শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Cast Cirtificate: কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত হাইকোর্টের নতুন নির্দেশ! বৈধ হবে না সার্টিফিকেট।

Updated on:

Cast Certificate of one State will not be Valid in another State: আচ্ছা আপনার কাছে যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটা কি অন্য রাজ্যে বৈধ হবে? এই প্রশ্ন অনেকের মনে হতে পারে। এক্ষেত্রে আজকে আপনাদের একটি হাইকোর্টের বিচারের উপর ভিত্তি করে সম্পূর্ণ বিষয়টা বোঝাবো। তাই আজকের এই প্রতিবেদনটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারী তাই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।।

কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত হাইকোর্ট মামলা

কোন ব্যক্তি যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যের স্থানান্তরিত হয় তাহলে তার কাস্ট সার্টিফিকেট বৈধ থাকবে না, এমনই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। একজন ব্যক্তি রাজস্থান থেকে ছত্রিশগড়ে এসে তপশিলি উপজাতির জন্য দাবি করেন কিন্তু এ দাবি খারিজ করে দেন ওই রাজ্যের কাস্ট স্কুটিনি কমিটি। এরপর ওই ব্যক্তি কাস্ট স্ক্রুটিনের দাবিকে খারিজ করে হাইকোর্টের দ্বারস্থ হন, এবং এ বিষয়ে মামলা করেন ওই ব্যক্তি।

এরপর ছত্রিশগড় হাইকোর্টের তরফ থেকে ওই ব্যক্তির মামলা খারিজ করে দেওয়া হয়েছে। এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছে কোন ব্যক্তি যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে স্থানান্তর করে তাহলে পুরনো রাজ্যের কাস্ট সার্টিফিকেটের বৈধতা থাকবে না।

আরোও পড়ুন » পেট্রোল পাম্পে এই ভুল কখনোই করবেন না! ছোট ভুলের কারণেই হতে পারে বড় ক্ষতি।

হাইকোর্টের নির্দেশ

হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে যদি কোন ব্যক্তি কোন রাজ্যে নির্দিষ্ট কোন জাতি (SC,ST বা OBC) হিসেবে স্বীকৃত পায় সেক্ষেত্র ওই রাজ্যে ওই ব্যক্তির কাস্টের আর্থসামাজিক অবস্থা, শিক্ষাগত অবস্থা সমস্ত কিছু বিচার করে কোন একটি জাতির (SC,ST বা OBC) স্বীকৃতি দেওয়া হয়।

অবশ্যই পড়ুন » Duare Sarkar Camp: রাজ্যে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প! কবে থেকে শুরু হবে জেনে নিন।

এই ধরনের তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।