UPI Delegated Payments New Rules: শুধু ব্যাংক একাউন্টে নই আপনি যদি ইউপিআই একাউন্ট অর্থাৎ Phone Pay, Google Pay বা Paytm ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনাকে নমিনি করতে হবে। নমিনি সম্পর্কিত নতুন আইন ঘোষণা করতে চলেছে ভারতীয় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি গত শুক্রবার ব্যাংকিং আইন সংশোধিত বিল পোস্ট করেছে মোদি সরকার। সেই প্রস্তাবের মধ্যে ইউপিআই এবং ব্যাংক একাউন্ট সম্পর্কিত একাধিক নিয়ম বলা হয়েছে। আজকের এই প্রতিবেদন জানাবো ব্যাংকিং আইন সংশোধিত বিলের মধ্য নতুন কি কি ঘোষণা করা হয়েছে।
ব্যাংক একাউন্টে একাধিক নমিনিযুক্ত
ব্যাংকিং আইন সংশোধিত বিলের প্রস্তাবে জানানো হয়েছে এবার থেকে ব্যাংক একাউন্টে একজন নয় একসঙ্গে চারজন কে নমিনি করা যাবে। ব্যাংকিং আইন সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন ব্যাংকিং ব্যবস্থাকে উন্নত ও সুরক্ষিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরোও পড়ুন » RBI New Rules: ব্যাংকের চেক এবং UPI সম্পর্কিত ২টি নতুন নিয়ম চালু করলো RBI! কি কি সুবিধা পাবেন দেখুন
ইউপিআই ডেলিগেটেড পেমেন্ট সিস্টেম
ইউপিআই এর মাধ্যমে শুধুমাত্র ইন্টারনেটের সাহায্যে যেকোনো ব্যক্তি অন্য ব্যক্তির সঙ্গে খুব সহজেই টাকা লেনদেন করতে পারবে। কত বৃহস্পতিবার ইউপি এর মত নতুন ফিচার আনার ঘোষণা করেছেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস। এবার থেকে ব্যাংক একাউন্টের মতই ইউপিআই একাউন্টেও নমিনি করতে পারবেন এক্ষেত্রে আপনি আপনার স্ত্রী ও সন্তানদেরও আপনার ইউপিআই একাউন্ট পরিচালনা করার অ্যাক্সেস দিতে পারবেন। ইউপিআই এর এই নতুন ফিচার এর নাম রাখা হয়েছে “ডেলিগেটেড পেমেন্ট সিস্টেম”। এক্ষেত্রে আপনার স্ত্রী বা সন্তানদের যদি ব্যাংক একাউন্টে না থাকে তবুও তাদেরকে আপনি ইউপিআই একাউন্টে নমিনি করে তাদের টাকা লেনদেনের এক্সেস দিতে পারবেন। এই সুবিধা শুধু মাত্র সেভিংস একাউন্ট এর ক্ষেত্রেই মিলবে।
এছাড়াও ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে ইউপিআই ব্যাবস্থার একাধিক পরিবর্তন আনার ঘোষণা করা হয়েছে।
- ইউপিআই এর মাধ্যমে এ পর্যন্ত কর বাবদ সর্বোচ্চ ১ লক্ষ টাকা জমা করা যেত এবার থেকে এটি ৫ গুণ বৃদ্ধি করে ৫ লক্ষ টাকা করা হয়েছে।
- ইউপিআই এর মাধ্যমে একসাথে ২ লক্ষ টাকার শেয়ার বেচাকেনা করতে পারবেন।
- এছাড়াও একসঙ্গে আপনি ইউপিআই এর মাধ্যমে ১ লক্ষ টাকা ট্রানজেকশন করতে পারবেন।
- বীমা ও আইপিওর ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা লেনদেন করতে পারবেন।
অবশ্যই পড়ুন: Offline UPI Payment: এখন ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করতে পারবেন! রইল সহজ পদ্ধতি
এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇