শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

LIC’s Yuva Term Plan 875: কম প্রিমিয়ামে ৫০ লক্ষ থেক ৫ কোটি টাকার কভারেজ! যুবকদের জন্য সস্তার বীমা প্ল্যান

Updated on:

LIC’s Yuva Term Plan 875 In Bengali: এলআইসি ইতিমধ্যেই একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে যার নাম এলআইসি যুব টার্ম। এই বীমা প্ল্যানটি যুবকদের জন্য সুবিধাজনক এবং সাশ্রয়ী, যা তাদের পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য তৈরি করা হয়েছে। এতে কম প্রিমিয়ামে আরও বেশি বীমা কভারেজ পাবেন। এলআইসির এই নতুন প্লেনের বৈশিষ্ট্য এবং সুবিধা সম্পর্কে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।

LIC’s Yuva Term Plan 875

LIC-এর যুবা টার্ম/ডিজি টার্ম প্ল্যান হল একটি নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের জীবনবীমা পরিকল্পনা, যা আপনার অকালমৃত্যুর ক্ষেত্রে আপনার পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে। LIC Yuva Term Plan-এ তুলনামূলকভাবে আপনি কম প্রিমিয়ামে অনেক বেশি বীমা কভারেজ পাবেন। আপনার নিকটবর্তী LIC অফস বা LIC-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বীমা নিতে পারবেন।

সংস্থার নামLife Insurance Corporation Of India (LIC)
পলিসির নামLIC’s Yuva Term Plan
টেবিল নম্বর875
পলিসির ধারণজীবন বীমা
নূন্যতম প্রবেশ বয়স১৮ বছর
সর্বোচ্চ প্রবেশ বয়স৪৫ বছর
পলিসির মেয়াদ১৫ থেক ৪০ বছর
সর্বামিন বীমা কভারেজ (Minimum Sum Assured)৫০,০০,০০০ টাকা
সর্বোচ্চ বীমা কভারেজ (Maximum Sum Assured)৫,০০,০০,০০০ টাকা
অফিসিয়াল ওয়েবসাইটlicindia.in

এই প্ল্যানের সর্বনিম্ন বীমা কভারেজ (Sum Assured) এর পরিমাণ সর্বনিম্ন ৫০ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা। আপনি যেমন বীমা কভারেজ নেবেন, সেরকম প্রিমিয়াম পরিশোধ করতে হবে। মহিলাদের জন্য বিশেষভাবে কম প্রিমিয়াম প্রদান করা হয়, যা তাদের অর্থনৈতিক ক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ। তবে ধুমপানকারী ব্যক্তিদের জন্য প্রিমিয়ামের পরিমাণ একটু বেশি। 

আরও পড়ুন » LIC Policy: প্রতিদিন ৩০ টাকা জমিয়ে পাবেন ৪ লক্ষ টাকা! এলআইসির এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানুন।

LIC Yuva Term Plan-এর মূল বৈশিষ্ট্য

  • সাশ্রয়ী প্রিমিয়াম: এই বীমা পরিকল্পনার প্রিমিয়াম হার অনেক কম হওয়ায় যুবকদের জন্য খুবই সুবিধাজনক।
  • বেশি বীমা কভারেজ: এতে তুলনামূলক কম প্রিমিয়ামে বেশি বীমা কভারেজ পাওয়া যায়, যা আপনার পরিবারের জন্য একটি ভালো আর্থিক সুরক্ষা প্রদান করে। প
  • লিসির মেয়াদ: এই পলিসির মেয়াদ ১৫ বছর থেকে ৪০ বছর পর্যন্ত। আপনার আর্থিক পরিকল্পনা অনুযায়ী মেয়াদ বেছেনিতে পারবেন।
  • অতিরিক্ত রাইডার: প্রয়োজন হলে অতিরিক্ত রাইডার যুক্ত করে আপনার কভারেজ বাড়াতে পারেন, যেমন দুর্ঘটনা মৃত্যু বা অক্ষমতা বীমা।

LIC Yuva Term Plan-এর সুবিধা

LIC-এর যুব টার্ম/ডিজি টার্ম প্ল্যান পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে। নিয়মিত বা সীমিত প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে, মৃত্যুর পর আপনার পরিবার পাবে বার্ষিক প্রিমিয়ামের সাত গুণ অথবা মোট প্রিমিয়ামের ১০৫% এর যা সর্বাধিক হবে। অবার, একক প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে, মৃত্যুর পর আপনার পরিবার পাবে প্রিমিয়ামের ১২৫% অথবা বীমা কভারেজ (Sum Assured) এর মধ্যে যা সর্বাধিক হবে। 

আরও পড়ুন » LIC Jeevan Shanti Plan: এককালীন টাকা জমা করেই পাবেন ১ লাখ টাকা পেনশন! জেনে নিন LIC এই প্ল্যানের বিস্তারিত।

LIC's Yuva Term Plan 875

কারা LIC’s Yuva Term Plan নিতে পারবে?

LIC’s Yuva Term Plan বিশেষ ভাবে যুবকদের জন্য ডিজাইন করা হয়েছে। তাই এতে সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকেই প্রবেশ করা যাবে, এবং এই বীমা পরিকল্পনা নেওয়ার সর্বোচ্চ বয়সসীমা হলো ৪৫ বছর। এটি এমন মেয়াদের জন্য নিতে হবে, যেন মেয়াদপূর্তির সময় আপনার বয়স ৩৩ বছর থেকে ৭৫ বছরের মধ্যে হয়।

এই প্ল্যানটি তাদের জন্য উপযুক্ত যারা একটি সরল জীবনবীমা পরিকল্পনা খুঁজছেন, যা তাদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করে। এটি বিশেষ করে তাদের জন্য উপকারী যারা কম বয়সে নিজেদের এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান। আরও জানতে LIC’s Yuva Term Plan-এর পিডিএফ ডাউনলোড করুন।

এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।