শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

BSNL Network Check: আপনার এলাকায় BsNL নেটওয়ার্ক চেক করুন! ম্যাপ থেকে দেখে নিন।

Updated on:

BSNL Network Check In My Area: জিও, এয়ারটেল ভোডাফোন আইডিয়ার রিচার্জের দাম বৃদ্ধির ফলে অনেকেই তাদের সিম কার্ড গুলিকে BSNL পোর্ট করাতে চাইছেন বা অনেকেই নতুন সিম কার্ড নিতে চাইছেন। কিন্তু BSNL সিম কার্ড নেওয়ার আগে অবশ্যই জানায় জরুরী যে আপনার এলাকায় BSNL Network ঠিকঠাক আছে কিনা। কারণ আপনার এলাকায় যদি ঠিকঠাক নেটওয়ার্ক না থাকে তাহলে আপনি সিম কার্ড কিনে ঠকে যেতে পারেন। তাই আজকের এই প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে আপনি আপনার এলাকায় BSNL Network আছে কিনা তা অনলাইনের মাধ্যমে চেক করবেন।

অনলাইনের মাধ্যমে BSNL Network চেক পদ্ধতি

আপনি যদি অনলাইনে মাধ্যমে আপনার এলাকায় BSNL নেটওয়ার্ক আছে কিনা তা চেক করতে চাইছেন তাহলে নিম্নলিখিত ধাপ স্টেপ বাই স্টেপ অনুসরণ করুন।

  • প্রতিবেদনের শেষে BSNL Network চেকের একটি বাটন দেখতে পাবেন সেই বাটনটিতে প্রথমে ক্লিক করতে হবে।
  • এরপর বাটনে ক্লিক করার পর এই আপনার সামনে https://www.nperf.com এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে।‌
  • এরপর প্রথমেই দেশের কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে। ভারতের ক্ষেত্রে India এর IN নির্বাচন করতে হবে।
  • এরপর আপনি আপনার এলাকায় কোন নেটওয়ার্ক চেক করতে চাইছেন সেটি Carriar অপশন থেকে চেক করতে পারবেন।
  • এরপর আপনি কোন জায়গার নেটওয়ার্ক চেক করতে চাইছেন সেটি লিখতে হবে অর্থাৎ আপনার এলাকার সামনাসামনি একটি বড় বাজারের নাম লিখে দিবেন। ‌
  • এরপর নিচে আপনার সামনে পুরো ম্যাপের মতো দেখাবে আপনার এলাকার নেটওয়ার্ক।

আরোও পড়ুন » BSNL নিয়ে এলো ২০০ টাকার কমে ৭০ দিনের বৈধতা এবং প্রতিদিন ২ জিবি ডেটা, দেখুন বিস্তারিত

ম্যাপ দেখে কিভাবে বুঝবেন

এরপর ম্যাপের মধ্য বিভিন্ন রং দেখাবে সেই রংগুলি দেখে বুঝতে হবে আপনার এলাকায় নেটওয়ার্ক কেমন। নিচে কালার কোড এবং নেটওয়ার্কের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

  • ধুসর রং: আপনার এলাকায় যদি ধূসর রং দেখা যায় তাহলে বুঝে নেবেন আপনার এলাকায় BSNL এর নেটওয়ার্ক পাবেন না। এক্ষেত্রে শুধুমাত্র আপনি BSNL এর সিম কার্ড দিয়ে কল টুকুই করতে পারবেন।
  • আকাশি রঙ: এরপর আপনার এলাকায় ম্যাপের মাধ্যমে কোথাও যদি আকাশের রং দেখতে পান তাহলে বুঝে নেবেন আপনার এলাকায় BSNL এর 2G নেটওয়ার্ক রয়েছে। এক্ষেত্রে আপনি অল্প অল্প ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
  • সবুজ রং: এরপর সবুজ রঙের অর্থ হলো আপনার এলাকায় BSNL এর 3G নেটওয়ার্ক রয়েছে।
  • কমলা রং: এরপর আপনি যদি আপনার এলাকার পাশাপাশি কোথাও কমলা রং লক্ষ্য করেন তাহলে বুঝে নেবেন আপনার এলাকার মধ্যে BSNL এর 4G নেটওয়ার্ক রয়েছে। এক্ষেত্রে আপনি ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং কলে কথা বলতে পারবেন।
  • লাল রং: এরপর আপনার এলাকার পাশাপাশি কোথাও যদি লাল রং লক্ষ্য করেন তাহলে তো সোনায় সোহাগা অর্থাৎ আপনার এলাকার মধ্যে BSNL এর 4G+ নেটওয়ার্ক রয়েছে। এক্ষেত্রে আপনি কোন রকম ঝামেলা ছাড়া ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
  • বেগুনি রং: এরপর আপনার এলাকার পাশাপাশি যদি কোথাও বেগুনি রং লক্ষ্য করেন তাহলে বুঝে নেবেন সেখানে 5G নেটওয়ার্ক রয়েছে। কিন্তু BSNL আপনি কোন এলাকাতেই 5G নেটওয়ার্ক পাবেন না। ‌
Screenshot 2024 07 29 11 00 39 867 com.android.chrome
🗼BSNL Network Check ↗️

অবশ্যই পড়ুন » BSNL Recharge Plan 2024 List: এখন জলের দরে রিচার্জ করুন! দেখুন BSNL-এর সস্তার আনলিমিটেড রিচার্জ প্ল্যানগুলি

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।