শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

LIC-এর পরিষেবা আপনি এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন – দেখুন সম্পূর্ণ পদ্ধতি

Photo of author

By Joydeep

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

আপনি যদি একজন LIC-এর গ্রাহক হয়ে থাকেন তাহলে এখন LIC-এর বিভিন্ন পরিষেবা নিজের হোয়াটসঅ্যাপ এর মধ্যেই পেয়ে যাবেন। এর ফলে আপনাকে ছোট্ট ছোট্ট কারণের জন্য আর LIC এর অফিসে যেতে হবেনা বা LIC এর এজেন্ট এরও প্রয়োজন পড়বে না। এলআইসি গ্রাহকদের প্রায় ১১ টিরও বেশি পরিষেবা দেওয়া হয় হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। কি কি পরিষেবা পাবেন এবং কিভাবে এই পরিষেবা পাবেন এই নিয়েই আজকের এই প্রতিবেদন।

LIC-এর হোয়াটসঅ্যাপ পরিষেবা

আপনি যদি একজন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) এর গ্রাহক হয়ে থাকেন তাহলে ১১ টিরও বেশি পরিষেবা আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন। যেমন ধরুন আপনার প্রিমিয়াম ডিউ কবে, আপনার পলিসির বোনাস ইনফরমেশন, পলিসির স্ট্যাটাস, আপনি আপনার পলিসি থেকে কত টাকা লোন পেতে পারেন, আপনাকে লানের জন্য কত টাকা সুদ দিতে হবে এবং আরও অন্যান্য পরিষেবা পাবেন।

LIC এর যেসমস্ত পরিষেবা হোয়াটসঅ্যাপে পাবেন:

  • Primium Due
  • Bonus Information
  • Policy Status
  • Loan eligibility Quotation
  • Loan repayment quotation
  • Loan Interest due
  • Premium paid certificate
  • ULIP – Statement of Units
  • LIC Service Links
  • Opt In / Opt Out Services

LIC কাস্টমার পোর্টালে রেজিষ্টেশন কিভাবে করবেন?

LIC এর এই সমস্ত পরিষেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেতে আপনাকে LIC কাস্টমার পোর্টালে রেজিষ্টেশন করতে হবে। রেজিষ্টেশন করার সম্পূর্ণ পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে –

১. প্রথমে আপনাকে এলআইসি এর অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in-তে যেতে হবে।

২. এরপর কাস্টমার পোর্টাল অপশনে ক্লিক করতে হবে।

৩. আপনি যদি নতুন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে “New User” তে ক্লিক করতে হবে।

৪. এরপর সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং ইউজার আইডি ও পাসওয়ার্ড নির্বাচন করে সাবমিট করতে হবে।

৫. এরপর লগইন পোর্টালে গিয়ে নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

৬. লগইন করার পর, বেসিক সার্ভিস এর অধীনে অ্যাড পলিসিতে ক্লিক করে আপনার সকল পলিসির বিবরণ যোগ করতে হবে।

LIC-এর হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যাবহার করার পদ্ধতি

LIC-এর হোয়াটসঅ্যাপ পরিষেবা ব্যাবহার করতে প্রথমে উপরের পদক্ষেপগুলো অনুসরণ করে সার্ভিস পোর্টালে রেজিষ্টার করুন। এরপর এলআইসি এর হোয়াটসঅ্যাপ নম্বরটি (8976862090) সেভ করুন। এরপর হোয়াটসঅ্যাপ গিয়ে LIC এর চ্যাট খুলুন। এরপর চ্যাট-তে Hi লিখে পাঠালেই LIC-এর সমস্ত হোয়াটসঅ্যাপ পরিষেবাগুলি নম্বর অনুযায়ী একটি তালিকাতে দেখতে পাবেন। এরপর আপনার যে পরিষেবা দরকার ওই নম্বরটি লিখে পাঠান।

LIC WhatsApp Services Screenshot

উদাহরণ: LIC এর চ্যাট খুলে Hi লিখে পাঠান। এরপর আপনার সামনে আওনকগুলি পরিষেবা আসবে। ধরেনি আপনি Primium Due দেখতে চান। সেক্ষেত্রে দেখুন Primium Due বিকল্পটি কত নম্বরে রয়েছে। যেহেতু Primium Due বিকল্পটি 1 নম্বরে আছে, তাহলে 1 রিপ্লাই করুন। এরপর আপনার সামনে Primium Due সমস্ত তথ্য চলে আসবে। ঠিক একই ভাবে আপনি অন্যান্য পরিষেবাগুলি ব্যাবহার করতে পারবেন।

উপসংহার ~

এই নিবন্ধের মধ্যে LIC-এর হোয়াটসঅ্যাপ পরিষেবা সম্পর্কিত সমস্ত তথ্য প্রদান করা হয়েছে। আপনি এই পরিষেবাগুলি কিভাবে ব্যাবহার করতে পারবেন এই বিষয়ে উদাহরণ স্বরূপ আলোচনা করা হয়েছে।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের টেলিগ্রাম গ্রুপJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
গুগল নিউজে ফলো করুনFollow Us

6 thoughts on “LIC-এর পরিষেবা আপনি এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন – দেখুন সম্পূর্ণ পদ্ধতি”

Leave a Comment