শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PM Aadhar Loan: আধার কার্ডের মাধ্যমে কিভাবে ১০ থেকে ৫০ হাজার টাকা লোন নেবেন? রইল সহজ পদ্ধতি

Updated on:

PM Aadhar Loan Scheme: আপনি যদি কোন ব্যবসা শুরু করার কথা ভাবছেন অথবা, ইতিমধ্যে কোন ব্যবসা করছেন এটিকে আরো বাড়ানোর কথা ভাবছেন কিন্তু এর জন্য আপনার কাছে যথেষ্ট মূলধন নেই। তাহলে আপনি PM Aadhar Loan Scheme থেকে লোন নিতে পারেন। আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে এই লোনের জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া, আপনি এতে ২৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি পাবেন এবং আধার কার্ড ও ভোটার কার্ড থাকলে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে? এ বিষয়ে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। 

PM Aadhar Loan Scheme কি? 

PM Aadhar Loan Scheme হলো ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা একটি প্রকল্প, যার নাম হলো প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম (PM SvaNidhi Scheme)। এতে ব্যবসা করার জন্য আপনি ১০,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। তাছাড়া এই লোনের উপর সরকার গ্রামীণ এলাকায় ৩৫ শতাংশ এবং শহরাঞ্চলে ২৫ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেয়। এই স্কিমের সবচেয়ে মজার বিষয় হলো যে, আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আধার কার্ডের মাধ্যমে কিভাবে লোন নেবেন?

প্রধানমন্ত্রী স্বনিধি স্কিমের অধীনে আপনি ভোটার কার্ড এবং আধার কার্ডের মাধ্যমে লোন নিতে পারবেন। লোন নেওয়ার প্রক্রিয়া খুবই সহজ, এর জন্য আপনার বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি জানার আগে, জেনে নিন এর জন্য কি কি নথিপত্রের প্রয়োজন হবে।

প্রয়োজনীয় নথিপত্র: 

  • আধার কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি
  • গত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট
  • চোখের সার্টিফিকেট
  • বসবাসের শংসাপত্র
  • প্যান কার্ড 

আরও পড়ুন: PMEGP Loan – আধার কার্ড থেকে ৫০ লক্ষ টাকা লোন নিন! কেন্দ্র সরকার দেব ৩৫ শতাংশ ভর্তুকি।

আধার কার্ডের মাধ্যমে অনলাইনে লোন আবেদন করার পদ্ধতি: 

PM Aadhar Loan Scheme
  1. প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী স্বনিধি স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট pmsvanidhi.mohua.gov.in-তে যেতে হবে।
  2. এরপর ‘Apply LoR cum Loan’ বিকল্পে ক্লিক করতে হবে। নিজের মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার পূরণ করে OTP যাচাই করতে হবে।
  3. আপনার আধার কার্ড আছে? এটি জিজ্ঞেস করা হবে, সেখানে Yes করতে হবে।
  4. জিনের ক্যাটাগরি নির্বাচন এবং আধার কার্ড ভেরিফিকেশন করতে হবে।
  5. আপনার সামনে একটি আবেদনপত্র আসবে, সেটিকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।
  6. আবেদনপত্র পূরণ করার পর ভালোভাবে যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে। 

আবেদনটি সফলভাবে জমা হবার পর, আপনি আবেদন পাত্রে লোন নেওয়ার জন্য যে ব্রাঞ্চ বা কেন্দ্র নির্বাচন করেছেন সেখান থেকে আপনাকে কল করে লোন সম্পর্কিত সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: PM SvaNidhi Scheme: কেন্দ্রীয় সরকার দিচ্ছে ৫০,০০০ টাকা লোন, জানুন আবেদন করার সহজ পদ্ধতি। 

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।