শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

ULI: সহজেই মিলবে পার্সোনাল লোন! ভারতীয় রিজার্ভ ব্যাংকের অভিনব উদ্বেগ।

Updated on:

What is Unified Landing Interface: ভারতীয় রিজার্ভ ব্যাংকের ইউপিআই ব্যবস্থা চালু করার ফলে সুবিধা হয়েছে দেশের একাধিক দেশবাসীর। অনলাইন পেমেন্টের কথা উঠলেই সবার প্রথমে আসে ইউপিআই এর কথা। খুব শীঘ্রই ভারতীয় রিজার্ভ ব্যাংক ঋণ অর্থাৎ লোনের ক্ষেত্রেও বিপ্লব আনতে চলেছে। ইউনিফাইড ল্যান্ডিং ইন্টারফেস তথা ULI চালু করতে চলেছে RBI। এই ব্যবস্থা চালু করে ঋণ নেওয়া আরও সহজ হয়ে যাবে। গত ২৬ শে আগস্ট সোমবার ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ULI এর একাধিক সুবিধা সম্পর্কে আলোচনা করেছেন।

ইউনিফাইড ল্যান্ডিং ইন্টারফেস (Unified Landing Interface)

ঋণ অর্থাৎ লোন নেওয়ার প্রক্রিয়াকে আরো সহজ করে তুলতে ভারতীয় রিজার্ভ ব্যাংক গত বছর ULI এর পাইলট প্রকল্প চালু করেন এরপর অবশেষে চালু হতে চলেছে এই পদ্ধতি। ULI তথা এই লোন ইন্টিগ্রেড প্লাটফর্মটি তৈরি করা হচ্ছে মূলত গ্রামীন এলাকার লোকেদের এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের খুব সহজেই অল্প সময়ে ঋণ দেওয়ার জন্য। ভারতীয় রিজার্ভ ব্যাংক আশাবাদী UPI এর মতোই ULI ও দেশবাসীদের কাছে প্রবল জনপ্রিয় হয়ে উঠবে।

ULI এর মাধ্যমে দ্রুত লোনের ব্যবস্থা

একটি আনুষ্ঠানিক বক্তৃতায় ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন সমস্ত পরিষেবাগুলি ডিজিটাল রেখে গ্রাহকদের খুব সহজেই ঋণের ব্যবস্থা করা হবে। ‌ এই পদ্ধতি চালু হওয়ার পর বিশেষ করে কৃষকরা এবং ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা কেন্দ্র সরকারের MSME লোন কোন ঝামেলা ছাড়াই দ্রুত ভাবে পাবে। এ প্লাটফর্মের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখের সময় আরবিআই গভর্নর জানিয়েছেন কৃষকদের জমির রেকর্ড ও অন্যান্য তথ্য থাকবে, যার ফলে লোন অনুমোদনের সময় অনেকটা কম প্রয়োজন হবে।

অবশ্যই পড়ুন: MSME Loan: বেকার যুবক-যুবতীদের ব্যাবসা করার জন্য লোন দিচ্ছে কেন্দ্র সরকার! অনলাইনে আবেদন পদ্ধতি দেখেননি।

লোন নেওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র

ULI ব্যবস্থার মাধ্যমে লোন নেওয়ার ক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তি কান্ত দাস জানিয়েছেন লোন গ্রাহকদের একাধিক ডকুমেন্টের প্রয়োজন নেই। ULI ব্যবস্থাটি আধার e-kyc দ্বারা পরিচালিত হবে, তাই আধার কার্ডের সঙ্গে যুক্ত জমির পর্চা, প্যান কার্ড ব্যাংক একাউন্টের ডিটেলস সমস্ত কিছুই ডিজিটাল ভাবে সংগ্রহ করা হবে।

আরোও পড়ুন » PMEGP Loan: আধার কার্ড থেকে ৫০ লক্ষ টাকা লোন নিন! কেন্দ্র সরকার দেব ৩৫ শতাংশ ভর্তুকি।

এই ধরনের গুরুত্বপূর্ন তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।