শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

New Income Tax Regime: বাজেট ২০২৪ অনুযায়ী নতুন আয়কর কাঠামো! কি পরিবর্তন হয়েছে? কাদের লাভ হবে?

Updated on:

New Income Tax Structure according to Budget 2024: গতকাল অর্থাৎ ২৩ শে জুলাই ২০২৪ মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের হাত ধরে প্রকাশিত হয় বাজেট ২০২৪। ২০২৪ সালের এই বাজেটের আয়কর কাঠামোর উপর নজর ছিল অধিকাংশ ব্যক্তির। কেন্দ্রীয় বাজেটে নতুন কর কাঠামোর উপর কিছুটা হেরফের করা হয়েছে এর ফলে সুবিধা হয়েছে একাংশ করদাতাদের। আয়কর সংক্রান্ত ঘোষণার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন নতুন কর কাঠামোর ফলে ৪ কোটি পেনশন ভোগী এবং সাধারণ নাগরিক রেহাই পাবেন। এছাড়াও করদাতারা সর্বোচ্চ ১৭৫০০ টাকা পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারেন। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বাজেট পরবর্তী নতুন কর কাঠামোর ফলে কোন ব্যক্তিদের কতটা সুবিধা হয়েছে।

নতুন আয়কর কাঠামো

নতুন আয়কর কাঠামো অনুযায়ী কত আয়ের উপর কত করে দিতে হবে তার তালিকা দেখে নিন।

  • ৩ লক্ষ টাকা আয় পর্যন্ত কর ০।
  • ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর 5%।
  • ৬ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর ১০ শতাংশ।
  • ৯ লাখ থেকে 12 লাখ পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর ১৫ শতাংশ।
  • ১২ থেকে ১৫ লাখ আয়ের ক্ষেত্রে করের পরিমাণ ২০ শতাংশ।
  • ১৫ লাখের বেশি আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হবে ৩০ শতাংশ।

বাজেটের ঘোষণা অনুযায়ী নতুন আয়কর কাঠামো

২০২৪ এর কেন্দ্রীয় বাজেট অনুযায়ী নতুন আয়কর কাঠামোর তালিকা নিচে দেওয়া হয়েছে।

  • ৩ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত অর্থাৎ আয়কর ০।
  • ৩ থেকে ৭ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে আইকর ৫ শতাংশ।
  • ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে আয়কর ১০%।
  • ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ১৫%।
  • ১২ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত এর ক্ষেত্রে ২০ শতাংশ।
  • পনের লাখের ঊর্ধ্বে আয় হলে ৩০ শতাংশ আয়কর দিতে হবে।

অবশ্যই পড়ুন » 80C Deduction: 80C ধারা কি? কোন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে মেলে 80C ধারার কর ছাড়।

পুরনো আয়কর কাঠামো আগে যা ছিল

এবার পুরনো আয়কর কাঠামোটি সংক্ষেপে একটু দেখে নেওয়া যাক।

  • ২.৫ লক্ষ টাকা আয় পর্যন্ত আয়কর শূন্য।
  • ২.৫ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ৫%।
  • ৫ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ২০%।
  • ১০ লাখের বেশি আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ

বাজেট অনুযায়ী নতুন আয়কর কাঠামোতে কারা লাভবান হয়েছেন

বাজেট ২০২৪ অনুযায়ী নতুন আয়কর কাঠামোতে যে সকল ব্যক্তির করযোগ্য আয় ৬ লক্ষ টাকা থেকে ৭ লক্ষ টাকা তাদের আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে এবং যে সকল ব্যক্তির করযোগ্য আয় ৯ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা তাদের আয়কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

জেনে রাখুন » এই ভাবে আপনার স্ত্রীর সাহায্যে ৭ লক্ষ টাকা পর্যন্ত কর বাঁচাতে পারবেন, জেনেনিন বিস্তারিত তথ্য

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।