অনেকে জীবন বীমা নির্বাচন করার সময় টার্ম ইন্সুরেন্স বেছে থাকেন। কারণ টার্ম ইন্সুরেন্সের ক্ষেত্রে কম প্রিমিয়ামে বেশি ইন্সুরেন্স কভারেজ পাওয়া যায়। এছাড়াও টার্ম ইন্সুরেন্সের ক্ষেত্রে 80C ধারায় ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্সে ছাড় পাওয়া যায়। কিন্তু টার্ম ইন্সুরেন্স নেওয়ার আগে অবশ্যই জানা জরুরি কত সময়ের ইন্সুরেন্স কভারেজ নেওয়া জরুরী? এবং কত টাকার প্রিমিয়ামের নেওয়া গুরুত্বপূর্ণ সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে।
কত টাকা টার্ম ইন্সুরেন্স নেওয়া জরুরি
টার্ম ইন্সুরেন্স নেওয়ার আগে অবশ্যই কত টাকার কভারেজ নিতে চাইছেন সেটি নির্ধারণ করতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি আপনার বেতন এর ১৫ বা ২০ গুন অথবা ২৫ গুণ পর্যন্ত ইন্সুরেন্স নেওয়া জরুরী। উদাহরণস্বরূপ আপনার বার্ষিক আয় যদি 5 লক্ষ টাকা হয় তাহলে ১ কোটি ২৫ লক্ষ টাকা বা ১ কোটি টাকার ইন্সুরেন্স কভারেজ নেওয়া জরুরী।
আরোও পড়ুন » LIC’s Yuva Term Plan 875: কম প্রিমিয়ামে ৫০ লক্ষ থেক ৫ কোটি টাকার কভারেজ! যুবকদের জন্য সস্তার বীমা প্ল্যান
কত সময় টার্ম ইন্সুরেন্স নেওয়া জরুরী
অনেকেই মনে করেন 60 বছর পর্যন্ত কারন ইন্সুরেন্স নেওয়া জরুরি আবার অনেকেই ৮০ বছর পর্যন্তের ইন্সুরেন্স নিয়ে থাকে এক্ষেত্রে জানিয়ে রাখি ৬০ বছর পর্যন্ত ইন্সুরেন্স কভারেজ নেওয়ায় যথেষ্ট। ৮০ বছর পর্যন্ত টার্ম ইন্সুরেন্স নেওয়ার ক্ষেত্রে বাড়তি খরচ হবে এবং আপনাকে বেশি প্রিমিয়াম দিতে হবে।
টার্ম ইন্সুরেন্স নেওয়ার আগে কি কি বিষয় মাথায় রাখা জরুরি
টার্ম ইন্সুরেন্স নেওয়ার আগে অবশ্যই আপনার পরিবারের কথা চিন্তা করতে হবে। এক্ষেত্রে আপনাকে হিসেব করতে হবে যে আপনার উপর নির্ভরশীল আপনার পরিবারে কতজন এক্ষেত্রে সেই অনুযায়ী ইন্সুরেন্স কভারেজ নেওয়া শ্রেয় হবে।
অবশ্যই পড়ুন: Health Insurance Claim: স্বাস্থ্যবীমার ক্লেম নিয়ে IRDAI এর বিরাট ঘোষণা! এবার ১ ঘন্টাতেই মিলবে বিশেষ সুবিধা।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇