EPFO Life Insurance: আপনি যদি একজন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেসনের সদস্য হয়ে থাকেন তাহলে আপনি ৭ লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা কভারেজ এর সুবিধা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে কোন রকম প্রিমিয়াম পে করতে হবে না আপনি যদি নিয়মিত পিএফ একাউন্টে টাকা জমা করেন তাহলেই আপনি এই বিমার সুবিধা নিতে পারবেন আজকের এই প্রতিবেদনে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের এই বিমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কারা এই বীমার সুবিধা পাবেন
আপনি যদি একজন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এর সদস্য হয়ে থাকেন তাহলে আপনি এই সুবিধা পাবেন এক্ষেত্রে আরও কয়েকটি নিয়মকানুন রয়েছে।
- নিয়মিত ইপিএফ একাউন্টে টাকা জমা করতে হবে।
- কর্মীদের বেসিক স্যালারি সর্বনিম্ন ১৫০০০ টাকা হতে হবে। এক্ষেত্রে এই স্কিমটির নাম হল EDLI Scheme
- ১৫০০০ টাকার বেশি স্যালারি হলে ৬ লক্ষ টাকার কভারেজ পাবেন।
EDLI জীবন বীমা স্কিম
EDLI কথার সম্পূর্ণ অর্থ হলো Employees Provident Fund Linked Insurance। এই ইন্সুরেন্স এর সুবিধা পাওয়ার জন্য আপনাকে কোন রকম প্রিমিয়াম দিতে হবে না।আপনি বিগত ১ বছরে যে পরিমাণ টাকা আপনার ইপিএফ একাউন্ট এ জমা করেছেন সেই পরিমাণ টাকার 35 গুণ আপনি কভারেজ পাবেন। ইপিএফ এর অ্যাকাউন্ট গ্রাহকের যদি মৃত্যু হয়, তাহলে তাঁর নমিনি বা আইনি উত্তরাধিকারী এই জীবনবিমার টাকা পাবেন।
কত টাকা কভারেজ পাবেন
সমস্ত ইপিএফ অ্যাকাউন্ট গ্রাহকরাই যে ৭ লক্ষ টাকা ইন্সুরেন্স পাবেন এটা কিন্তু নয়।। এটা নির্ভর করবে আপনি কত টাকা ইপিএফ একাউন্টে জমা করছেন এবং আপনার ডিএ এর উপর। উদাহরণস্বরূপ: কোন ইপিএফ একাউন্ট গ্রাহকের যদি বেসিক স্যালারি ও DA মিলিয়ে গত ১ বছরে ইপিএফে ১৫ হাজার টাকা জমা পড়ে, তাহলে ৭ লক্ষ টাকা জীবন বীমা কভারেজ পাওয়া যাবে।
অবশ্যই পড়ুন » Insurance: পরিবারকে আর্থিক সুরক্ষা দেবে এই ৪টি বীমা! না করালে অবশ্যই করিয়ে নিন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇