যেসকল ব্যক্তি ট্রেডিং এর সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই দীপাবলীর এই সন্ধ্যায় “মুহুরত ট্রেডিং” (Muhurat Treding 2024) এই সময়টার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) দীপাবলীর সন্ধ্যায় মাত্র ১ ঘন্টার জন্য মার্কেট খোলা থাকে। আজকের এই দিনটিকে অনেকে মুহুরত ট্রেডিং এর সাথে সাথে মুহুর্ত ট্রেডিং নামেও অভিহিত করে থাকে। অর্থাৎ আজকের এই দিনটি উৎসবের মুহূর্তে শেয়ার বেচাকেনা করার জন্য অত্যন্ত শুভ। অনেকেই আবার আজকের এই দিনটিকে শুভ যোগ বলে বিশ্বাস করেন আজকের এই দিনে সম্পদ এবং সমৃদ্ধি আসার সম্ভাবনা থাকে বলে অনেকে জানান।
১৯৫৭ সাল থেকে বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ১৯৯২ সাল থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই প্রথা শুরু হয়। সমস্ত ট্রেডার দীপাবলির সন্ধ্যায় এক ঘন্টার এই শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করে থাকে সারা বছর ধরে। দীপাবলীর সন্ধ্যায় এই এক ঘন্টা সময় সমস্ত ট্রেডারদের কাছে সারা বছরের মধ্য “সেরা সময়”।
এবছর মুহুরত ট্রেডিং এর সময়সীমা (Muhurat Treding 2024)
১লা নভেম্বর রবিবার সন্ধ্যে ৬:০০ থেকে ৭:০০ পর্যন্ত হল মুহুরত ট্রেডিং এর শুভ সময়। ১ই নভেম্বর এই সময় মাত্র এক ঘন্টার জন্য বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ খুলবে। এই সময়ে শেয়ার বেচাকেনা করার জন্য আপনাকে ৬:০০ টার আগেই লগইন করতে হবে তাহলে আপনি এই শুভ সময়ে মুহুরত ট্রেডিংয় করতে পারবেন।
মিস করবেন না » Trading: শেয়ারবাজারে ট্রেডিং করার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত দেবে রাজ্য সরকার, নিয়মাবলী জেনে নিন।
মুহুরত ট্রেডিংয়ের কয়েকটি টিপস
মুহুরত ট্রেডিংয়ের সবাই শেয়ার বেচাকেনা করার জন্য স্টক সম্পর্কে নিখুঁতভাবে গবেষণা এবং পড়াশোনা করতে হবে। বিভিন্ন স্টক সম্পর্কে গবেষণা করার পর আপনি যে স্টকগুলি কিনতে চান সেগুলির একটা তালিকা তৈরি করুন এবং সেই তালিকা থেকে আবার স্টকগুলি নির্বাচন করুন যেগুলি ভবিষ্যতে খুব ভালো রিটার্ন দিতে পারে। মুহুরত ট্রেডিং যেহেতু এক ঘন্টার জন্য তাই তাড়াহুড়ো করে ভুলস্টক কিনবেন না। অল্প সময়ের মধ্যে অতিরিক্ত লাভের আশায় ভুল শেয়ার কেনা থেকে সচেতন থাকুন। শেয়ার বাজার সর্বদা ঝুকিপূর্ণ তাই আপনি আপনার বর্তমান অবস্থা এবং সবকিছু বিচার করে তবেই বিনিয়োগ করবেন। আপনি আপনার পোর্টফলিওকে বৈচিত্রময় করে তুলুন একটি সেক্টরের অনেক শেয়ার না কিনে অনেকগুলো সেক্টরের অল্প অল্প করে শেয়ার কিনে রাখা সবথেকে বুদ্ধিমানের কাজ। যার ফলে আপনার স্থিতিশীল উপার্জনের সম্ভাবনা বৃদ্ধি পাবে।
বিগত বছরগুলিতে দেখা গিয়েছে মুহুরত ট্রেডিংয়ের সময় অনেক ব্যবসায়ী আবেগের বসে হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল শেয়ার কিনে নেয়। এই ভুল শেয়ার করে ব্যবসায়ীদের ক্ষতির মুখে ঠেলে দেয় তাই মুহুরত ট্রেডিং এর সময় নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Us |
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল | Follow Us |
আমাদের টেলিগ্রাম চ্যানেল | Join Us |
আমাদের ফেসবুক পেজ | Follow Us |
Google নিউজে ফলো করুন | Follow Us |
Disclaimer: শেয়ারবাজারে বিনিয়োগ করা সর্বদায় ঝুঁকিপূর্ণ, তাই অবশ্যই শেয়ারবাজারের নিজের ঝুঁকিতে বিনিয়োগ করবেন। Finance Barta কখনোই কোন ব্যক্তিকে শেয়ারবাজারে বিনিয়োগ ও ঝুঁকিপূর্ণ ক্রিয়া-কলাপের জন্য প্ররোচনা দেয়না।