SBI Amrit Vrishti: দেশের সর্ববৃহৎ সরকারি খাতের ব্যাংক State Bank of India (SBI) তাদের গ্রাহকদের জন্য আরও একটি নতুন স্কিম (SBI New Scheme) নিয়ে হাজির হলো। ৪৪৪ দিন মেয়াদের এই স্পেশাল এফডি (Special FD) স্কিমে পাবেন আকর্ষণীয় সুদ। যে সমস্ত ব্যাক্তিরা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পছন্দ করে না, তারা স্টেট ব্যাংকের এই “অমৃত বৃষ্টি” FD স্কিমে বিনিয়োগ করলে নিশ্চিত রিটার্ন পাবেন। এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।
অমৃত বৃষ্টি স্কিম (SBI Amrit Vrishti)
স্টেট ব্যাংক একটি নতুন স্পেশাল FD স্কিম চালু করলো, যার নাম অমৃত বৃষ্টি (SBI Amrit Vrishti)। যে সমস্ত ব্যক্তিরা কোনরকম ঝুঁকি ছাড়াই নিজের মূলধন বাড়াতে চান, তারা স্টেট ব্যাংকের এই স্পেশাল এফডি স্কিমে বিনিয়োগ করতে পারেন। SBI এর এই স্কিমে সাধারণ গ্রাহকরা ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন। যেখানে প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ সুদের হার অফার করা হচ্ছে। এই স্কিমের মেয়াদ হল ৪৪৪ দিন, অর্থাৎ খুব অল্প সময়ে আপনার ফিক্স ডিপোজিটের ম্যাচিউরিটি হবে। আগামী ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত গ্রাহকেরা SBI Amrit Vrishti স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
কিভাবে বিনিয়োগ করবেন?
স্টেট ব্যাংকের Amrit Vrishti Special FD স্কিমে আপনি খুব সহজেই বিনিয়োগ করতে পারবেন। আপনি আপনার নিকটবর্তী স্টেট ব্যাংকের শাখায় গিয়ে বিনিয়োগ করতে পারবেন। তাছাড়া, আপনি YONO SBI, YONO Lite এবং এসবিআই ইন্টারনেট ব্যাংকিং (INB) এর মাধ্যমেও বিনিয়োগ করতে পারবেন। SBI এই স্কিমে অফলাইন এবং অনলাইন উভয় ভাবে বিনিয়োগ করার সুবিধা দেয়।
আরও পড়ুন: SBI FD Interest Rate Hike – স্টেট ব্যাংক তাদের এই এফডিতে আরও ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ালো।
এই স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে কতো রিটার্ন পাবেন?
FD ক্যালকুলেটর অনুসারে, একজন সাধারণ গ্রাহক যদি SBI এর অমৃত বৃষ্টি FD স্কিমে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি মেয়াদ পূর্ণ হবার পর ৭.২৫ শতাংশ সুদের হার অনুযায়ী মোট ১,০৯,২৬৬ টাকা রিটার্ন পাবেন। যেখানে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে ৯,২৬৬ টাকা। একই সময় একজন প্রবীণ নাগরিক ৭.৭৫ শতাংশ সুদের হার অনুযায়ী মোট ১,০৯,৯৩০ টাকা রিটার্ন পাবেন। যেখানে তার প্রাপ্ত সুদের পরিমাণ হবে ৯,৯৩০ টাকা। এই স্কিমে যদি আজ (১৮ জুলাই, ২০২৩) বিনিয়োগ করার হয়, তাহলে ৬ সেপ্টেম্বর, ২০২৫-এ এর ম্যাচিউরিটি হবে।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇