শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

BOB Monsoon Dhamaka FD: ব্যাঙ্ক অফ বরোদার অল্প সময়ের ফিক্সড ডিপোজিটে পাবেন ৭.৯০ শতাংশ সুদ।

Updated on:

BOB Monsoon Dhamaka Deposit Scheme: দেশের জনপ্রিয় একটি ব্যাংক হল ব্যাঙ্ক অফ বরোদা। সম্প্রতি এই ব্যাংক “Monsoon Dhamaka” এর নামে জনপ্রিয় দুটি ভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিম লঞ্চ করেছে। এই দুই মেয়াদের ফিক্সড ডিপোজিটে গ্রাহকরা অল্প সময়ের মধ্যেই দুর্দান্ত রিটার্ন পাবেন। আজকের এই প্রতিবেদনে ব্যাঙ্ক অফ বরোদা এই দুই মেয়াদ সম্পন্ন ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ব্যাঙ্ক অফ বরোদার Monsoon Dhamaka ফিক্সড ডিপোজিট

সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা দুটি অল্প মেয়েদের ফিক্সড ডিপোজিট স্কিম লঞ্চ করেছে এই স্কিম দুটি প্রায় ১ বছরের কিন্তু এই স্কিম দুটিতে আপনি দুর্দান্ত সুদ পাবেন। এক্ষেত্রে ব্যাংকের অন্যান্য ফিক্সড ডিপোজিট এর মতই সিনিয়র সিটিজেনরা সাধারণ ব্যক্তিদের তুলনায় ৫০ বেশি সময়ের বেশি সুদ পাবেন। নিচের তালিকাতে মেয়াদ অনুযায়ী এই দুই স্কিমের সুদের হার দেওয়া হয়েছে।

ফিক্সড ডিপোজিটের মেয়াদ সাধারণ নাগরিকদের সুদের হার (বয়স: ১৮ থেকে ৬০)সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে (সুদের হার বয়স: ৬০+…)
৩৩৩ দিন ৭.১৫ শতাংশ ৭.৬৫ শতাংশ
৩৯৯ দিন৭.২৫ শতাংশ৭.৭৫ শতাংশ

আরোও পড়ুন » Post Office FD Scheme: পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম কি? জানুন সুদের হার, মেয়াদ এবং নিয়মাবলী

কারা একাউন্ট খুলতে পারবেন

ব্যাঙ্ক অফ বরোদা এর এই দুই ফিক্সড ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই ভারতীয় হতে হবে। এবং একজন প্রাপ্তবয়স্ক ও সিনিয়র সিটিজেনে এই দুই স্কিমের সুবিধা নিতে পারবেন।

কিভাবে একাউন্ট খুলবেন

এক্ষেত্রে অনেকের মনে হতে পারে শুধুমাত্র যাদের ব্যাঙ্ক অফ বরোদাতে সেভিংস একাউন্ট রয়েছে শুধুমাত্র তারাই স্কিম দুটির সুবিধা নিতে পারবেন, এক্ষেত্রে জানিয়ে রাখি আপনার যদি এই ব্যাংকে একাউন্ট না থেকে থাকে তাহলেও আপনি এই ব্যাংকে এই দুই মেয়াদের ফিক্সড ডিপোজিট একাউন্ট ওপেন করতে পারবেন। এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করতে হবে।

এই ব্যাংকের এ দুই মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুবিধা নেওয়ার জন্য আপনার (১) আধার কার্ড, (২) প্যান কার্ড, (৩) পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি ডকুমেন্টের দরকার হবে।

বিস্তারিত জানতে ব্যাংক অফ বারোদার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন » Visit Now↗️

অবশ্যই পড়ুন: SBI Amrit Vrishti: স্টেট ব্যাংক চালু করলো নতুন স্পেশাল FD স্কিম! বিনিয়োগ করলে কতো রিটার্ন পাবেন দেখুন

এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।