটক ব্যাঙ্ক SBI প্লাটিনাম কার্ড |
৪১) | সিটি ইউনিয়ন ব্যাঙ্ক SBI কার্ড প্রাইম |
৪২) | কর্ণাটক ব্যাঙ্ক SBI কার্ড প্রাইম |
৪৩) | এলাহাবাদ ব্যাঙ্ক এসবিআই কার্ড প্রাইম |
৪৪) | কর্ণাটক ব্যাঙ্ক SBI SimplySAVE কার্ড |
৪৫) | এলাহাবাদ ব্যাঙ্ক SBI SimplySAVE কার্ড |
৪৬) | এলাহাবাদ ব্যাঙ্ক এসবিআই কার্ড এলিট |
অবশ্যই পড়ুন » স্টেট ব্যাঙ্কের SBI Super Bike Loan Scheme থেকে বাইক কেনার জন্য লোন নিতে চান? প্রতিমাসে কতো টাকা EMI দিতে হবে জানুন
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇