শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Gold Bond Return: ভুলে যান ফিক্সড ডিপোজিট! টাকা ডবল করতে চাইলে বিনিয়োগ করুন গোল্ড বন্ডে।

Updated on:

If you want to Double your Money Invest in Gold Bonds: আর্থিক বিনিয়োগের এমন অনেক স্কিম আছে যেগুলিতে রিটার্ন হিসেবে মোটা টাকা পাওয়া যায় বলে, নির্দিষ্ট সময় পর বিনিয়োগকারীর ডবল টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। টাকা ডবল হওয়ার আশায় বহু মানুষ পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে এবং ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেন। তবে সম্প্রতি দ্বিগুণ টাকা রিটার্ন হিসেবে পাওয়ার বিশেষ সুবিধা দিচ্ছে Gold Bond।

সম্প্রতি কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর সোনার ক্ষেত্রে আমদানি শুল্ক অনেকটা হ্রাস পেয়েছে। আগের থেকে কিছুটা কমেছে সোনার দাম। এরই মধ্যে সরকারের তরফ থেকে Sovereign গোল্ড বন্ডের কিছুটা অংশের চূড়ান্ত খালাস মূল্য ঘোষণা করা হয়েছে। এর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রামে ৬৯৩৮ টাকা। ২৯ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত এই চূড়ান্ত গড় মূল্যের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এই ট্রাঞ্চটি প্রকাশ করা হয়েছিল ৫ আগস্ট ২০১৬ সালে। সেই সময় ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ RBI ৩১১৯ টাকা দামে সোনা বাজারে এনেছিল। সে সময় SGB এর অধীনে গোল্ড বন্ডে বিনিয়োগকারীরাও অত্যন্ত ভালো রিটার্ন পেয়েছিলেন।

গোল্ড বন্ডের হিসাব

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দেশ অনুসারে SGB তে যেকোনো বিনিয়োগকারী অকালে সোনা বিনিয়োগ করে তার থেকে অর্জিত মুনাফা জমা করতে পারেন। এই স্কিমটি ৮ বছরে ১২২ শতাংশ রিটার্ন দিয়েছে। SGB এর অধীনে সোনা বিক্রি করতে চাইলে গ্রাহক ২.২ গুণ টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ সার্বভৌম গোল্ড বন্ডের অধীনে যদি ২০১৬ সালে কোনো বিনিয়োগকারী ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তবে তিনি বর্তমান হিসাব অনুসারে ২.২ লক্ষ টাকা রিটার্ন হিসেবে পাবেন। এই ৮ বছরে বিনিয়োগকারীরা মোট রিটার্ন পেয়েছেন ১৪৪ শতাংশ। অর্থাৎ এক্ষেত্রে ১২ শতাংশের একটি CAGR হয়েছে। এই বন্ড খালাসের তারিখ স্থির করা হয়েছে ৫ অগাস্ট ২০২৪।

আরোও পড়ুন » Gold VS Silver Investment: সোনা নাকি রূপা কোথায় বিনিয়োগ করবেন! কোন ধাতুতে বেশি লাভ পাবেন।

কিভাবে এই অকালে বন্ড খালাস করবেন?

এই বন্ড অকালে খালাস করার জন্য বিনিয়োগকারীরা কুপন পেমেন্টের তারিখের ৩০ দিন আগে ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড বা SHCIL অফিস, পোস্ট অফিস এজেন্ট এর সাথে যোগাযোগ করতে পারেন। বিনিয়োগকারীর অনুরোধ গৃহীত হওয়ার পর নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়ে দেওয়া হবে। অকাল প্রত্যাহার SGB রিটার্নের উপর কর প্রদান করতে হয় দুটি উপায়ে। সেই দুটি হলো বন্ডের মেয়াদপূর্তিতে প্রাপ্ত মূলধন সুবিধা এবং অর্ধবার্ষিক সুদের আয়। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে বন্ড থেকে প্রাপ্ত আয় ভারতীয় আয়কর আইন অনুসারে করযোগ্য হবে। তবে বন্ড স্থানান্তর করার সময় যে কোনো ব্যক্তির দীর্ঘমেয়াদী মূলধন লাভের উপর সূচকের মুনাফা দেওয়া হবে। এই বন্ডে TDS প্রযোজ্য নয়।

অবশ্যই পড়ুন » Gold Investment: আপনি কি সোনায় বিনিয়োগ করতে চান? ২২ ক্যারেট নাকি ২৪ ক্যারেট কোন সোনায় বেশি রিটার্ন পাবেন।

এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।