শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Business Idea: মাত্র ৫,০০০ টাকা পুঁজিতে শুরু করা যাবে এই ৪টি ব্যাবসা! সরকার থেকেও পাবেন সাহায্য

Updated on:

Low Investment Business Idea: বর্তমানে পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া খুব কঠিন হয়ে যাওয়ায় অনেকেই ব্যবসার দিকে আগ্রহ দেখাচ্ছে। কিন্তু ব্যবসা শুরু করতে গেলে যে সমস্যাটা সবার প্রথমে আসে সেটি হল মূলধনের সমস্যা। অনেকের কাছে যথেষ্ট পুঁজি না থাকার কারণে ব্যবসা করার ইচ্ছে শুধু স্বপ্নই থেকে যায়। তাই আজ আমরা এমন ৪টি ব্যবসা সম্পর্কে জানব যেগুলি আপনি মাত্র ৫,০০০ টাকা থাকলে শুরু করতে পারবেন। তাছাড়া আপনি ব্যবসা করার জন্য সরকার থেকে কিভাবে সাহায্য পেতে পারেন এই নিয়েও জানবো। তাই আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

৪টি কম পুঁজির ব্যাবসা (Low Investment Business Idea)

যে সমস্ত ব্যাক্তিরা নিজের ব্যাবসা শুরু করে আয় করতে চান, কিন্তূ তাদের কাছের ব্যাবসা করার জন্য বেশি পুঁজি নেই। তারা এই ৪টি ব্যাবসা কম পুঁজিতেই শুরু করতে পারেন। এগুলি মাত্র ৫,০০০ টাকা পুঁজিতে শুরু করা সম্ভব। 

  1. পানীয় জল সাপ্লাই: বিভিন্ন অফিস থেকে শুরু করে ছোট বড় সমস্ত দোকানে পানীয় জলের প্রয়োজন হয়। বর্তমানে এইসব জায়গাগুলিতে ২০ লিটার পানীয় জলের বোতলের চাহিদা প্রচুর বেড়েছে। আপনি পানীয় জলের সাপ্লায়ার হয়ে হাফ লিটার থেকে শুরু করে ২০ লিটারের পানীয় জলের বোতল সাপ্লাই দিতে পারবেন। প্রথমে আপনি ৪,০০০ থেকে ৫,০০০ টাকা পুঁজি নিয়েই এই ব্যবসা শুরু করতে পারেন। আর আপনি যদি কোন বড় অনুষ্ঠান বা ইভেন্টের জল সাপ্লাই এর অর্ডার পেয়ে যান তাহলে এক মস্তে মোটা টাকা আয় করতে পারবেন।
  2. ধুপ কাঠির ব্যাবসা: আপনি ৫,০০০ টাকায় হয়তো ধুপ কাঠি বানানোর মাসেইন কিনতে পারবেন না। তবে আপনি কোনো হোলসেল দোকানে গিয়ে ধুপ কাঠির র-মেটেরিয়াল কিনতে পারবেন। বাজারে এরকম ধুপ কাঠি হোলসেলে পাওয়া যায় যেগুলিতে কোনো গন্ধ নেই। আপনি ওগুলি কিনে তাতে ধুপ কাঠিতে দেওয়া সুগন্ধ স্প্রে বা তেল দিয়ে প্যাকেজিং করে বিক্রি করতে পারবে। এই ব্যাবসার র-মেটেরিয়াল আপনি খুব সস্তায় পাবেন, তাই এতে ভালো লাভ রেখে বিক্রি করতে পারবেন। আপনি প্রথমে নিজের এলাকার দোকানগুলিতে বিক্রি করতে পারেন।
  3. LED লাইট তৈরির ব্যাবসা: বর্তমানে LED লাইট এর চাহিদা প্রচুর এবং এই চাহিদা ভবিষ্যতেও থাকবে। তাই আপনি LED লাইট তৈরি করে বিক্রি করতে পারেন। একটি ছোট LED লাইট তৈরির মেশিন কিনতেও আপনার ১০,০০০ টাকার বেশি খরচ হবে। তবে আপনি প্রথমে পাইকারি দোকান থেকে ৪,০০০ – ৫,০০০ টাকার লাইট কিনে বিক্রি করতে পারেন। এরপর যখন আপনার বিক্রির পরিমান বাড়বে তখন LED লাইট তৈরির মেশিন কিনে নিজে বা লোক রেখে তৈরি পারেন। 
  4. চায়ের ভাঁড় বিক্রি: চায়ের ভাঁড় এর চাহিদা মেটানো খুবই মুশকিল। এটি পরিবেশের কোনো ক্ষতি করে না বলে এর এতো চাহিদা। আপনি নিজের এলাকার কুমোর পাড়ায় গিয়ে সন্ধান করতে পারবেন। এবং সেখান থেকে কিনে চা দোকানে বিক্রি করতে পারেন। এই ব্যাবসা আপনি ৫,০০০ টাকা পুঁজিতে খুব সহজেই শুরু করতে পারবেন। 

আরও পড়ুন: Business Idea – মাত্র ৯০০ টাকাই এই মেশিন কিনে ব্যাবসা শুরু করুন! প্রথম মাস থেকেই হবে ইনকাম।

ব্যাবসা করতে সরকার থেকে পাবেন সাহায্য 

আপনার কাছে যদি ব্যাবসা করার জন্য যথেষ্ট পুঁজি না থাকে, তাহলে সরকার থেকে লোন নিতে পারেন। কেন্দ্রীয় সরকার ছোট ব্যাবসায়ীদের জন্য একাধিক স্কিম চালু করেছেন। ব্যাবসা করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে লোন দিয়ে থাকে। আবার আপনি প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম এর অধীনেও ব্যাবসার জন্য লোন নিতে পারেন। সরকারি লোনের একটি সুবিধা হলো, এতে আপনি লোনের সুদের উপর ভর্তুকি পাবেন।

আরও পড়ুন: Business Idea For Village – শ্রম ঠিকাদার ব্যাবসা শুরু করলে হবে মোটা টাকা আয়! কিভাবে করবেন জেনেনিন।

এই ধরনের রোজগার সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।