শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

পুজোর আগেই কমতে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম! কত টাকা কমবে দেখে নিন।

Updated on:

Petrol and Diesel Prices are going to Decrease before Puja: দেশে পেট্রল ও ডিজেলের দাম কমানোর ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।  এরপরে দেশ জুড়ে জ্বালানির দাম কমবে বলে আশা করা যায়। 

বিশ্ব বাজারে গত ৯ মাসে সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে ক্রুড অয়েলের দাম। যদিও ঘরোয়া বাজারে এই হ্রাসের সুবিধা এখনও মূল্য পরিবর্তনে দেখা যায়নি, তেল কোম্পানিগুলির লাভ বাড়ছে। এই লাভের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের দাম কমানোর দিকে মনোযোগী হয়েছে।

বিশ্ববাজারে জালালি তেলের দামের পতন

বর্তমানে, মার্কিন ক্রুড অয়েলের দাম ৭০ ডলারের নিচে নেমেছে এবং ব্রেন্ট ক্রুডের দাম ৭২.৭৫ ডলারে দাঁড়িয়েছে। ওপেক প্লাসের উৎপাদন কমানোর সিদ্ধান্ত আগামী অক্টোবর থেকে কার্যকর হতে পারে, যা আন্তর্জাতিক তেলের দাম বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে, লিবিয়ায় তেল বাজারজাত হওয়া এবং ওপেক প্লাস বহির্ভূত দেশগুলির উৎপাদন বাড়ানোর ইঙ্গিত রয়েছে।

গুরুত্বপূর্ণ আপডেট: Ration Card এর এই কাজ না করলে পাবেন না রেশন দ্রব্য! যত তাড়াতাড়ি সম্ভব করে নিন।

কত টাকা দাম কমবে

এর আগে, ২০২৩ সালের মার্চে পেট্রল ও ডিজেলের দাম লিটারে ২ টাকা কমানো হয়েছিল। বর্তমানে, দাম লিটারে ৫-৬ টাকা পর্যন্ত কমানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। আসন্ন মহারাষ্ট্র ও হরিয়ানা বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে সরকারের এই পদক্ষেপ বিরোধীদের পক্ষ থেকে সমালোচিত হচ্ছে।

অবশ্যই পড়ুন: Hasir Alo Scheme: রাজ্য সরকারের “হাসির আলো” প্রকল্প! বিদ্যুৎ বিলে পাবেন 300 টাকা ছাড়

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।