শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতির ক্রয় করার সুবর্ণ সুযোগ! বিনামূল্যে অনলাইনে আবেদন করুন।

Updated on:

Golden opportunity to purchase agricultural machinery with Govt. subsidies: ভারত কৃষি প্রধান দেশ! কিন্তু ভারতের কৃষকদের কাছে কৃষি কার্যের জন্য উন্নত প্রযুক্তি বা যন্ত্রপাতি নেই ফলে ভারতের কৃষি উন্নয়ন সীমিত। কৃষি উন্নয়নের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে আর্থিক দেশের কৃষকদের সহায়তা প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ সরকারও কৃষকদের জন্য উন্নত মানের কৃষি যন্ত্রপাতির ওপর সরকারি ভর্তুকির সুবিধা দিচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য এই প্রকল্পের বিজ্ঞপ্তি সরকারি পোর্টালে প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন এবং অনলাইনে আবেদনের লিংক প্রতিবেদনের শেষে রয়েছে।

কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকির পরিমাণ

পশ্চিমবঙ্গ সরকার কৃষি খাতে উন্নয়নের জন্য ১১০০টি কাস্টম হায়ারিং সেন্টার স্থাপন করবে, যা কৃষি যন্ত্রপাতি ভাড়া দেবে। এছাড়া, ফর্ম মেশিনারি ভর্তুকি প্রকল্পের মাধ্যমে ৪টি ভর্তুকি প্রকল্প চালু হবে, যা কৃষকদের যন্ত্রপাতি সরবরাহ করবে। এবার দেখে নেই যাক কৃষি যন্ত্রপাতির উপর ভর্তুকের পরিমাণ এবং ভাড়ার পরিমাণ।

  • ছোটো কৃষি যন্ত্রপাতি: ভর্তুকি ৫০%, সর্বাধিক ১০,০০০/- টাকা।
  • শক্তিচালিত যন্ত্রপাতি: ভর্তুকি ৫০-৬০%, সর্বাধিক ৩ লক্ষ টাকা।
  • কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র (CHC)- ভর্তুকি ৪০%, ন্যূনতম ৮ লক্ষ টাকা।
  • কৃষি যন্ত্রাদি হাব বা ব্যাঙ্ক (FMH/FMB) ভর্তুকি ৮০%, ৮ লক্ষ টাকা।

আরোও পড়ুন: Bhu-Aadhar: দেশবাসীর মতো এবার দেশের জমিরও থাকবে আধার কার্ড! কিভাবে তৈরি হবে এই কার্ড? জানুন বিস্তারিত!

আবেদন প্রক্রিয়া

আগ্রহী কৃষক বন্ধুরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে। অনলাইনে আবেদন করার জন্য রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট matirkatha.wb.gov.net পোর্টালে ভিজিট করতে হবে। অনলাইনে জমা আবেদন পত্রের প্রতিলিপির সাথে প্রয়োজনীয় নথি সহ FSSM ও OTA-SFI স্কীমের ক্ষেত্রে ব্লক কৃষি অফিসে এবং CHC ও FMB/FMH স্কীমের ক্ষেত্রে জেলা কৃষি অফিসে অবশ্যই ১০/০৯/২০২৪ এর মধ্যে জমা করুন।

আবেদনের সময়সীমা

ইচ্ছুক কৃষক বন্ধুরা অনলাইনের মাধ্যমে আগামী ২০ই আগস্ট ২০২৪ মঙ্গলবার থেকে আগামী ৯ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবে। বিশদে জানতে অবশ্যই নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন।

সরাসরি অনলাইনে আবেদন করুন » Apply Now

অবশ্যই পড়ুন: PM Fasal Bima Yojana: চাষের জমি থাকলেই পাবেন ২ লক্ষ টাকা! কেন্দ্রীয় সরকারের এই স্কিমে আবেদন করুন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।