Punjab National Bank Fixed Deposit Money Double Time: বর্তমানে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিট। কারন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের মত কোন ঝুঁকি থাকে না। ব্যাংকের ফিক্সড ডিপোজিটে আপনি যদি টাকা জমা করেন তাহলে নির্দিষ্ট সময় পর সুদসহ সমস্ত টাকা ফিরে পাবেন। এক্ষেত্রে ব্যাংক যদি ডুবে যায় সেক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) তরফ থেকে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পেয়ে যাবেন। তাই ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপদ।
কিন্তু ফিক্সড ডিপোজিট করার আগে অবশ্যই একটি ভালো ব্যাংক নির্বাচন করতে হবে যেখানে আপনি সর্বাধিক সুদ পাবেন। এ প্রসঙ্গে জানিয়ে রাখি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি ফিক্সড ডিপোজিটে অন্যান্য ব্যাংক গুলির তুলনায় তুলনামূলক বেশি সুদ পাবেন। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখেন তাহলে আপনার সেই টাকা ডবল হতে কতদিন সময় লাগবে।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হার
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত ডিপোজিট করাতে পারবেন। এক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্স ডিপোজিট থেকে সর্বনিম্ন ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত সুখ পেতে পারেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন মেয়াদে কত সুদ পাবেন সম্পূর্ণ জানতে নিচের প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
অবশ্যই পড়ুন: PNB Fixed Deposit Interest Rate: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট সুদের হার, সম্পূর্ণ তালিকা দেখুন
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের FD তে কতদিনে টাকা ডবল হবে
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সর্বাধিক ১০ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে পারবেন। এক্ষেত্রে বিভিন্ন বয়সের ব্যক্তিরা বিভিন্ন সুদ পেয়ে থাকেন। (১) সাধারণ নাগরিক (১৮ থেকে ৬০ বছর) বয়সের ব্যক্তিরা ৬.৫০ শতাংশ সুদ পাবে, (২) সিনিয়র সিটিজেন (৬০ থেকে ৮০ বছর) বয়সের ব্যক্তিরা ৭.০০ শতাংশ সুদ পাবেন, (৩) সুপার সিনিয়র সিটিজেন (৮০ বছরের উর্ধ্বে…) বয়সের ব্যক্তিরা ৭.০০ শতাংশ সুদ পাবেন।
টাকা ডবল কতদিনে হবে: হিসাব শিখুন
আপনার টাকা কত দিনে ডবল হবে এটি হিসাব করার জন্য সবচেয়ে সহজ উপায় হল ৭২ এর সূত্র। এই সূত্রের সাহায্যে আপনি সেকেন্ডের মধ্যেই আপনার টাকা কত দিনের ডবল হবে সেটা হিসাব করতে পারবেন। ৭২ এর সূত্র, আপনার টাকা কত দিনে ডবল হবে = (৭২ ÷ সুদের হার)।
- আপনি যদি ৬.৫ শতাংশ সুদ পান তাহলে আপনার টাকা ডবল হতে সময় লাগবে (৭২÷৬.৫০) = ১১ বছর (প্রায়)
- আপনি যদি একজন সিনিয়র সিটিজেন হন এবং আপনি যদি ৭ শতাংশ হারে সুদ পান তাহলে আপনার টাকা ডবল হতে সময় লাগবে (৭২÷৭.০০) = ১০ বছর (প্রায়)
- আপনি যদি একজন সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে ৭.৩০% পাবেন এক্ষেত্রে আপনার টাকা ডবল হতে সময় লাগবে (৭২÷৭.৩০) = ৯.৫ বছর (প্রায়)
আরও পড়ুন » PNB FD: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করলে কত টাকা রিটার্ন পাবেন?
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇