শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Gold Price: একধাক্কায় ৫০০০ টাকা কমলো সোনার দাম! জেনে নিন বর্তমান সোনার রেট কত চলছে।

Updated on:

Gold Price Down: গত মঙ্গলবার ২৩ শে জুলাই ২০২৪ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন ২০২৪ সালের বাজেট পেশ করেন। এবং ওই বাজেটে সোনা রুপোর প্লাটিনামের থেকে অত্যাধিক শুল্ক তুলে নেওয়ার ঘোষণা করেন। এর ফলে ধীরে ধীরে কমতে শুরু করে সোনার দাম ২৩ শে জুলাই এর ৩ দিন পর এক ধাক্কায় ৫ হাজার টাকা কমে সোনার দাম। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতেও অনেকটা কমতে চলেছে সোনার দাম।

কি কারনে সোনার দাম কমতে চলেছে

মাননীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন ২০২৪ এর বাজেটে ঘোষণা করেন এবার থেকে সোনা এবং রুপোর আমদানির উপর আমদানি শুল্ক ৬ শতাংশ করা হয়েছে যা আগে ছিল ১৫ শতাংশ অর্থাৎ ৯ শতাংশ শুল্ক কম করে হচ্ছে। এছাড়াও প্লাটিনামের উপরেও ৬.৫ শতাংশ শুল্কও কমানো হয়েছে। এর ফলে ধীরে ধীরে অনেকটা কমতে চলেছে সোনার দাম।

আরোও পড়ুন » Gold Price: পুরো দেশ জুড়ে একই দামে বিক্রি হবে সোনা! নতুন নীতি বাস্তবায়নের পথে ভারত।

কয়েকদিন আগেই সোনার দাম ৭০ হাজার পেরিয়ে গিয়েছিল। এর ফলে অনেকেই শখ থাকলেও কিনতে পারিনি সোনা। কিন্তু যেহেতু সোনার দাম কমতে চলেছে তাই বিশেষজ্ঞদের মতে এখনই হল সোনা কিনে রাখার দুর্দান্ত সময়।

বর্তমান সোনার রেট

এবার দেখে নেওয়া যাক ২৭ জুলাই ২০২৪ শনিবার কলকাতাতে সোনার রেট কত রয়েছে।

  • বর্তমানে কলকাতাতে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার রেট ৬৩,২৫০ টাকা।
  • ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার বর্তমান রেট ৬৯ হাজার টাকা।
  • ১৮ কি রেট ১০ গ্রাম বর্তমান সোনার রেট হল ৫১,৭৫০ টাকা।

অবশ্যই পড়ুন » Gold Investment: আপনি কি সোনায় বিনিয়োগ করতে চান? ২২ ক্যারেট নাকি ২৪ ক্যারেট কোন সোনায় বেশি রিটার্ন পাবেন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।