Groww App All Charges: আপনি যদি শেয়ার বাজারে ট্রেডিং বা ইনভেস্ট করতে চান তার জন্য একটি ব্রোকারেজ অ্যাপ প্রয়োজন। মার্কেটে অনেক ব্রোকারেজ রয়েছে তার মধ্য অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ গ্রো অ্যাপ (Groww App)। গ্রো অ্যাপ এর মধ্যে একাউন্ট ওপেনিং থেকে ব্রোকারেজ চার্জ কত টাকা লাগে সমস্ত কিছু আজকের প্রতিবেদনে আলোচনা করা হয়েছে তাই আপনি যদি Groww App এর মাধ্যমে Demat একাউন্ট খুলতে চাইছেন বা আপনার যদি Groww App এ Demat একাউন্ট রয়েছে তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন।
একাউন্ট ওপেনিং চার্জ (Account Opening Charges)
Groww App এ একাউন্ট ওপেনিং চার্জেস হল শূন্য। অর্থাৎ Groww App এ একাউন্ট ওপেন করার জন্য আপনাকে কোন রকম চার্জ দিতে হবে না।
একাউন্ট মেনটেনেন্স চার্জ (Account Maintenance Charges)
অ্যাকাউন্ট ওপেন করার পর আপনার ব্রোকার আপনার কাছ থেকে অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জও নিতে পারে। কিন্তু Groww App এর উপর কোন রকম অ্যাকাউন্ট মেনটেনেন্স চার্জ লাগেনা।
ব্রোকারেজ চার্জ (Brokerage Charges)
এর পরবর্তী সমস্ত ট্রেনিং অ্যাপের মধ্যে গুরুত্বপূর্ণ হল ব্রোকারেজ চার্জ (Brokerage Charges)।
ডেলিভারি ও ইন্ট্রাডে (Delivery & Intraday)
আপনি যদি শুধুমাত্র শেয়ার ক্রয় করেন বা বিক্রয় করেন ডেলিভারি অথবা ইন্ট্রাডে (Delivery & Intraday) ফরমেট তাহলে Groww App এর ব্রোকারেজ চার্জ হলো ০.০৫% যা সর্বোচ্চ কুড়ি টাকা পর্যন্ত হয়ে থাকে (0.05% or 20/- max per executed order)।
উদাহরণ (১): ধরে নিন একজন ব্যক্তি ১০০ টাকা দামের ১০০ টি শেয়ার কিনতে চাইছেন সেক্ষেত্রে ব্রোকারেজ চার্জ লাগবে (১০০×১০০)= ১০,০০০×০.০৫%= ৫ টাকা। উদাহরণ (২): এরপর একজন ব্যক্তি যদি ১০০০ টাকা দামের 100 টি শেয়ার ক্রয় করেন তাহলে ব্রোকারেজ চার্জ দিতে হবে (১,০০০×১০০)= ১,০০,০০০×০.০৫ = ৫০ টাকা। কিন্তু আগেই বললাম এক্ষেত্রে সর্বোচ্চ ব্রোকারেজ চার্জ হলো ২০ টাকা। তাই ৫০ টাকা ব্রোকারেজ চার্জ দিতে হবে না মাত্র ২০ টাকা দিতে হবে।
ফিউচার এবং অপশন ট্রেডিং (Future & Options Trading)
যদি আপনি Groww App এর মাধ্যমে ফিউচার এবং অপশন ট্রেডিং (Future & Options Trading) করেন তাহলে প্রতিটি এক্সিকিউটিড অর্ডারে ২০ টাকা ব্রোকারেজ চার্জ দিতে হবে (Flat 20/- per executed order)।
একাউন্ট খুলুন » Upstox Demat Account Opening: UPStock অ্যাপ থেকে এইভাবে বিনামূল্যে ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন
DP Charges
আপনি যদি ডেলিভারি ফরম্যাটে কোনো শেয়ার কিনে থাকেন এবং সে শেয়ারটি আপনি পরের দিন বা এক বছর বা যেকোন সময় বিক্রি করার ক্ষেত্রে আপনাকে DP Charges দিতে হয়। DP Charges প্রতিটি কোম্পানিতে ১৩.৫ টাকা+ ১৮% GST = ১৫.৯৩ টাকা। অর্থাৎ আপনার প্রোফাইলে যদি ৫টি কোম্পানির শেয়ার থাকে এবং আপনি সেই শেয়ারগুলি বিক্রি করতে চাইছেন সেক্ষেত্রে প্রতিটি কোম্পানির জন্য প্রায় ১৬ টাকা DP Charges দিতে হবে।
ধরে দিন আপনি যদি ৫০ টাকার একটি শেয়ার ডেলিভারি ফরমেট কিনে থাকেন এবং সেটির ১০% বৃদ্ধি পাওয়ার পর অর্থাৎ ৫৫ টাকা হওয়ার পর সেটি বিক্রি করেন তাহলেও আপনাকে ১৫.৯৩ টাকা DP Charges দিতে হবে এর সঙ্গে আরও কিছু চার্জ মিলিয়ে প্রায় ১৮ টাকায় চার্জেস দিতে হবে। এক্ষেত্রে শেয়ারটি বিক্রি করে টাকা পাবেন প্রায় ৩৭ টাকা। এক্ষেত্রে আপনার টাকা ক্ষতি হচ্ছে। তাই অবশ্যই ডেলিভারি ফরমেটে শেয়ার ক্রয় করা এবং বিক্রয় করার সময় DP Charges বিষয়টি মাথায় রাখতে হবে।
Auto Square Off Charges
Groww App এর Auto Square Off Charge হল ৫৯ টাকা+ ১৮% GST অর্থাৎ ৫৯ টাকা প্রতিটি পজিশনে (50+18% GST = 59/- per position)।
অবশ্যই পড়ুন » Options Trading: সহজ বাংলা ভাষায় অপশন ট্রেডিং বুঝুন, মোটা টাকা আয় করার একটি রাস্তা
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇