Post Office Senior Citizens Savings Scheme (SCSS): প্রবীণ নাগরিকরা অবসর গ্রহণের সময় এক মুঠো টাকায় একসঙ্গে পেয়ে থাকেন। তারা সম্পূর্ণ টাকা খরচ করার বদলে কিছু পরিমাণ ব্যাংকে বিনিয়োগ করে থাকে। তবে আজ আমরা পোস্ট অফিসে এমন একটি স্কিম সম্পর্কে জানবো, যেখানে প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করে অনেক বেশি সুদ আয় করতে পারবেন। তারসঙ্গে এটি সরকারি স্কিম হওয়ায় কোনো রকম ঝুঁকির ভয় থাকবে না।
Post Office Senior Citizens Savings Scheme (SCSS)
নাগরিকদের নাগরিকদের বিনিয়োগ করার জন্য একটি ভালো বিকল্প হল পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। কারণ, এখানে সুদের হার অনেক বেশি এবং বিনিয়োগের কোন ঝুঁকি নেই। এখানে প্রবীণ নাগরিকরা ৮.২ শতাংশ বার্ষিক সুদ পেয়ে থাকে। পোস্ট অফিসের এই স্কিমের মেয়াদ মাত্র ৫ বছরের। অর্থাৎ মাত্র ৫ বছরেই প্রবীণ নাগরিকরা এখান থেকে অনেক বেশি সুদ পেতে পারেন। তবে মেয়াদ পূর্ণ হওয়ার ১ বছরের মধ্যে আরো ৩ বছর এর মেয়াদ বাড়াতে পারবেন।
Post Office Senior Citizens Savings Scheme (SCSS)-এ বিনিয়োগ করার জন্য আপনার বয়স ৬০ বছর বা তার বেশি হওয়া প্রয়োজন। তবে বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে কিছু বিশেষ সর্তে বয়স ছাড় পাওয়া যায়। যেমন বেসামরিক খাতের সরকারি কর্মচারীদের VRS নেওয়া এবং প্রতিরক্ষা থেকে অবসর নেওয়া ব্যক্তিদের কিছু শর্তে বয়স ছাড় দেওয়া হয়। কেওয়াইসি সম্পর্কিত সমস্ত নথিপত্র নিয়ে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
আরও পড়ুন » Post Office MIS: পোস্ট অফিসের এই স্কিম থেকে প্রতি মাসে পাবেন ৯,০০০ টাকা! কিভাবে একাউন্ট খুলবেন জানুন।
৫ বছরে ১২ লক্ষের বেশি সুদ কিভাবে পাবেন?
আপনি যদি Post Office Senior Citizens Savings Scheme (SCSS)-এ বিনিয়োগ করে মাত্র ৫ বছরেই ১২ লক্ষের বেশি সুদ পেতে চান, তাহলে আপনাকে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এই রাশি বিনিয়োগ করলে প্রতি ত্রৈমাসিকে ৬১,৫০০ টাকা জমা হবে। যা চক্রবৃদ্ধির ফলে ৫ বছর পর হবে ১২,৩০,০০০ টাকা। অর্থাৎ আপনি মোট ৪২,৩০,০০০ টাকা ম্যাচুরিটি পাবেন।
তবে এখানে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে এর তুলনায় কম সুদ পাবেন। এক্ষেত্রে প্রতি ত্রৈমাসিকে ৩০,৭৫০ টাকা সুদ আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে। যা ৫ বছর পর হবে ৬,১৫,০০০ টাকা। অর্থাৎ এক্ষেত্রে আপনি মোট ২১,১৫,০০০ টাকা ম্যাচুরিটি পাবেন।
আরও পড়ুন » পোস্ট অফিসের ৫ বছরের ফিক্সড ডিপোজিট নাকি ৫ বছরের NSC স্কিম! কোথায় বেশি রিটার্ন পাবেন।
এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇