Top 5 Instant Loan App: আমাদের অনেক সমস্ত পরিস্থিতির চাপে লোন নেওয়ার প্রয়োজন হয়ে থাকে। কিন্তূ সঙ্গে সঙ্গে লোন পাওয়া একটু মুশকিল। তাই আজ আপনরা এমন ৫ টি অ্যাপ সম্পর্কে জানবো, যেখান থেকে আপনি তৎক্ষণাৎ ঋণ (Instant Loan) নিতে পারবেন। আপনিও যদি এগুলির সম্পর্কে জানতে চান তাহলে আজকের নিবন্ধটি শেষ পর্যন্ত পড়ুন।
এই ৫ টি অ্যাপ থেকে পাবেন লোন (Top 5 Instant Loan App)
বর্তমানের এই ডিজিটাল যুগে লোন নেওয়ার পক্রিয়াও ডিজিটাল হয়ে গেছে। এখন আপনি কিছু অ্যাপ এর সাহায্যে বাড়িতে বসেই তৎক্ষণাৎ ঋণ (Instant Loan) পেতে পারেন। আজ আমরা এমনি ৫ টি অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানবো। যেগুলি হলো ক্রেডিটবি, বাজাজ মার্কেটস, নাভি, ফাইব এবং পেটিএম। তবে, এগুলি বাদেও বাজারে অনেক Instant Loan App রয়েছে, যেগুলির সম্পর্কে অন্য নিবন্ধে আলোচনা করবো। আজ আমরা শুধুমাত্র এই ৫টি অ্যাপ্লিকেশন সম্পর্কেই বিস্তারিত জানবো।
1. ক্রেডিটবি (KreditBee)
KreditBee অ্যাপ থেকে একজন ব্যাক্তি খুব সহজেই মাত্র ১০ মিনিটে লোন নিতে পারে। মাসিক বেতন সর্বনিম্ন ১০ হাজার টাকা হলেও সর্বোচ্চ ৪ লক্ষ টাকা পর্যন্ত Instant Loan পেতে পারেন। এতে লোন পরিশোধ করার জন্য ৩ মাস থেক ২৩ মাসের সময় পাবেন।
- ঋণের পরিমাণ: ১০,০০০ থেক ৪,০০,০০০ টাকা
- সুদের হার: ০ থেক ২৯.৯৫ শতাংশ
- অ্যাপ রেটিং: ৪.৫/৫
- অ্যাপ ডাউনলোড: ৫০ মিলিয়ন+
2. বাজাজ মার্কেটস (Bajaj Markets)
বাজাজ মার্কেটস হলো একটি নামকরা ঋণ প্রদানকারী সংস্থা। আপনি এর পর্টালে গিয়ে Instant Loan আবেদন করতে পারবেন। এখানে আপনি সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাক্তিগত ঋণ (Personal Loan) পেতে পারেন। এখানে আপনি লোন পরিশোধ করার জন্য ১ থেক ৬ বছর পর্যন্ত মেয়াদ বেছে নিতে পারবেন। বাজাজ মার্কেটস ০.৫ থেকে ২.৫ শতাংশ প্রসেসিং ফি নিয়ে থাকে, যা লোনের পরিমাণের উপর নির্ভর করে।
- ঋণের পরিমাণ: সর্বোচ্চ ৫০,০০,০০০ টাকা
- সুদের হার: ৯.৯৯ শতাংশের বেশি
- অ্যাপ রেটিং: ৪.১/৫
- অ্যাপ ডাউনলোড: ১০ মিলিয়ন+
3. নাভি (Navi)
নাভি অ্যাপ আবেদনকারীর সিবিল স্কোর এবং স্থিতিশীল মাসিক আয় এর উপর ভিত্তি করে Instant Loan প্রদান করে। এখানে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋন পেতে পারেন এবং লোন পরিশোধ করার জন্য সর্বোচ্চ ৭২ মাস পর্যন্ত মেয়াদ বেছেনিতে পারবেন।
- ঋণের পরিমাণ: সর্বোচ্চ ৯,০০,০০০০ টাকা
- সুদের হার: ৯ শতাংশ থেকে শুরু
- অ্যাপ রেটিং: ৪.৩/৫
- ডাউনলোড: ১০ মিলিয়ন+
আরও পড়ুন » Navi Personal Loan: অনলাইনে ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিন মাত্র ২ মিনিটে, জেনেনিন সম্পূর্ন পদ্ধতি।
4. ফাইব (Fibe)
Fibe আগে EarlySalary নামে পরিচিত ছিল। এটি বেতনভোগী কর্মীদের অনলাইনের মধ্যে ঋণ প্রদান করে। এখানে আপনি সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত Instant Loan পেতে পারেন। গ্রাহকেরা এতে একাধিক তৎক্ষণাৎ ব্যাক্তিগত ঋণ (Personal Loan) পেতে পারেন।
- ঋণের পরিমাণ: সর্বোচ্চ ৫,০০,০০০ টাকা
- সুদের হার: প্রতি মাসে ২.৫ শতাংশ
- অ্যাপ রেটিং: ৪.৪/৫
- ডাউনলোড: ১০ মিনিয়ন+
5. পেটিএম (Paytm)
UPI এর মাধ্যমে অনলাইন লেনদেন এবং ওয়ালেট পেমেন্ট করার জন্য Paytm সবথেকে বেশি বিখ্যাত। তবে অ্যাপটি থেক এখন অনলাইনের মাধ্যমে ঋণ নেওয়াও যাবে। এখানে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত Instant Loan পেতে পারেন।
- ঋণের পরিমাণ: ১০,০০০ থেকে ৩,০০,০০০ টাকা
- সুদের হার: লোন আবেদনের সময় দেখানো হয়
- অ্যাপ রেটিং: ৪.৫/৫
- ডাউনলোড: ১০০ মিনিয়ন+
এই নিবন্ধটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনোভাবেই লোন নেওয়ার জন্য পরামর্শ প্রদান করে না। Instant Loan App এর তালিকায় প্রথম অ্যাপ মানেই সবথেকে সেরা নয়। উপরে উল্লেখিত যেকোনো অ্যাপ থেক ঋণ নেওয়ার আগে আরও ভালোভাবে গবেষণা করা এবং আপনার ব্যাক্তিগত আর্থিক উপদেষ্টার মতামত নেওয়া আবশ্যক। ঋণ নেয়ার ফলে আপনার জন্য সমস্যা হলে ফাইনান্স বার্তা কোনোভাবেই দায়ী থাকবে না।
আরও পড়ুন » Instant Loan: নথিপত্র ছাড়াই ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছে এই অ্যাপ! বাড়তি বসেই অ্যাকাউন্টে পাবেন টাকা।
এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇