শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

পোস্ট অফিসের ৫ বছরের ফিক্সড ডিপোজিট নাকি ৫ বছরের NSC স্কিম! কোথায় বেশি রিটার্ন পাবেন।

Updated on:

Post Office 5 Years Fixed Deposit vs NSC Scheme: পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে কিন্তু আপনি যদি আপনার টাকা ৫ বছরের জন্য পোস্ট অফিসে বিনিয়োগ চাইছেন তার জন্য পোস্ট অফিসের কোন স্কিম সেরা সেটা বেছে নেওয়া জরুরি। পোস্ট অফিসে পাঁচ বছরের বিনিয়োগের জন্য দুটি সেরা স্কিম হল পোস্ট অফিসের পাঁচ বছরের ফিক্সড ডিপোজিট এবং পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিম। আজকের এই প্রতিবেদনে এই দুটি স্কিমের পার্থক্য পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে।

পোস্ট অফিসের ৫ বছরের ফিক্সড ডিপোজিট

আপনি যদি পোস্ট অফিসের পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। পোস্ট অফিসের ফিক্স ডিপোজিটে আপনি যে স্যুট পাবেন সেটি কোয়ার্টারে হিসেব করা হলেও আপনি সেটি কোয়ার্টারলি পাবেন না আপনি সেটি বার্ষিক পাবেন। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে আপনি সর্বনিম্ন ১ হাজার টাকা দিয়ে ফিক্সড ডিপোজিট করাতে পারেন এবং সর্বোচ্চ যত খুশি টাকা পর্যন্ত পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করতে পারেন।

পোস্ট অফিসের ৫ বছরের NSC স্কিম

পোস্ট অফিসের ৫ বছরের ফিক্সড ডিপোজিট ছাড়াও পোস্ট অফিসে ৫ বছরের জন্য আরেকটি স্কিম রয়েছে যে স্কিমের নাম হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। এই স্কিমে আপনি বার্ষিক ৭.৭ শতাংশ হারে সুদ পাবেন। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের মতোই এই স্কিমে আপনি সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন এবং এই স্কিমে সর্বোচ্চ ডিপোজিটের কোন সীমা নেই অর্থাৎ আপনি যত খুশি টাকা এই স্কিমে জমা করতে পারেন।

আরোও পড়ুন » RPLI: পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিম! প্রতি মাসে ১,১২৬ টাকা জমা করে পাবেন ১৩ লক্ষ ৪০ হাজার টাকা।

Post office NSC Scheme vs post office fixed deposit

পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে নাকি NSC স্কিম কোনটি লাভজনক

এবার দেখে নেওয়া যাক আপনি যদি ৫ বছরের জন্য পোস্ট অফিসের স্কিমে টাকা রাখতে চাইছেন তাহলে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট নাকি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম কোনটি লাভজনক হবে। নিচে ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কোন স্কিমে কত রিটার্ন পাবেন তা দেখানো হয়েছে।

ডিপোজিটের পরিমাণপোস্ট অফিসের ৫ বছরের FD তে রিটার্নপোস্ট অফিসের NSC স্কিমে রিটার্ন
৫০,০০০ টাকা৭২,৪৯৭ টাকা৭২,৪৫২ টাকা
১ লক্ষ টাকা১,৪৪,৯৯৫ টাকা১,৪৪,৯০৩ টাকা
২ লক্ষ টাকা২,৮৯,৯৯০ টাকা২,৮৯,৮০৭ টাকা
৩ লক্ষ টাকা৪,৩৪,৯৮৪ টাকা৪,৩৪,৪১০ টাকা
৫ লক্ষ টাকা৭,২৪,৯৭৪ টাকা৭,২৪,৫১৭ টাকা

উপরের তালিকা থেকে দেখলেন পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে সুদের পরিমাণ বেশি হলেও ৫ বছরের ফিক্সড ডিপজিটে বেশি রিটার্ন পাবেন। কারণ পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে কোয়ার্টারলি সুদ গণনা করা হয়।

অবশ্যই পড়ুন » Post Office Sevings Account: পোস্ট অফিস সেভিংস একাউন্ট! জেনেনিন সমস্ত বেনিফিট এবং নিয়ম কানুন সম্পর্কে।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।