LIC Policy: ভারতের সর্ববৃহৎ বীমা কোম্পানি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) তাদের গ্রাহকদের জন্য একাধিক পেলেন অফার করে। তবে আজ আমরা এলআইসির আধার স্তম্ভ (LIC Aadhaar Stambh) প্ল্যান সম্পর্কে জানব। এটি এলআইসির একটি খুবই সস্তার প্ল্যান। যে সমস্ত ব্যক্তিদের আয় কম তারাও খুব সহজে প্রিমিয়াম দিতে পারবে। এলআইসির এই প্লেনে আপনি প্রতিদিন ৩০ টাকা জমি কিভাবে প্রায় ৪ লক্ষ টাকা পাবেন? আজকের এই প্রতিবেদনে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
LIC-এর আধার স্তম্ভ প্ল্যান (LIC Aadhaar Stambh)
LIC Aadhaar Stambh হলো একটি নন-লিঙ্কেড পলিসি। অর্থাৎ এটি শেয়ার বাজারের সঙ্গে কোনোভাবেই যুক্ত নেই। এর টেবিল নম্বর হলো ৮৪৩। এই প্ল্যানের মেয়াদ সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত। এর সর্বনিম্ন নিশ্চিত রাশি (Sum Assured) ৭৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ৩,০০,০০০ টাকা। এতে আপনি বার্ষিক, অর্ধ বার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক কিস্তিতে প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।
এই পলিসির ম্যাচুরিটিতে আপনি নিশ্চিত রাশির সঙ্গে লয়্যালটিও পাবেন। আবার, পলিসি শুরু হবার তারিখ থেকে আপনি রিস্ক কভারেজ পাবেন এবং মৃত্যুর ক্ষেত্রে নমিনির হতে টাকা তুলে দেওয়া হবে। অর্থাৎ এই LIC Policy-তে আপনি সঞ্চয় এবং সুরক্ষা উভয়েরই সুবিধা পাবেন। তাছাড়া আপনি এতে কর ছাড়ের সুবিধাও পাবেন। LIC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই প্ল্যান সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন।
প্রতিদিন ৩০ টাকা জমিয়ে প্রায় ৪ লক্ষ টাকা পাবেন
আপনি যদি LIC-এর এই প্ল্যানে ২০ বছর মেয়েদের জন্য বিনিয়োগ করেন তাহলে প্রতিবছর আপনাকে ১০,৮২১ টাকা জমা করতে হবে। অর্থাৎ আপনাকে প্রতি মাসে ৯০১ টাকা প্রিমিয়াম দিতে হবে, যা প্রতিদিনে ৩০ টাকা করে দাঁড়াবে। অর্থাৎ আপনি প্রতিদিন ৩০ টাকা জমিয়ে ২০ বছর পর নিশ্চিত রাশি ৩ লক্ষ টাকা রিটার্ন পাবেন। আবার নিশ্চিত রিটার্নের সঙ্গে লয়্যালটি যোগ হবে, যা বিনিয়োগ করা অর্থের বার্ষিক ৪.৫ শতাংশ রিটার্ন ধরে হবে ৯৭,৫০০ টাকা। এর মানে মেয়াদ পূর্ণ হবার পর আপনি মোট ৩,৯৭,৫০০ টাকা অর্থাৎ প্রায় ৪ লক্ষ টাকা পাবেন।
LIC-এর আধার স্তম্ভ প্ল্যানের যোগ্যতা
LIC-এর আধার স্তম্ভ প্ল্যানে শুধুমাত্র পুরুষরাই বিনিয়োগ করতে পারবেন। এতে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের বয়স যেন ৮ থেকে ৫৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তাছাড়া, মেয়াদ পূর্ণ হবার সময় বিনিয়োগকারীর বয়স যেন ৭০ বছরের কম হয়। LIC-এর প্ল্যানে আবেদন করার জন্য আধার কার্ড থাকা আবশ্যক। আপনি যদি এই সমস্ত যোগ্যতার মানদন্ডতা পূরণ করেন, তাহলে যে কোন এলআইসি অফিসে গিয়ে বা এলআইসি এজেন্টের কাছ থেকে এই পলিসি নিতে পারবেন।
আরও পড়ুন: LIC ডুবে গেলে কি হবে? LIC তে আপনার টাকা কতটা নিরাপদ! জেনে নিন বিস্তারিত।
এই ধরনের অর্থ ও টাকা-পয়সা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇