বর্তমানে পোস্ট অফিসে (Post Office) বিভিন্ন স্কিম রয়েছে। পোস্ট অফিসের স্কিম গুলিতে টাকা জমা করলে খুব ভালো রিটার্ন পাওয়া যায় কারণ পোস্ট অফিসের সমস্ত স্কিমগুলি গ্রাহকদের খুব ভালো সুদ দিয়ে থাকে। পোস্ট অফিসের এমনই একটি দুর্দান্ত স্কিম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। সম্প্রতি পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিরাট পরিবর্তন আনা হয়েছে এই পরিবর্তনের ফলে সুবিধা হবে লক্ষ লক্ষ সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিরা। এছাড়াও পোস্ট অফিসের এই স্কিমটির নিয়মে পরিবর্তনের ফলে সরকারি কর্মচারীরাও বেশি লাভবান হবেন।
পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিমটিকে অবসরকালীন সময়ের ভরসা বলা যেতে পারে। পোস্ট অফিসের এই স্কিম বয়স্ক ব্যক্তিদের কর ছাড় সহ বিভিন্ন সুবিধা দিয়ে থাকে তাই অনেক সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তি এই স্কিমে অর্থ বিনিয়োগ করতে পছন্দ করেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমটি পোস্ট অফিসের অন্যান্য স্কিমের তুলনায় সব থেকে সুদ দিয়ে থাকে গ্রাহকদের।
সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে পোস্ট অফিসের এই স্কিমে বিরাট পরিবর্তন আনা হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে বিগত সপ্তাহে একটি নোটিশ জারি করে এই স্কিমের নতুন নিয়ম সম্পর্কে জানানো হয়েছে। স্কিমটির নতুন নিয়মের ফলে প্রবীণ নাগরিকদের সারা জীবনের অর্থ উপার্জনের পথ তৈরি হল। এবং এই নতুন নিয়মের ফলে সরকারি কর্মচারীদের পরিবার আরও বেশি উপকৃত হবে। তাই এবার দেরি না করে দেখে নেওয়া যাক পোস্ট অফিসের এই স্কিমে কি কি পরিবর্তন আনা হয়েছে।
Post Office এর এই স্কিমে কি কি পরিবর্তন করা হয়েছে
(১) এর আগে Post Office এর এই স্কিমে সরকারি কর্মচারীদের সঙ্গীদের অ্যাকাউন্ট খোলার অনুমতি ছিল না কিন্তু নতুন নিয়মে বলা হয়েছে এবার থেকে পোস্ট অফিসের এই স্কিমে প্রয়াত সরকারি কর্মচারীর সঙ্গীও অ্যাকাউন্ট খুলতে পারবেন।
(২) এবার থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে একাউন্ট খোলার জন্য আরও বেশি সময় পাবেন। এর আগে পর্যন্ত সরকারি কর্মচারীদের নিয়ম ছিল চাকরি থেকে অবসরের এক মাসের মধ্যে একাউন্ট খুলতে হবে কিন্তু নতুন নিয়মে এই সময় বৃদ্ধি করা হয়েছে এবং নতুন নিয়মে বলা হয়েছে তিন মাসের মধ্যে সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই স্কিমে একাউন্ট খুলতে পারবেন।
(৩) এই স্কিমে একাউন্ট খোলার জন্য ব্যক্তির ন্যূনতম বয়স ৬০ বছর হওয়া প্রয়োজন। কিন্তু যে সকল ব্যক্তির বয়স ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে তারাও এই স্কিমে একাউন্ট খুলতে পারবেন সেক্ষেত্রে তাদের “সুপার অ্যানুয়েশনের” মাধ্যমে অবসর গ্রহণ করতে হবে।
(৪) Post Office এর এই স্কিমে সব থেকে যে পরিবর্তনটি করা হয়েছে এবার সেটি দেখে নেওয়া যাক। এবার থেকে গ্রাহকরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে যতদিন ইচ্ছে টাকা বিনিয়োগ করতে পারে, এর আগে পোস্ট অফিসের এই স্কিমে গ্রাহকরা মেয়াদ পূর্তির পর ৩ বছর একাউন্টের মেয়াদ বৃদ্ধি করতে পারতো কিন্তু এবার থেকে ৩ বছর, ৩ বছর করে একাধিকবার টাকা জমা করতে পারবে গ্রাহকরা। ম্যাচুরিটির পর থেকে গ্রাহকরা একাউন্টের মেয়াদ একটি আবেদনের মাধ্যমে বৃদ্ধি করতে পারবে, সেক্ষেত্রে অবশ্যই ম্যাচুরিটির ১ বছরের মধ্যে মেয়াদ বৃদ্ধির আবেদন করতে পারবে। একাউন্টের মেয়াদ বাড়ানোর জন্য গ্রাহকদের ফর্ম-৪ পূরণ করতে হবে।
অবশ্যই পড়ুন » Post Office RD Scheme: 100 টাকার স্কিমে পাঁচ বছরে পাবেন 14 লাখ টাকা, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম।
যে সকল ব্যক্তি Post Office এর এই স্কিমটি সম্পর্কে অবগত নয় বা এই স্কিমটি সম্পর্কে বিস্তারিত জানেননি তাদের সুবিধার জন্য এই স্কিম সম্পর্কে একটি বিস্তারিত পোস্ট আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে তাই আপনারা যারা পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে চান অর্থাৎ এই স্কিমে ম্যাচুরিটির সময়কাল? বিনিয়োগের পরিমাণ? এবং বর্তমানে এই স্কিম গ্রাহকদের কত সুদ দিচ্ছে তা জানতে নীচের প্রতিবেদনটি পড়ুন। ⬇️
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇
I am an educated unemployed from starting to till date. I have no any sources for income money . I have cleared my MA digree from Gauhati University in the year ,1994. Till date I have no job. So, Please help me for Pm kissan Yojana and thus oblige.Thanks, Yours,Monirul Islam Ahmed,Ph.8837289915.