শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PNB Fixed Deposit: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি! নতুন সুদ জেনে নিন

Updated on:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে সকল ব্যক্তির একাউন্ট রয়েছে তাদের জন্য অত্যন্ত খুশির খবর। সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এর ফলে এই ব্যাংকের গ্রাহকরা এবার থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে ৮ শতাংশেরো বেশি সুদ পেতে পারেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে কত বছর মেয়াদের জন্য আগের তুলনায় কত শতাংশ সুদ বৃদ্ধি করা হয়েছে জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পুরনো ফিক্সড ডিপোজিটে সুদের হার

সবার প্রথমে জেনে নেওয়া যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্স ডিপোজিটে আগে সুদের হার কত ছিল। এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সুদের হার গ্রাহকের ভয়েস অনুসারে ভিন্ন হয়ে থাকে। (১) সাধারণ নাগরিক অর্থাৎ ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে, (২) সিনিয়র সিটিজেন অর্থাৎ ৬০ থেকে ৮০ বছর বয়েসের ব্যক্তি ও (৩) সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ ৮০ বছর বয়সের ঊর্ধের ব্যক্তি।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শুধুমাত্র ৫ থেকে ১০ বছর মেয়াদের সুদের হার পরিবর্তন করা হয়েছে তাই নিচে শুধুমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আগের ৫ থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার দেওয়া হয়েছে।

সাধারণ নাগরিক (১৮ থেকে ৬০)সিনিয়র সিটিজেন (৬০ থেকে ৮০)সুপার সিনিয়র সিটিজেন (৮০ এর উর্দ্ধে)
৬.৫০%৭.৩০%৭.৩০%

অবশ্যই পড়ুন » Fixed Deposit Risk: ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন! ব্যাংক ডুবে গেলে আপনার টাকার কি হবে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার

এবার দেখে নেওয়া যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ৫ থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার কতটা বৃদ্ধি করা হয়েছে।

  • সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের পরিমাণ অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ৬.৫০ শতাংশ হারেই সুদ পাবেন।
  • সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ৫ থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৩০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৭.৭৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে ০.৪০ শতাংশ সুদ বৃদ্ধি করা হয়েছে।
  • সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও সুদের পরিমাণ ৭.৩০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৮.০৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে মোট ০.৭৫ শতাংশ সুদের হার বৃদ্ধি করা হয়েছে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনি ৫ থেকে ১০ বছর মেয়াদ বাদেও সর্বনিম্ন ৭ দিন থেকে ফিক্সড ডিপোজিট করতে পারবেন।

আরোও পড়ুন » PNB FD: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ৪০০ দিনের FD-তে ৫ লাখ টাকা জমা করলে কতো রিটার্ন পাবেন দেখুন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।