A Big Change has Come in the Field of Bank Lockers: অনেকেই নিজের সম্পদ ভাবে গচ্ছিত রাখার জন্য ব্যাংকে লকার ব্যবহার করেন। ব্যাংক গ্রাহকদের নিজস্ব লকার থাকলে তার মাধ্যমে সুরক্ষিত ভাবে ব্যাংকের দায়িত্বে সম্পদ রাখা সম্ভব হয়। তবে সম্প্রতি ভারতীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় ব্যাংকিং সংশোধনী আইন 2024 পেশ করেছেন। এর মাধ্যমে ব্যাংক লকার সংক্রান্ত নিয়মকানুনে বেশ কিছু পরিবর্তন এসেছে। ব্যাংকের লকার রাখার ক্ষেত্রে কি কি নিয়মের পরিবর্তন আসছে সেগুলি দেখে নিন।
অর্থ প্রতিমন্ত্রীর নতুন আইন পেশ
গতকাল অর্থাৎ শুক্রবার, ৯ আগস্ট ২০২৪ তারিখে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লোকসভায় ব্যাংকিং সংশোধনী আইন পেশ করেন। এর মাধ্যমে সংসদে নতুন একটি বিল পাস করে নতুন নিয়ম কার্যকর হয়। নতুন নিয়ম অনুসারে বলা হয় যদি এক বা একাধিক ব্যক্তি একটি ব্যাংকে নিজস্ব লকার ভাড়া করে থাকেন, সেক্ষেত্রে ব্যাংকের লকার খোলার জন্য সর্বোচ্চ ৪ জনকে নমিনি করা যেতে পারে।
১৯৪৯ সালের ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট এর 45ZE ধারার প্রস্তাব অনুসারে বলা হয়েছে যদি এক বা একাধিক ব্যক্তি একটি ব্যাংক থেকে একটি লকার ভাড়া করেন এবং সেই লকার যদি একটি সেফ ডিপোজিট ভল্টে বা অন্য কোথাও থাকে সেক্ষেত্রে লকারের অধিকারী একসঙ্গে সর্বোচ্চ ৪ জনকে নমিনি করতে পারেন। এক্ষেত্রে লকার গ্রহীতা বা পরবর্তীতে কোনো নমিনীর মৃত্যুতে অপর নমিনী সেই লকার খুলতে পারেন এবং লকারে গচ্ছিত সম্পদ গ্রহণ করার অধিকারী হন।
আরোও পড়ুন » Fixed Deposit Risk: ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছেন! ব্যাংক ডুবে গেলে আপনার টাকার কি হবে।
নতুন ব্যাংক বিলে যে যে নিয়ম কার্যকর হয়েছে
নতুন ব্যাংক বিল অনুসারে বিধান দেওয়া হয়েছে একাধিক ব্যক্তিকে লকারের নমিনী হিসেবে ঘোষণা করা হলেও, পালাক্রমে একজন করে নমিনী বৈধ বলে বিবেচিত হবেন। অর্থাৎ প্রথম নমিনি যতদিন জীবিত থাকবেন ততদিন শুধুমাত্র নমিনি হিসেবে তিনি বৈধ হবেন। প্রথম নমিনির মৃত্যুর পর সেই অধিকার যাবে দ্বিতীয় নমিনির কাছে। এইভাবে ক্রম হিসাবে দায়িত্বভার পাবেন নমিনিরা।
তবে বিলের বিধান অনুসারে চারজনের বেশি নমিনি নির্বাচন করা যাবে না। এছাড়াও অ্যাকাউন্ট হোল্ডারকে প্রত্যেক নমিনির নামের সামনে জমার পরিমাণের অনুপাত ঘোষণা করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্টে জমা হওয়া সম্পূর্ণ অর্থের জন্য মনোনীত ব্যক্তির নাম দিতে হবে। আমানত সংক্রান্ত সমস্যা মোকাবিলা করার জন্যই অ্যাকাউন্টে জমাকৃত সম্পদের পরিমাণ সঠিক মনোনীত ব্যক্তিদের দিতে হবে।
অবশ্যই পড়ুন: UPI Transactions Limit: ইচ্ছেমতো টাকা লেনদেনের দিন শেষ! এবার থেকে নির্দিষ্ট সীমা পর্যন্ত লেনদেন করতে পারবেন।
এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇