শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Central Scheme: কেন্দ্র সরকারের এই স্কিমে প্রতি মাসে পাবেন ৩,০০০ টাকা! এইভাবে আবেদন করুন।

Updated on:

Get 3,000 Rupees per Month in Central govt. Atal Pension Yojana scheme: কেন্দ্র সরকার সাধারণ নাগরিকদের কথা ভেবে একাধিক স্কিম চালু করেছেন। এরই মধ্যে অন্যতম একটি জনপ্রিয় স্কিম হল অটল পেনশন যোজনা স্কিম। এই স্কিম থেকে আপনি প্রতি মাসে নির্দিষ্ট একটি টাকা পেতে পারেন। কিন্তু এই স্কিম থেকে প্রতি মাসে নির্দিষ্ট টাকা পাওয়ার জন্য আগে আপনাকে এই স্কিমে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে এরপর আপনার বয়স ৬০ বছর হলে আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে পারেন। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব আপনি কিভাবে কেন্দ্র সরকারের এই স্কিম থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন এর জন্য আপনাকে কত টাকা জমা করতে হবে সমস্ত কিছু জানতে অবশ্যই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

অটল পেনশন যোজনা

কেন্দ্র সরকারের একটি জনপ্রিয় পেনশন স্কিম হলো অটল পেনশন যোজনা। এই স্কিমে টাকা বিনিয়োগ করে যেকোন সাধারণ ব্যক্তি ৬০ বছরের পরে প্রতি মাসে মাসে পেনশনের সুবিধা নিতে পারবেন। ১৮ থেকে ৪০ বছরের যেকোনো যেকোনো ভারতীয় নাগরিক যাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হয় না তারা এই স্কিমের সুবিধা নিতে পারবেন।

প্রতিমাসে কিভাবে ৩ হাজার টাকা পেনশন পাবেন

অটল পেনশন যোজনা স্কিম থেকে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাওয়ার জন্য আপনাকে ৬০ বছর বয়স অবধি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে জমা করতে হবে এরপর ৬০ বছর পূর্ণ হলেই আপনি প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেনশন পাবেন। নিচে আপনার বয়স অনুযায়ী প্রত্যেক মাসে বা প্রতি বছরে বা প্রত্যেক কোয়ার্টারে কত টাকা করে জমা করলে ৩ হাজার টাকা পেনশন পাবেন সেটি ছকের মধ্য দেওয়া হয়েছে।

অ্যাকাউন্ট খোলার বয়সমাসিক কিস্তির পরিমাণত্রৈমাসিক কিস্তির পরিমাণঅর্ধ বার্ষিক কিস্তির পরিমাণ
১৮ বছর১২৬ টাকা৩৭৬ টাকা৭৪৪ টাকা
১৯ বছর১৩৮ টাকা৪১১ টাকা৮১৪ টাকা
২০ বছর১৫০ টাকা৪৪৭ টাকা৮৮৫ টাকা
২১ বছর১৬২ টাকা৪৮৩ টাকা৯৫৬ টাকা
২২ বছর১৭৭ টাকা৫২৭ টাকা১০৪৬ টাকা
২৩ বছর১৯২ টাকা৫৭২ টাকা১১৩৩ টাকা
২৪ বছর২০৮ টাকা৬২০ টাকা১২২৮ টাকা
২৫ বছর২২৬ টাকা৬৭৪ টাকা১৩৩৪ টাকা
২৬ বছর২৪৬ টাকা৭৩৩ টাকা১৪৫২ টাকা
২৭ বছর২৬৮ টাকা৭৯৯ টাকা১৫৮২ টাকা
২৮ বছর২৯২ টাকা৮৭০ টাকা১৭২৩ টাকা
২৯ বছর৩১৮ টাকা৯৪৮ টাকা১৮৭৭ টাকা
৩০ বছর৩৪৭ টাকা১০৩৪ টাকা২০৪৮ টাকা
৩১ বছর৩৭৯ টাকা১১২৯ টাকা২২৩৭ টাকা
৩২ বছর৪১৪ টাকা১২৩৪ টাকা২৪৪৩ টাকা
৩৩ বছর৪৫৩ টাকা১৩৫০ টাকা২৬৭৩ টাকা
৩৪ বছর৪৯৫ টাকা১৪৭৫ টাকা২৯২১ টাকা
৩৫ বছর৫৪৩ টাকা১৬৮১ টাকা৩২০৫ টাকা
৩৬ বছর৫৯৪ টাকা১৭৭০ টাকা৩৫০৬ টাকা
৩৭ বছর৬৫৪ টাকা১৯৯৪ টাকা৩৮৬০ টাকা
৩৮ বছর৭২০ টাকা২১৪৬ টাকা৪২৪৯ টাকা
৩৯ বছর৮৯২ টাকা২৩৬০ টাকা৪৬৭৪ টাকা
অটল পেনশন যোজনা চার্ট

কিভাবে এই পেনশন স্কিমের জন্য আবেদন করবেন

কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন আপনি আপনার ব্যাংক থেকেই করতে পারবেন। দেশের প্রায় সমস্ত ব্যাংকেই এই স্কিমে আবেদন করার সুবিধা রয়েছে। এই স্কিমে আবেদন করার জন্য প্রথমে আপনাকে আপনার ব্যাংক বা ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। এরপর সেখান থেকে এই স্কিমে আবেদন করার ফর্ম সংগ্রহ করতে হবে এরপর সেই আবেদন ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ আপনার ব্যাংকে জমা করতে হবে তাহলে এই স্কিমে আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে। এরপর আপনার ব্যাংক থেকে ৬০ বছর বয়স অবধি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে মাসে বা প্রত্যেক বছর বা প্রত্যেক ৪ মাস ছাড়া কাটা হবে। এরপর ৬০ বছর বয়স হলেই আপনি প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পেতে পারবেন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।