PPF Account New Rules: ভারতের খুবই জনপ্রিয় একটি স্কিম হলো পাব্লিক প্রভিডেন্ট ফান্ড (PFF)। তবে এবার আগের বেশ কয়েকটি সুবিধা পাওয়া যাবে না এই স্কিমে। কারণ, ইতিমধ্যেই এই স্কিমের ৩ টি নিয়ম পরিবর্তন করা হয়েছে। যা, ১ অক্টোবর ২০২৪ থেকেই কার্যকর হয়েছে। কি কি নিয়ম পরিবর্তন করা হয়েছে এই নিয়ে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।
PFF অ্যাকাউন্টের নিয়মে ৩টি বিরাট পরিবর্তন (PPF Account New Rules)
যেসমস্ত ব্যাক্তিরা দীর্ঘ্যমেয়াদী বিনিয়োগ করতে চাই তাদের জন্য PPF স্কিম একটি ভালো বিকল্প। এতে কোনো প্রকার ঝুঁকি না থাকার কারনে সাধারণ মানুষের কাছে এটি এতে বেশি জনপ্রিয়। তবে ইতিমধ্যেই এই স্কিমের নিয়মে ৩টি বিরাট পরিবর্তন করা হয়েছে। যা, ১ অক্টোবর ২০২৪ থেকে কার্যকর হয়েছে। যেগুলি হলো অপ্রাপ্তবয়স্কদের PPF অ্যাকাউন্টের সুদের হার, একাধিক PPF অ্যাকাউন্ট এর ক্ষেত্রে সুদের হিসেব এবং অনাবাসী ভারতীয়দের PPF অ্যাকাউন্টের নিয়ম। এগুলির সম্পর্কে নিচে আরও বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
১) অপ্রাপ্তবয়স্কদের PPF অ্যাকাউন্টের সুদের হার
অপ্রাপ্তবয়স্ক PPF অ্যাকাউন্ট ধারকদের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুদের হারের পরিমাণে সুদ দেওয়া হবে। যা, বর্তমানে আপাতত ৪ শতাংশ। অ্যাকাউন্টধারীর বয়স ১৮ বছর পূর্ন হবার পর থেকে পিপিএফের নির্দিষ্ট হারে সুদ (বর্তমানে ৭.১ শতাংশ) মিলবে। এছাড়াও, অপ্রাপ্তবয়স্ক PPF অ্যাকাউন্ট ধারকদের বয়স ১৮ বছর পূর্ন হবার পর থেকে ম্যাচিওরিটি পিরিয়ড হিসাব করা হবে।
আরও পড়ুন » PM Kisan 18th Installment: পুজোর আগে কৃষকদের একাউন্টে ঢুকবে ২০০০ টাকা।
২) একাধিক PPF অ্যাকাউন্ট এর ক্ষেত্রে সুদের হিসেব
যে সমস্ত ব্যাক্তিদের একাধিক PPF অ্যাকাউন্ট রয়েছে, তাদের প্রাথমিক এবং দ্বিতীয়ত অ্যাকাউন্ট এর বার্ষিক জমা টাকা মিলে যদি ১.৫ লাখ টাকার (বার্ষিক সর্বোচ্চসীমার) মধ্যে হয়, তাহলে প্রাথমিক অ্যাকাউন্টে পিপিএফে এর সুদ মিলবে। যদি অর্থের পরিমাণ বার্ষিক সর্বোচ্চসীমার বেশি হয় তাহলে দ্বিতীয় অ্যাকাউন্টে থাকা বাড়তি টাকার উপর কোনো সুদ পাবেন না। প্রাথমিক এবং দ্বিতীয় অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট থাকলে, যেদিন ওই অ্যাকাউন্ট খোলা হয়েছে সেদিন থেকেই তাতে কোনো সুদ পাবেন না।
৩) অনাবাসী ভারতীয়দের PPF অ্যাকাউন্টের নিয়ম
যে সমস্ত ব্যাক্তিরা আগে ভারতে ছিলেন এবং ১৯৬৮ সালের PPF অ্যাকাউন্ট খুলেছে, যেখানে ফর্ম এইচে নির্দিষ্টভাবে অ্যাকাউন্টধারীদের বসবাসের তথ্য লাগত না। পরবর্তীতে তারা অনাবাসী ভারতীয় হয়ে গিয়েছেন। এক্ষেত্রে তারা ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের প্রদত্ত হারে সুদ পাবেন। কিন্তূ ১ অক্টোবর ২০২৪ থেকে তাদেরকে আর কোনো সুদ দেওয়া হবে না।
আরও পড়ুন » পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) কী? পিপিএফ একাউন্ট নিয়ম| Public Provident Fund PPF Account in Bengali
উপসংহার
১ অক্টোবর ২০২৪ থেকে পোস্ট অফিসের পাব্লিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিমের ৩ টি নিয়ম পরিবর্তন করা হয়েছে। যেগুলি মূলত অপ্রাপ্তবয়স্কদের PPF অ্যাকাউন্টের সুদের হার, একাধিক PPF অ্যাকাউন্ট এর ক্ষেত্রে সুদের হিসেব এবং অনাবাসী ভারতীয়দের PPF অ্যাকাউন্টের নিয়ম সম্পর্কিত। এগুলির সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇