শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Fixed Deposit Rate Hike: সরকারি ব্যাংকে ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি! নতুন সুদের হার দেখে নিন।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Union Bank Fixed Deposit (FD) Rate Hike: ব্যাংকিং পরিষেবায় অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনপ্রিয় একটি স্কিম হলো FD। ফিক্সড ডিপোজিট বা FD স্কিমে নির্দিষ্ট সময়ের জন্য মোটা টাকা জমা রেখে মেয়াদ শেষে সুদ সহ অনেকটা বেশি টাকা লাভ করেন গ্রাহক। এই লাভের পরিমাণটি নির্ভর করে ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণের উপর। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকে সুদের হারের ভিন্নতা দেখা যায়। বর্তমানে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ২ কোটি টাকার কম FD-তে সুদের হার সংশোধন করেছে। ১ জুন ২০২৪ থেকে এই ব্যাংকে কার্যকর হয়েছে নতুন সুদের হার। ইউনিয়ন ব্যাংক ফিক্সড ডিপোজিটের বিভিন্ন মেয়াদের ক্ষেত্রে ঠিক কত পরিমাণ সুদ দিচ্ছে, তা জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

১) ৭ থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিট সুদের পরিমাণ ৩.৫%। সিনিয়র সিটিজেনরা এক্ষেত্রে পান ৪%। ১৫ দিন থেকে ৩০ দিন এবং ৩১ দিন থেকে ৪৫ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও এই ব্যাংকের সুদের পরিমাণ একই থাকে।

২) ৪৬ দিন থেকে ৯০ দিনের ফিক্সড ডিপোজিটে এই ব্যাংক সুদ দেয় ৪.৫০%। এক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা পান ৫%।

৩) ৯১ দিন থেকে ১৮০ দিনের FD-তে সাধারণ নাগরিকদের জন্য সুদের পরিমাণ ৪.৮০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৫.৩০%।

৪) ১৮১ দিন থেকে ১ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য সুদের পরিমাণ থাকে ৬.২৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৬.৭৫%।

৫) ১ বছর থেকে থেকে ৩৯৮ দিনের মেয়াদে ৬.৭৫% সুদ পাওয়া যাবে। সিনিয়র সিটিজেনদের জন্য এই সুদের হার ৭.২৫%।

৬) ৩৯৯ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা পান ৭.০০% এবং সিনিয়র সিটিজেনরা পান ৭.৫০% সুদ।

৭) ৪০০ দিন থেকে ২ বছরের জন্য সাধারণ নাগরিকদের দেওয়া হয় ৭.২৫% সুদ এবং প্রবীণ নাগরিকরা পান ৭.৭৫%।

৮) ২ বছর থেকে ৩ বছরের জন্য সাধারণ নাগরিকদের জন্য ইউনিয়ন ব্যাংক সুদ দেয় ৬.৫০%। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই পরিমাণটি হলো ৭%।

৯) ৩ বছর থেকে ৫ বছরের জন্য সাধারণ নাগরিকরা পান ৬.৫০% সুদ এবং প্রবীণ নাগরিকরা পান ৭%।

১০) ৫ বছর থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিট স্কিমের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের দেওয়া হয় ৬.৫০% এবং সিনিয়র সিটিজেনদের জন্য ৭%।

আরও পড়ুন: Fixed Deposit Rate – ৫ বছরের এফডিতে ভালো সুদ দিচ্ছে এই ৬টি ব্যাঙ্ক।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us