Bank Holiday in May 2024: এপ্রিল মাস প্রায় শেষ হতে চলেছে, এর কিছুদিন পর মে মাস শুরু হবে। মে মাসে মোট ১২ দিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে, যার মধ্যে সরকারি ছুটির দিন, দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবারও রয়েছে। এছাড়াও লোকসভা নির্বাচনের কারণেও কিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর পরের মাসে আপনার যদি ব্যাঙ্কে কোনো কাজ থাকে, তাহলে ছুটির দিন বাদ দিয়ে যেতে হবে। তানাহলে শুধু শুধু আপনার হয়রানি হবে। তার জন্য আগের থেকে ব্যাঙ্ক বন্ধ থাকার তারিখ জেনে রাখা প্রয়োজন। মে মাসে কতো কতো তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে? জেনেনিন আজকের এই নিবন্ধে।
মে মাসে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday in May 2024)
২০২৪ এর মে মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সমস্ত ছুটি সব রাজ্যে পালিত হয় না, যার কারণে সারা ভারতে কিন্তূ ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না। মাসের শুরুতেই অর্থাৎ ১লা. মে, ২০২৪ মহারাষ্ট্র দিবস/মে দিবস (শ্রম দিবস) উপলক্ষ্যে ভারতের বেশ কয়েকটি জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। যার মধ্যে রয়েছে কলকাতা, বেলাপুর, বেঙ্গালুরু, চেন্নাই, নাগরপুর, মুম্বাই, কচি, ইম্ফল, পাটনা, পানাজি, হায়দ্রাবাদ – অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ – তেলেঙ্গানা এবং তিরুবনন্তপূরম ইত্যাদি। এরপর ৫ মে, ২০২৪ রবিবার হবার জন্য সারা ভারত ব্যাঙ্ক বন্ধন থাকবে।
৮ মে, ২০২৪ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১০ মে, ২০২৪ বাসব জয়ন্তী/অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে ব্যাঙ্গালুরুতে ব্যাঙ্ক ছুটি থাকবে। ১১ মে, ২০২৪ মে মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ভারতের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ মে, ২০২৪ অবার রবিবার পড়ছে যার কারণে সমগ্র দেশের ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৬ মে, ২০২৪ রাষ্ট্রীয় দিবাইস উপলক্ষ্যে গাংটকের সমস্ত ব্যাঙ্কের ছুটি। ১৯ মে, ২০২৪ অবার রবিবার তাই ভারতের সমস্ত ব্যাঙ্ক ছুটি।
২০ মে, ২০২৪ লোকসভা সাধারণ নির্বাচনের কারণে বেলাপূর এবং মুম্বাইয়ের সমস্ত ব্যাঙ্ক বন্ধ। ২৩ মে, বুদ্ধ পূর্ণিমার ছুটি, যার কারণে কলকাতা সহ আগরতলা, আইজল, বেলপুর, ভোপাল, চণ্ডীগড়, রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগর, নিউদিল্লি, নাগরপুর, মুম্বাই, লখনউ, জম্মু, ইটানগর এবং দেরাদুনের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৫ মে, ২০২৪ নাজুরুল জয়ন্তী উপলক্ষ্যে ভারতের কিছু জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৬ মে, ২০২৪ রবিবার হওয়ার কারণে সারা ভারতে ব্যাঙ্ক ছুটি।
আরও পড়ুন: EPFO New Rules – EPFO-র নতুন নির্দেশ! অগ্রিম ১ লক্ষ টাকা তুলতে পারবেন গ্রাহকরা।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇