শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PM Fasal Bima Yojana: চাষের জমি থাকলেই পাবেন ২ লক্ষ টাকা! কেন্দ্রীয় সরকারের এই স্কিমে আবেদন করুন

Updated on:

PM Fasal Bima Yojana: দেশের বেশিরভাগ জনগণ কৃষি কাজের উপর নির্ভরশীল, তাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কৃষকদের সাহায্য করার জন্য একাধিক প্রকল্প চালু করেছেন। যার মধ্যে একটি হলো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PMFBY)। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ দেওয়া। এতে সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত শস্য বীমা প্রদান করবে সরকার। কারা কারা এতে আবেদন করতে পারবেন? এবং কিভাবে আবেদন করতে হবে? এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।

ফসল বীমা যোজনা (PM Fasal Bima Yojana) 

দেশের কৃষকদের উদ্দেশ্যে চালু করা কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প হল ফসল বীমা যোজনা। আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে কৃষকদের ফসলের যে ক্ষতি হয়ে থাকে, তার ক্ষতিপূরণ দেওয়া হল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের অধীনে প্রতি হেক্টর চাষের জমিতে ১৪,৭০০ টাকা করে শস্য বীমা এবং একজন কৃষককে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত শস্য বীমা প্রদান করবে। এই বীমা প্রকল্পের অধীনে কৃষকদের তাদের ফসলের জন্য ৫ থেকে ৭ শতাংশ প্রিমিয়াম দিতে হবে। 

কারা কারা আবেদন করতে পারবেন?

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PM Fasal Bima Yojana) শুধুমাত্র ভারতের কৃষকদের জন্য, অর্থাৎ আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। তারসঙ্গে আপনাকে কিষাণ মিত্র সহায়তা সংগঠনে থাকতে হবে। তবে আপনি যদি খাজনা হিসেবে চাষ করেন, তাহলে এতে আবেদন করতে পারবেন না। তাছাড়া, এতে আবেদন করার জন্য কৃষকদের জমি সংক্রান্ত সমস্ত কাগজপত্র থাকা প্রয়োজন।

আরও পড়ুন: PM Kisan Status Check – অবশেষে কৃষকদের একাউন্টে ঢুকছে PM কিষানের ১৭ তম কিস্তির টাকা! এভাবে স্ট্যাটাস চেক করুন।

কিভাবে আবেদন করবেন?

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PM Fasal Bima Yojana) এর জন্য সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে – 

  1. PMFBY পোর্টালে যান: প্রথমে আপনার কম্পিউটার বা ফোন থেকে pmfby.gov.in এ যান।
  2. নিজেকে নিবন্ধন করুন: পোর্টালে ‘রেজিস্টার’ এ ক্লিক করুন।  সততার সাথে এবং সঠিকভাবে আপনার বিবরণ পূরণ করুন। আপনার অফিসিয়াল এবং ব্যক্তিগত তথ্য সঠিকভাবে প্রদান করা গুরুত্বপূর্ণ।
  3. আপনার বিবরণ যাচাই করুন: আপনার আধার নম্বর এবং ব্যক্তিগত তথ্য লিখুন। আপনার আধার নম্বর স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। আপনার মোবাইল নম্বরের জন্য, আপনি নিশ্চিত করার জন্য একটি OTP (ওয়ান-টাইম পাসওয়ার্ড) পাবেন।
  4. অনুমোদনের জন্য অপেক্ষা করুন: একবার আপনি আপনার বিবরণ জমা দিলে, একটি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন। আপনি একটি এসএমএস বা ইমেল পাবেন যা আপনাকে জানিয়ে দেবে যে আপনার নিবন্ধন অনুমোদিত কিনা।
  5. আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন: আপনার নিবন্ধন অনুমোদিত হলে, পোর্টালের উপরের ডানদিকে ‘সাইন ইন’ ক্লিক করে লগ ইন করুন। রেজিস্ট্রেশনের সময় আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করুন।
  6. আবেদনপত্র পূরণ করুন: লগ ইন করার পরে আপনি আবেদনপত্রটি দেখতে পাবেন৷ এটি সাবধানে পূরণ করতে আপনার সময় নিন। উল্লেখিত প্রয়োজনীয় নথি আপলোড করতে ভুলবেন না।
  7. আপনার আবেদন জমা দিন: আপনার বিশদ এবং নথিগুলি দুবার চেক করার পরে, ‘Submit’ এ ক্লিক করুন। তারপর আপনার আবেদন প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হবে।

আবেদন সম্পন্ন হবার পর আপডেটের জন্য আপনার এসএমএস বা ইমেলে চোখ রাখুন। আপনি আপনার আবেদনের অগ্রগতি এবং প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিজ্ঞপ্তি পাবেন।

আরও পড়ুন: PM Surya Ghar – কেন্দ্রের এই প্রকল্পের অধীনে কতো টাকা লোন পওয়া যায়? এবং কারা পাবে? জানুন বিস্তারিত।

এই ধরনের অর্থ ও টাকা-পয়সা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।