শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Google pay, phone pay কতটা নিরাপদ! আপনার টাকা কেটে নেবে না তো? জেনে নিন বিস্তারিত।

Updated on:

How Safe is Google pay and Phone pay: দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে অনলাইন ট্রানজেকশন অর্থাৎ লেনদেন এর পরিমাণ। অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে সকলেই UPI অ্যাপগুলি ব্যবহার করে থাকে এর মধ্যে জনপ্রিয় দুটি অ্যাপ হল google pay এবং ফোনপে। আপনিও যদি গুগল পে অথবা ফোন পে ব্যবহার করেন আপনি কি কখনো ভেবে দেখেছেন এই অ্যাপগুলি কতটা নিরাপদ? ভবিষ্যতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা এই অ্যাপগুলি কেটে নেবে না তো সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে।

Google pay ও phone pay কতটা নিরাপদ

আপনিও যদি একজন Google pay অথবা phone pay ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই জানা জরুরি যে এই ইউপিআই অ্যাপগুলি কতটা নিরাপদ।

Google pay

Google pay ইউপিআই অ্যাপটি হলো গুগলের একটি অ্যাপ। তাই এই অ্যাপটির গুগল সার্ভার দ্বারা সুরক্ষিত। তাই এই অ্যাপটিকে হ্যাক করা প্রায় অসম্ভব, তাই হ্যাকারদের থেকে এই অ্যাপটি সম্পূর্ণ সুরক্ষিত। আর যেহেতু google pay অ্যাপটি গুগলের একটি অ্যাপ তাই এই অ্যাপটি কখনোই গ্রাহক দের না জানিয়ে কোনদিন গ্রাহকের টাকা কেটে নেবে না। আপনি যদি এই অ্যাপটির সম্পূর্ণ সিকিউরিটি সম্পর্কে জানতে চান তাহলে গুগল পে অ্যাপের সিকিউরিটি সেন্টার ওয়েব পোর্টালে ভিজিট করতে পারেন » Check Google Pay Security

Phone Pay

ফোন পে অ্যাপটি হলো একটি ভারতীয় ইউপিআই অ্যাপ। ভারতীয় ইউপিআই অ্যাপগুলির মধ্য সবচেয়ে জনপ্রিয় হলো ফোনপে। ফোনপে অ্যাপটি National Cybercrime Portal, CyCord and CyberSafe দ্বারা সুরক্ষিত এবং এই ইউপিআই অ্যাপটি ব্যবহার সম্পূর্ণ ঝুঁকিহীন। আপনি যদি ফোনপে অ্যাপটি কতটা নিরাপদ সম্পূর্ণ জানতে চান তাহলে অবশ্যই ফোনপে অ্যাপটির ওয়েব সিকিউরিটি পেজ ভিজিট করুন » Visit Phone Pay Security Page ↗️

আরোও পড়ুন » Offline UPI Payment: এখন ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করতে পারবেন! রইল সহজ পদ্ধতি

অনলাইনে সুরক্ষিত টাকা লেনদেন করার নিয়ম

এবার দেখে আপনি যদি এই দুটি ইউপিআই অ্যাপ দিয়ে অনলাইনে টাকা লেনদেন করতে চান তাহলে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা জরুরী।

  • প্রথমত এই দুটি অ্যাপের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট লক সেট করা যায় তাই আপনি অবশ্যই এই অ্যাপ দুটির সেটিংস থেকে ফিঙ্গারপ্রিন্ট লক অন করে রাখবেন।
  • গুগল পে এবং ফোন পে অ্যাপগুলির মধ্য আপনার লক স্ক্রিনে যে পাসওয়ার্ডটি ছিল সেটি ডিফল্ট সেট হয়ে যায় কিন্তু এই পাসওয়ার্ডটি ষকে আপনি চেঞ্জ করতে পারেন অ্যাপগুলির সেটিংস থেকে। কারণ অনেক সময় বন্ধু-বান্ধব বা আত্মীয় পরিজন অনেক সময় আমাদের ফোনের লক স্ক্রিনের পাসওয়ার্ড জেনে যায়। তাই অবশ্যই উচিত ফোন পে এবং গুগল পে এর জন্য আলাদা পাসওয়ার্ড সেট করার।
  • অনলাইনে কাউকে টাকা পাঠানোর সময় মোবাইল নাম্বার, ব্যাংক একাউন্ট বা ইউপিআই আইডি এর পরিবর্তে QR Code স্ক্যানের মাধ্যমে টাকা পাঠানো বেশি সুরক্ষিত। কারণ মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের যদি একটা নাম্বার ভুল হয়ে যায় তাহলে ভুল অ্যাকাউন্টে টাকা চলে যাবে কিন্তু QR Code স্ক্যানের মাধ্যমে এই সমস্যা হবে না।
  • আপনি কোনদিন আপনার কোন আত্মীয় বা বন্ধুবান্ধবদের আপনার ফোনপে গুগল পে এর ইউপিআই পিন জানাবেন না।

অবশ্যই পড়ুন » Income Tax Notice For UPI: অনলাইন পেমেন্ট এর জন্য আসতে পারে ইনকাম ট্যাক্স এর নোটিশ! জানুন বাঁচার উপায়

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।