শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Google Pay Earning Tricks: বাড়িতে বসেই প্রতিদিন ২০০০ টাকা আয়! জানুন গুগল পে থেক আয় করার ২টি সহজ উপায়

Updated on:

Google Pay Earning Tricks: বর্তমানে অধিকাংশ ব্যাক্তির স্মার্টফোনেই গুগল পে অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপের মাধ্যমে অনলাইন লেনদেন করার সঙ্গে সঙ্গে টাকা উপার্জন করাও যায়। অনেকে এরকম রয়েছে যারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিদিন ৬০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত কাজ করছে। আপনিও যদি আয় করতে চান তাহলে আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। কারণ আজ আমরা জানবো গুগল পে থেকে আয় (Google Pay Earning) করার ২ টি সহজ উপায় সম্পর্কে। 

গুগল পে থেকে আয় করার ২ টি সহজ উপায় (Google Pay Earning Tricks)

বর্তমানের এই ডিজিটাল যুগে অনেকেই এরকম রয়েছে যারা Google Pay অ্যাপের মাধ্যমে প্রতিদিন ৬০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত এবং অনেকেই এর চেয়েও বেশি ইনকাম করছে। এই অ্যাপের মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন করা যায়। তবে আপনি এর মাধ্যমে অর্থ উপার্জন করতেও পারবেন। আপনি এর থেকে ২ টি পায়ের মাধ্যমে আয় করতে পারবেন। একটি উপায় হল বন্ধুদেরকে শেয়ার করে টাকা হয় এবং আরেকটি হল ক্যাশব্যাক থেকে আয়। 

অবশ্যই পড়ুন » Phonepe Refer & Earn: ফোন পে থেকে অ্যাপ রেফার ৭২০ টাকা ইনকাম করুন, রইল সম্পূর্ণ পদ্ধতি।

বন্ধুদেরকে শেয়ার করে আয় করুন 

Google Pay অ্যাপের মধ্যে রেফারেল প্রোগ্রাম রয়েছে। অর্থাৎ আপনি যদি এমন কোন ব্যক্তিকে গুগল পে অ্যাপ শেয়ার করেন এবং তিনি যদি আপনার দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে, তাহলে আপনি টাকা আয় করতে পারবেন। একজন ব্যক্তিকে রেফার করার জন্য গুগলকে ২০১ টাকা পর্যন্ত দিয়ে থাকে। আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয়-স্বজন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রেফার করে প্রতি মাসে ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। সম্পূর্ন পদ্ধতি সম্পর্কে নিচে উল্লেখ করা হয়েছে। 

  • প্রথমে Google Pay অ্যাপটি খুলুন।
  • এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন।
  • এরপর Referrals বিকল্পে ক্লিক করুন।
  • এরপর আপনি আপনার কন্ট্যাক্ট নম্বরগুলো দেখতে পাবেন।
  • নম্বরের সামনে Invite তে ক্লিক করে রেফার করতে পারবেন।
  • এছাড়াও এখান থেকে রেফারেল কোড এবং লিঙ্ক শেয়ার করতে পারবেন।

ক্যাশব্যাক থেকে আয় 

Google Pay অ্যাপের মধ্যে কিছুদিন ছাড়া ছাড়া ক্যাশব্যাক জেতার জন্য আকর্ষণীয় অফার দিয়ে থাকে। অফারগুলির মধ্যে কিছু সহজ চ্যালেঞ্জ দেওয়া থাকে, যেগুলি সম্পন্ন করলে আপনি ক্যাশব্যাক জিততে পারবেন।এই চ্যালেঞ্জগুলির মধ্যে গেম খেলতে, বন্ধুদের শেয়ার করতে এবং অনলাইন পেমেন্ট করতে বলা হয়। এই চ্যালেঞ্জগুলি সম্পন্ন করে আপনি যে টাকা পাবেন, সেটি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। ফাঁকা সময়ে বাড়তি আয় করার জন্য একটি একটি ভালো বিকল্প।

আরোও পড়ুন: Google Pay Earning Tricks: ঘরে বসেই আয় করুন প্রতিদিন 2000 টাকা!গুগল পে দিচ্ছে দারুণ সুযোগ।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।