Post Office Scheme: বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের উপার্জন যে জায়গায় দাঁড়িয়েছে তাতে সঞ্চয় করা খুবই মুশকিল। তাই ভবিষ্যতকে আর্থিক ভাবে সুরক্ষিত করতে মানুষ বিভিন্ন স্কীমে বিনিয়োগ করে থাকে। দেশে বিভিন্ন সরকারি সহ বেসরকারি সংস্থা বিভিন্ন স্কীম অফার করে থাকে। তবে বেশিরভাগ মানুষ পোস্ট অফিসে (Post Office) বিনিয়োগ করতে বেশি পছন্দ করে। কারণ পোস্ট অফিসে বিনিয়োগ ঝুঁকিহীন ও নিরাপদ। পোস্ট অফিসের অধীনে একাধিক স্কীম রয়েছে, যেখানে বিনিয়োগ করলে দুর্দান্ত রিটার্ন পাওয়া যায়। আজ পোস্ট অফিসের এমনই একটি স্কীম সম্পর্কে কথা বলবো।
পোস্ট অফিস গ্রাহকদের একাধিক ক্ষুদ্র সঞ্চয় স্কীম অফার করে। যার মধ্যে পোস্ট অফিসের একটি জনপ্রিয় ক্ষুদ্র সঞ্চয় স্কীম হলো মাসিক ইনকাম স্কিম। এটি এমন একটি প্রকল্প যেখানে আমানতকারীরা একটি নির্দিষ্ট সুদের হার প্রতি মাসে টাকা রিটার্ন পেয়ে থাকে। জাতীয় সঞ্চয় প্রকল্পগুলি বেশ নিরাপদ। কারণ এটি ভারত সরকার দ্বারা সমর্থিত। তাই যারা প্রতি মাসে নিজেদের আয়কে সুনিশ্চিত করতে চান, তারা পোস্ট অফিসে মাসিক ইনকাম স্কিমে বিনিয়োগ করতে পারেন।
কত টাকা দিয়ে বিনিয়োগ করা যাবে?
নুন্যতম ১০০০ টাকা দিয়ে যে কেউ এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া আছে। কোনো ব্যক্তি সিঙ্গেল অ্যাকাউন্ট খুললে ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্ট খুললে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। ৫ বছরের মেয়াদে এই স্কীমে বিনিয়োগ করা যাবে। তবে আমানতকারী চাইলে মেয়েদের সীমা বাড়াতে পারবে। বর্তমানে এমআইএস বা মাসিক ইনকাম স্কীমে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে।
কারা আবেদন করতে পারবেন?
যে কোনো ভারতীয় নাগরিক পোস্ট অফিসের এমআইএস স্কীমে বিনিয়োগ করতে পারবেন। প্রাপ্ত বয়স্ক থেকে শুরু করে নাবালকরা আমানত করতে পারবেন। তবে অসুস্থ ব্যাক্তি কিংবা ১০ বছরের বেশি বয়সী নাবালকের ক্ষেত্রে অভিভাবকের প্রয়োজন হবে। এখানে সিঙ্গেল ভাবেও খাতা খোলা যায়, আবার যৌথ ভাবেও খাতা খোলা যায়।
এই স্কীমে বিনিয়োগ করে কীভাবে প্রতিমাসে ৯২৫০ টাকা পাওয়া যাবে?
কোনো ব্যক্তি স্ত্রীর সঙ্গে যৌথ ভাবে এখানে ১৫ লক্ষ টাকা জমা করলে, প্রতি বছর ৭.৪ শতাংশ সুদের হারে ১ লক্ষ ১১ হাজার টাকা রিটার্ন পাবে। এবার এই অর্থ যদি মাসে ভাগ করা হয়, তাহলে দাঁড়াও ৯২৫০ টাকা। এই স্কীমের মেয়াদ ৫ বছরের হলেও মেয়াদ পূর্ন হওয়ার আগেই আপনি টাকা তুলে নিতে পারবেন। সে ক্ষেত্রে বিনিয়োগ করার ১ থেকে ৩ বছরের মধ্যে টাকা তুলে ২ শতাংশ এবং ৩ বছরের পর টাকা তুলে ১ শতাংশ টাকা কেটে রিটার্ন করা হবে।
অবশ্যই পড়ুন » Post Office RD Scheme: 100 টাকার স্কিমে পাঁচ বছরে পাবেন 14 লাখ টাকা, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇
Please post details about all schemes.
Sushanta chakrabarty. Vill+p.o._bhagabantapur. Dist=paschim Medinipur pin=721201