শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

EPFO Interest Rate: EPFO গ্রাহকদের জন্য দারুন সুখবর! এবার পাবেন ৮.২৫ শতাংশ সুদ।

Updated on:

EPFO Interest Rate 8.25 Percent Increase: প্রতিবছর অর্থবর্ষের ভিত্তিতে আর্থিক নিয়মকানুন সংক্রান্ত বিভিন্ন পরিবর্তন নিয়ে আসা হয়। ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থা অনুসারে প্রতি বছর ৩১ মার্চ তারিখে শেষ হয়ে একটি অর্থবছর। ১ এপ্রিল দিনটি থেকে নতুন অর্থ বর্ষের ভিত্তিতে বিভিন্ন ধরনের নতুন নিয়ম কানুন কার্যকর করা হয়। এই নিয়ম অনুসারে চলতি বছর ১ এপ্রিল তারিখে শুরু হয়েছে ২০২৪-২৫ অর্থবর্ষ। তবে এবার অর্থবর্ষের শুরু থেকে নয়, ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের সময় বার্ষিক সুদের হারের পরিবর্তন ঘটালো EPFO। EPFO-র নতুন এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিক ভাবেই খুশির হাসি ফুটেছে গ্রাহকদের মুখে। EPFO-র সুদের হারে ঠিক কি পরিবর্তন ঘটানো হলো তা জেনে নিন।

EPFO-র বর্ধিত সুদের পরিমাণ

চলতি বছর ফেব্রুয়ারি মাসে Employees Provident Fund Organization এর তরফ থেকে পিএফ-এর সুদের পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছিল। এই ঘোষণা অনুসারে জানানো হয়েছিল সুদের হার বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হবে। সাধারণত কোন অর্থ বর্ষের শুরু থেকেই এই ধরনের সিদ্ধান্ত গুলি গ্রহণ করা হয়। তবে দেশের প্রায় ৭ কোটি গ্রাহকদের মুখে হাসি ফুটিয়ে চলতি মাসেই এই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে সুদের হার বৃদ্ধির বিষয়টিতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে এই সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। কেন্দ্রীয় সরকারের অনুমোদনের পর এই সুদের হার ০.১০ শতাংশ বেড়ে হচ্ছে ৮.২৫ শতাংশ। EPFO-র তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুদ বৃদ্ধির বিষয়টি গ্রাহকদের জানিয়ে দেওয়া হয়েছে।

আরোও পড়ুন » EPFO একাউন্ট থাকলে পেয়ে যাবেন ৭ টি পেনশন সুবিধা! জেনে নিন পেনশন সংক্রান্ত খুঁটিনাটি।

EPFO-র ক্ষেত্রে গত কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বিগত কয়েক মাসের মধ্যে EPFO-র বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়েছে।

  • ইপিএফও তে অগ্রিম টাকা তোলার ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে। আগে ইপিএফও অ্যাকাউন্ট থেকে অগ্রিম ৫০ হাজার টাকা তুলতে পারতেন। নতুন সিদ্ধান্তের পর এই সীমা বেড়ে হয়েছে ১ লক্ষ পর্যন্ত।
  • EPFO তে আগে সেটেলমেন্ট হতে বেশ অনেকটা সময় পেরিয়ে যেত। নতুন সিদ্ধান্ত গ্রহণ করে সেই সময়সীমা তিনদিন করা হয়েছে।

পরপর এই সিদ্ধান্ত গুলি কার্যকর হওয়ার পরে এবার সুদের টাকা বৃদ্ধি হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি হয়েছেন গ্রাহকরা। বর্ধিত সুদ কার্যকর হয় কবে গ্রাহকদের অ্যাকাউন্টে তা আপডেট হয় সে অপেক্ষাই করছেন ইপিএফও এর সমস্ত গ্রাহক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে তৃতীয় বার কেন্দ্রীয় সরকার গঠিত হওয়ার পর সামনেই হবে বাজেট ঘোষণা। বাজেট ঘোষণার আগেই কেন্দ্রীয় সরকারের এই সুদ বৃদ্ধির বিষয়টি সাধারণ মানুষের মনে সদর্থক প্রভাব বৃদ্ধি করবে বলেই আশা করা যাচ্ছে।

অবশ্যই পড়ুন » EPFO: মিস কল এবং SMS এর মাধ্যমে PF অ্যাকাউন্টের ব্যালান্স চেক করুন, রইল সহজ উপায়

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।