Mutual Funds SIP Plan At Age 35: করোনা মহামারীর পর থেকে মানুষ আর্থিক দিক থেকে আরও সচেতন হয়ে উঠেছে। তাই বর্তমানে অনেকেই তাদের ব্যাংকে অ্যাকাউন্ট খালি করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা শুরু করছেন। কারণ এতে ব্যাংকের তুলনায় অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। আপনি যদি বিনিয়োগ করার পরিকল্পনা করছেন এবং ভাবছেন ৩৫ বছরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা শুরু করে অবসর গ্রহণের আগে কোটিপতি হতে কতো টাকার SIP শুরু করতে হবে, তাহলে আজকের এই প্রতিবেদনে সম্পূর্ন পড়ুন।
৩৫ বছর বয়সে বিনিয়োগ শুরু করে কোটিপতি হতে চান?
আপনার কাছে কোটি টাকা থাকলেই আপনি কোটিপতি। কোটি টাকা শুনে এখন হয়তো আপনাকে অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু ২৫ বছর পর এমন মনে হবে না। কারণ যে হারে মূল্যস্ফীতি বাড়ছে, আগামী ২৫-৩০ বছর পর মধ্যবিত্ত জীবনযাপনের জন্যেও কোটিপতি হতে হবে। আপনার বয়স যদি এখন ৩৫ বছর হয় এবং আপনি এখন মিউচুয়াল ফান্ডে SIP-এর মধ্যে বিনিয়োগ শুরু করেন, তবুও আপনি আগামী ২৫ বছরের মধ্যে কোটিপতি হতে পারেন। এরজন্য আপনাকে অনেক বেশি বিনিয়োগ বিনিয়োগ করতে হবে না।
কতো টাকার SIP করতে হবে?
আপনি যদি ৩৫ বছর বয়সে মিউচুয়াল ফান্ডে SIP করে অবসর গ্রহণের আগে কোটিপতি হতে চান, তাহলে অনেক বেশি বিনিয়োগ করতে হবে না। কারণ, শেয়ার বাজারের সঙ্গে যুক্ত মিউচুয়াল ফান্ড থেকে দীর্ঘ্য সময়ে ১২% থেকে ১৫% বা এরও চেয়েও বেশি রিটার্ন পেতে পারেন। এরফলে চক্রবৃদ্ধি হারে আপনার টাকা দ্রুত বাড়বে। আপনি প্রতিমাসে মাসে মাত্র ৩,৫০০ টাকা থেকে ৬,০০০ টাকা বিনিয়োগ করে ৬০ বছর বয়সের আগেই কোটিপতি হতে পারেন।
আরও পড়ুন » বেশি বয়সে SIP শুরু করেও কিভাবে কোটি টাকার সম্পত্তি করবেন! জেনে নিন সমস্ত হিসেব।
মূলত ৬০ বছর বয়সেই বেশিরভাগ লোক অবসর গ্রহণ করে থাকেন। আপনি ৩৫ বছরে SIP শুরু করলে অবসর গ্রহণ পর্যন্ত বিনিয়োগ করার জন্য হতে ২৫ বছর সময় পাবেন। আপনি ৬,০০০ টাকার SIP করলে ২৫ বছরে আপনার জমানো টাকার পরিমাণ হবে ১৮,০০,০০০ টাকা। যেখানে ১২% রিটার্ন পেলে আপনার সুদের টাকা হবে ৯৫,৮৫,৮১১ টাকা। অর্থাৎ আপনি ৬০ বছর বয়সে সুদ সমিত মোট ১,১৩,৮৫,৮১১ টাকার মালিক হবেন।
একই জায়গায় আপনি যদি ১৫% রিটার্ন পেয়ে থাকেন তাহলে মাসে ৩,৫০০ টাকার SIP করলেই ৬০ বছর বয়সে কোটিপতি হবেন। এক্ষেত্রে ২৫ বছরে আপনার জমা করা টাকার পরিমাণ হবে ১০,৫০,০০০ টাকা। যেখানে আপনি সুদ পাবেন ১,০৪,৪৪,২৫৮ টাকা। অর্থাৎ ২৫ বছর পর আপনি মোট ১,১৪,৯৪,২৫৮ টাকার মালিক হবেন।
আরও পড়ুন » মিউচুয়াল ফান্ডে প্রতিমাসে ৫,০০০ টাকার SIP করলে কোটিপতি হতে কতো সময় লাগবে?
এই ধরনের তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇