শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Bank Holiday November 2024: নভেম্বর মাসে ১৩ দিন ব্যাংক বন্ধ, হয়রানি এড়াতে দেখেনিন ব্যাংক বন্ধের তালিকা।

Updated on:

November Bank Holiday List 2024: যেকোনো সরকারি প্রতিষ্ঠানের মত ব্যাংকেও প্রতি মাসে কয়েকদিন ছুটি (Bank Holiday) থাকে। ছুটির দিনগুলিতে ব্যাংকে গিয়ে অনেকে হয়রানির শিকার হয় কিন্তু আপনি যদি আগে থেকে ব্যাংকের ছুটির তালিকাটি জেনেনেন তাহলে আপনি হয়রানীর হাত থেকে বাঁচতে পারবেন।

ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রত্যেক মাস শুরুর আগেই সেই মাসের ছুটির তালিকা প্রকাশ করে ঠিক এবারও নভেম্বর মাস শুরুর আগেই ভারতের রিজার্ভ ব্যাংক নভেম্বর মাসে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ করেছে। আরবিআই প্রদত্ত তালিকা অনুযায়ী নভেম্বর মাসে ১৩ দিন ব্যাংক বন্ধ থাকবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন বিভিন্ন জায়গায় বা বিভিন্ন শহরে ব্যাংক বন্ধের তারিখ ভিন্ন। আজকের এই প্রতিবেদনে নভেম্বর মাসে যে ১৩ দিন ব্যাংক বন্ধ (Bank Holiday) রয়েছে, কোন কোন তারিখ রয়েছে এবং কি উপলক্ষে রয়েছে সম্পূর্ণ বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদন পড়ুন।

নভেম্বর মাসে ব্যাংক বন্ধের তালিকা (Bank Holiday List in November 2024)

নভেম্বর মাসে কতদিন ধরে ব্যাংক বন্ধ (Bank Holiday) রয়েছে সেই দিনগুলি কি বার পড়ছে এবং কি উপলক্ষে ব্যাংক বন্ধ রয়েছে বিস্তারিত জানতে নিম্নলিখিত তালিকাটি দেখুন।

আরোও পড়ুন » Post Office Interest Rate: পোস্ট অফিসের নতুন সুদ! কোন স্কিমে কত সুদ দিচ্ছে দেখুন।

নংব্যাংক বন্ধের তারিখব্যাংক বন্ধের কারণ
১)০১.১১.২০২৪ (শুক্রবার)গ্যাংটক, নাগপুর, দেরাদুন বেঙ্গালুরু ও বেলাপুর শহরে দীপাবলি উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
২)০২.১১.২০২৪ (শনিবার)গ্যাংটক, কানপুর, দেরাদুন, আমেদাবাদ, জয়পুর, লখনৌ, বেঙ্গালুরু ও বেলাপুর শহরে দীপাবলি এবং গোবর্ধন পূজা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
৩)০৩.১১.২০২৪ (রবিবার)নভেম্বর মাসের প্রথম রবিবার সেই কারণে পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি থাকবে।
৪)০৭.১১.২০২৪ (বৃহস্পতিবার)ছট পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।
৫)০৮.১১.২০২৪ (শুক্রবার)ছট পূজা উপলক্ষে শুধুমাত্র রাঁচি ও পাটনায় ব্যাংক বন্ধ থাকবে।
৬)০৯.১১.২০২৪ (শনিবার)নভেম্বর মাসের দ্বিতীয় শনিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
৭)১০.১১.২০২৪ (রবিবার)নভেম্বর মাসের দ্বিতীয় রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
৮)১২.১১.২০২৪ (মঙ্গলবার)দেরাদুনে এগাস বাগওয়াল উৎসব উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
৯)১৫.১১.২০২৪ (শুক্রবার)গুরু নানকের জন্মদিন ও রাস পূর্ণিমা উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।
১০)১৭.১১.২০২৪ (রবিবার)নভেম্বর মাসের তৃতীয় রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)।
১১)১৮.১১.২০২৪ (সোমবার)বেঙ্গালুরুতে কনকাদাস জয়ন্তী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
১২)২৩.১১.২০২৪ (শনিবার)নভেম্বর মাসের চতুর্থ শনিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
১৩)২৪.১১.২০২৪ (রবিবার)নভেম্বর মাসের চতুর্থ রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)

অবশ্যই পড়ুন » ATM Card: এটিএম কার্ডটি টাকা তোলার সময় মেশিনের মধ্যে আটকে গেলে কি করবেন দেখুন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম গ্রুপJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

1 thought on “Bank Holiday November 2024: নভেম্বর মাসে ১৩ দিন ব্যাংক বন্ধ, হয়রানি এড়াতে দেখেনিন ব্যাংক বন্ধের তালিকা।”

Comments are closed.