শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Bank Holiday: বছরের শুরুতেই জানুয়ারি মাসে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ, হয়রানি এড়াতে দেখেনিন ব্যাংক বন্ধের তালিকা

Updated on:

২০২৪ সালের প্রথমে জানুয়ারি মাসে দেশে মোট 16 দিন ব্যাংক বন্ধ রয়েছে। বর্তমানে প্রত্যেক ব্যক্তিরাই ব্যাংকে একাউন্ট রয়েছে এবং টাকা লেনদেনের জন্য প্রত্যেককে ব্যাংকে যেতে হয় কিন্তু ব্যাংকে গিয়ে যদি দেখেন ব্যাংক বন্ধ হয় তাহলে হয়রানির মধ্য পড়তে হয় কিন্তু সেক্ষেত্রে আপনি যদি ব্যাংক বন্ধের তালিকা আগে থেকে জেনে রাখেন তাহলে আপনাকে হয়রানির শিকার হতে হবে না।

ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে প্রত্যেক মাস শুরুর আগে সেই মাসের ছুটির তালিকা প্রকাশ করা হয় ঠিক এবারেও জানুয়ারি মাসের শুরুর আগে জানুয়ারি মাসের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তাই অবশ্যই দেখে নিন জানুয়ারি মাসের ব্যাংক বন্ধের তালিকাটি।

নংব্যাংক বন্ধের তারিখব্যাংক বন্ধের কারণ
১)০১.০১.২০২৪ (সোমবার)পহেলা জানুয়ারি (Happy New year) উপলক্ষে পুরো দেশজুড়ে ব্যাংক বন্ধ থাকবে।
২)০৭.০১.২০২৪ (রবিবার)জানুয়ারি মাসের প্রথম রবিবার, পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি থাকবে।
৩)১১.০১.২০২৪ (বৃহস্পতিবার)মিশরানি দিবস উপলক্ষে শুধুমাত্র মিজোরামে ব্যাংক বন্ধ থাকবে।
৪)১২.০১.২০২৪ (শুক্রবার)স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকবে।
৫)১৩.০১.২০২৪
(শনিবার)
জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
৬)১৪.০১.২০২৪ (রবিবার)জানুয়ারি মাসের দ্বিতীয় রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
৭)১৫.০১.২০২৪ (সোমবার)পঙ্গলের কারনে দক্ষিণ ভারতের কয়েকটি শহরে ব্যাংক বন্ধ থাকবে।
৮)১৬.০১.২০২৪ (মঙ্গলবার)টুসু পরব উপলক্ষে পশ্চিমবঙ্গ ও আসামে ব্যাংক বন্ধ থাকবে।
৯)১৭.০১.২০২৪ (বুধবার)গুরু গোবিন্দ সিং জয়ন্তি উপলক্ষে বিভিন্ন শহরে ব্যাংক বন্ধ থাকবে।
১০)২১.০১.২০২৪ (রবিবার)জানুয়ারি মাসের দ্বিতীয় রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
১১)২৩.০১.২০২৪ (মঙ্গলবার)নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম বার্ষিকী উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
১২)২৫.০১.২০২৪ (বৃহস্পতিবার)হিমাচল প্রদেশে রাষ্ট্রীয় দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
১৩)২৬.০১.২০২৪ (শুক্রবার)প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
১৪)২৭.০১.২০২৪ (শনিবার)জানুয়ারি মাসের চতুর্থ শনিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
১৫)২৮.০১.২০২৪ (রবিবার)জানুয়ারি মাসের চতুর্থ রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
১৬)৩১.০১.২০২৪ (বুধবার)অসমে ব্যাংক বন্ধ থাকবে।

অবশ্যই পড়ুন » SBI RD: স্টেট ব্যাংকের RD তে প্রতিমাসে 1,000 টাকা জমা করে কত টাকা রিটার্ন পাবেন দেখুন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।