শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Fixed Deposit: ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট, ব্যাংক না পোস্ট অফিস কোথায় বেশি সুদ পাবেন

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

অর্থ উপার্জনের পাশাপাশি ভবিষ্যতের জন্য অর্থ বিনিয়োগ করা জরুরি। বর্তমানে অনেকেই ব্যাংক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিটে টাকা জমা করেন। ব্যাংক বা পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে টাকা জমা করা সম্পূর্ণ ঝুঁকিবিহীন এবং মেয়াদ পূর্তিতে নির্দিষ্ট পরিমাণ রিটার্ন পাওয়া যায়। আপনি যদি আপনার উপার্জিত টাকা ফিক্সড ডিপোজিটে জমা করতে চান তার আগে আপনার অবশ্যই জানা দরকার ব্যাংক না পোস্ট অফিস কোথায় বেশি সুদ পাবেন কোথায় টাকা জমা করলে আপনি মেয়াদের সময় বেশি রিটার্ন পাবেন। আজকের এই প্রতিবেদনে ব্যাংক এবং পোস্ট অফিস কোথায় টাকা রাখলে বেশি লাভবান হবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ব্যাংক ও পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট

আপনি যদি ফিক্সড ডিপোজিটর অর্থ বিনিয়োগ করতে চাইছেন তাহলে অবশ্যই জানা দরকার ব্যাংক না পোস্ট অফিস কোথায় সুদ পাবেন এবং ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে সব থেকে বেশি সুদ পাবেন। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব ব্যাংক ও পোস্ট অফিসে যথাক্রমে ৫০ হাজার টাকা, ১ লক্ষ টাকা, ২ লক্ষ টাকা এবং ৫ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য রাখলে কত টাকা রিটার্ন পাবেন।

‌৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট

আপনি যদি ৫০ হাজার টাকা ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে ব্যাংক না পোস্ট অফিস কোথায় বেশি সুদ পাবেন এবং কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে সব থেকে বেশি রিটার্ন পাবেন দেখে নিন।

‌৫০ হাজার টাকার ফিক্সড ডিপোজিট
কোথায় টাকা রাখবেন?সুদের পরিমাণ কত টাকা রিটার্ন পাবেন
পোষ্ট অফিস7.50%৭২,৪৯৭ টাকা
SBI Bank6.50%৬৯,০২১ টাকা
PNB Bank6.50%৬৯,০২১ টাকা
HDFC Bank7.00%৭০,৭৩৯ টাকা
AXIS Bank7.00%৭০,৭৩৯ টাকা
ICICI Bank7.00%৭০,৭৩৯ টাকা

১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট

আপনি যদি ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে ব্যআংক না পোস্ট অফিস কোথায় করা উচিত এবং যদি আপনি শুধুমাত্র ব্যাংকে ৫ বছরের জন্য ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে কোন ব্যাংকে বেশি রিটার্ন পাবেন দেখুন।

১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট
কোথায় টাকা রাখবেন?সুদের পরিমাণ কত টাকা রিটার্ন পাবেন
পোষ্ট অফিস7.50%১,৪৪,৯৯৫ টাকা
SBI Bank6.50%১,৩৮,৭২৩ টাকা
PNB Bank6.50%১,৩৮,৭২৩ টাকা
HDFC Bank7.00%১,৪১,৪৭৮ টাকা
AXIS Bank7.00%১,৪১,৪৭৮ টাকা
ICICI Bank7.00%১,৪১,৪৭৮ টাকা

৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট

আপনি যদি একসাথে 5 লক্ষ টাকা পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে জমা করেন তাহলে ব্যাংক না পোস্ট অফিস কোথায় বেশি সুদ পাবেন এবং আপনি যদি শুধুমাত্র ব্যাংকে ফিক্সড ডিপোজিট করাতে চান তাহলে কোন ব্যাংকে বেশি রিটার্ন পাবেন দেখে নিন।

মিস করবেন না » Post Office – পোস্ট অফিসের ধামাকা স্কিম মাত্র ৫ বছরে টাকা ডবল, সুদের হার ১৩.৬%। সঙ্গে ১ লাখ টাকা বাড়তি পাবেন

৫ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট
কোথায় টাকা রাখবেন?সুদের পরিমাণ কত টাকা রিটার্ন পাবেন
পোষ্ট অফিস7.50%৭,২৪,৯৭৪ টাকা
SBI Bank6.50%৬,৯০,২১০ টাকা
PNB Bank6.50%৬,৯০,২১০ টাকা
HDFC Bank7.00%৭,০৭,৩৮৯ টাকা
AXIS Bank7.00%৭,০৭,৩৮৯ টাকা
ICICI Bank7.00%৭,০৭,৩৮৯ টাকা

অবশ্যই পড়ুন » SBI RD: স্টেট ব্যাংকের RD তে প্রতিমাসে 1,000 টাকা জমা করে কত টাকা রিটার্ন পাবেন দেখুন।

‌এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

1 thought on “Fixed Deposit: ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট, ব্যাংক না পোস্ট অফিস কোথায় বেশি সুদ পাবেন”

  1. During consideration of Banks ,why did you not take into the considerations of Banks like Kandha small Savings Bank, Suryodaya small finance Bank and other small Finance Banks?

    What is your suggestion for senior citizen like us? Where we can have maximum safeinterest?
    Willbe waiting for your feedback and positive response please.

    Best Regards
    Kamal Kumar Banerjee.
    Kolkata.

    Reply

Leave a Comment