শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

New Rules: আজ থেকে চালু হচ্ছে HDFC ব্যাংকের নতুন নিয়ম! এই ব্যাংকের গ্রাহক হলে অবশ্যই দেখুন

Updated on:

HDFC Bank Credit Card New Rules: প্রত্যেক মাসের শুরুতে একাধিক আর্থিক নিয়মের পরিবর্তন হয়। ঠিক তেমনি এই মাসেও বেশকিছু নিয়মের পরিবর্তন হয়েছে। আপনি যদি এইচডিএফসি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে এই বিষয়ে জানা দরকার যে, ১ আগস্ট থেকে এই ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মের পরিবর্তন হয়েছে। অর্থাৎ আজ থেকেই চালু হচ্ছে HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডের নতুন নিয়ম। এই নতুন নিয়মগুলি সম্পর্কে বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।

HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডের নতুন নিয়ম (HDFC Bank Credit Card New Rules) 

১ আগস্ট ২০২৪ থেকে HDFC Bank তাদের ক্রেডিট কার্ড সংক্রান্ত একাধিক নতুন নিয়ম চালু করেছে। আপনি যদি এই ব্যাংকের Credit Card ব্যবহার করে থাকেন, তাহলে এই নিয়মগুলি সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলতে পারে। তাই এগুলির সম্পর্কে আগে থেকে জেনে থাকা দরকার। 

১) তৃতীয়পক্ষের অ্যাপের মাধ্যমে লেনদেনের উপর চার্জ 

CRED, Paytm, Mobikwik এবং Freecharge এর মত তৃতীয়পক্ষের অ্যাপগুলির মাধ্যমে আপনি যদি HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ভাড়া পরিষদ করেন, তাহলে প্রত্যেক লেনদেনের ওপর ১ শতাংশ চার্জ ধার্য করা হবে। তবে এই চার্জের পরিমাণ প্রত্যেক লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ৩,০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

২) জ্বালানী প্রদানের উপর চার্জ 

এইচডিএফসি ব্যাংকের Credit Card এর সাহায্যে আপনি যদি জ্বালানির জন্য পেমেন্ট করেন, তাহলে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত কোন চার্জ কাটা হবে না। তবে, এই সীমার বেশি পরিমাণ পেমেন্ট করলে লেনদেন প্রতি ১ শতাংশ চার্জ ধার্য করা হবে, যা সর্বোচ্চ ৩ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ।

৩) ইউটিলিটি বিল পরিশোধের উপর চার্জ

আপনি HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ইউটিলিটি বিল কোনরকম বাড়তি চার্জ ছাড়াই পরিশোধ করতে পারবেন। কিন্তু এর চেয়ে বেশি পেমেন্টের ক্ষেত্রে ১ শতাংশ পেমেন্ট চার্জ ধার্য করা হবে।

আরও পড়ুন: New Rules – ১ আগস্ট থেকে বদলে যাচ্ছে LPG গ্যাসের দাম এবং বিভিন্ন আর্থিক নিয়ম।

৪) শিক্ষাগত লেনদেনের উপর চার্জ

এইচডিএফসি ব্যাঙ্ক তৃতীয়পক্ষের অ্যাপের মাধ্যমে লেনদেনের উপর চার্জ বাড়িয়ে ১ শতাংশ করেছে। কিন্তূ শিক্ষার্থীরা যদি তাদের স্কুল বা কলেজের ওয়েবসাইটে POC মেশিনের মাধ্যমে অর্থ প্রদান করে, সেক্ষেত্রে কোন চার্জ লাগবে না। এমনকি আন্তর্জাতিক শিক্ষাগত লেনদেনের ক্ষেত্রেও কোন চার্জ লাগবে না।

৫) বিজনেস কার্ডের নিয়ম 

HDFC ব্যাংকের বিজনেস কার্ডের মাধ্যমে কোনো বাড়তি চার্জ ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার টাকার পেট্রোল ভরতে পারবেন। কিন্তু আপনি যদি একবারে এই সীমার বেশি টাকার পেট্রোল ভরেন তাহলে মোট পরিমাণের উপর ১ শতাংশ চার্জ ধার্য করা হবে।

৬) লেট পেমেন্ট ফি কাঠামোর নিয়ম 

HDFC ব্যাংক তাদের লেট পেমেন্ট ফি কাঠামোর নিয়মেও পরিবর্তন করেছে। নতুন নিয়ম কার্যকর হবে ১ আগস্ট অর্থাৎ আজ থেকেই। নতুন নিয়ম অনুযায়ী ১০০ টাকা বার তার কম হলে লেট পেমেন্ট ফি দিতে হবে না গ্রাহকদের। ১০১ থেকে ৫০০ টাকার মধ্যে হলে ১০০ টাকা লেট পেমেন্ট ফি লাগবে। ৫০১ থেকে ১০০০ টাকার মধ্যে হলে ৫০০ টাকা, ১০০১ থেকে ৫০০০ টাকার মধ্যে হলে ৬০০ টাকা, ৫০০১ থেকে ১০০০০ টাকার মধ্যে হলে ৭৫০ টাকা, ১০০০১ থেকে ২৫০০০ টাকার মধ্যে হলে ৯০০ টাকা, ২৫০০১ টাকা থেকে ৫০০০০ টাকার মধ্যে হলে ১১০০ টাকা এবং ৫০০০০ টাকার বেশি হলে ১৩০০ টাকা লেট পেমেন্ট ফি দিতে হবে।

আরও পড়ুন: HDFC RD Scheme – HDFC ব্যাঙ্কে প্রতি মাসে ১,০০০ টাকা জমা করে কত টাকা রিটার্ন পাবেন।

এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।