শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Mutual Funds: গত ১০ বছর ধরে SIP-তে বাম্পার রিটার্ন দিচ্ছে এই ৫টি মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ড

Updated on:

Mutual Funds: আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে অধিক রিটার্ন পেতে চান, তাহলে জানা দরকার যে, লার্জ-ক্যাপ ফান্ড গুলির চেয়ে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড বেশি রিটার্ন দিয়ে থাকে। কারণ, মিড-ক্যাপ কোম্পানিগুলির আরও বড়ো হওয়ার সম্ভাবনা থাকে, যেখানে লার্জ-ক্যাপ কোম্পানিগুলি আগেই যা বাড়ার বেড়ে গেছে। তাই আজ আমরা এমন ৫টি মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানবো, যেগুলি গত ১০ বছরে বিনিয়োগকারীদের SIP-তে বাম্পার রিটার্ন দিয়ে ধনী করে তুলেছে। 

এই ৫টি মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ড গত ১০ বছরে বাম্পার রিটার্ন দিয়েছে 

এরকম অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো গত কয়েক বছর ধরে SIP-তে ভালো রিটার্ন দিয়ে আসছে। তবে আজকে আমরা কিছু মিড-ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানবো, যেগুলি গত ১০ বছরে SIP-তে ভালো রিটার্ন দিয়েছে। 

1. কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড 

কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড (Quant Mid Cap Fund – Direct Plan) গত ১০ বছরে SIP তে বার্ষিক ২৫.৫৪ শতাংশ রিটার্ন দিয়েছে। আপনি যদি এখানে ১০ বছর আগে মাসিক ১০,০০০ হাজার টাকার SIP করতেন, তাহলে এখনও পর্যন্ত আপনার মোট ১২,০০,০০০ টাকা বিনিয়োগ করা হতো। যা বার্ষিক ২৫.৫৪ শতাংশ রিটার্ন অনুযায়ী ৪৯,৫৫,২৩২ টাকায় পরিণত হতো। 

2. মতিলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ড

মতিলাল ওসওয়াল মিডক্যাপ ফান্ড (Motilal Oswal Midcap Fund – Direct Plan) গত ১০ বছরে SIP-তে বার্ষিক গড় ২৫.৫৪ শতাংশ রিটার্ন দিয়েছে। যদি কোনো ব্যাক্তি এই মিউচুয়াল ফান্ডে আজ থেকে ১০ বছর আগে মাসিক ১০,০০০ টাকার SIP শুরু করতেন, তাহলে আজ পর্যন্ত তার জমা করা ১২,০০,০০০ টাকা ৪৬,৪৩,৩৮৬ টাকায় পরিণত হতো।

আরোও পড়ুন » মিউচুয়াল ফান্ডে ১২,০০০ টাকা জমা করলে কোটিপতি হতে কতো সময় লাগবে? জানুন এখানে

3. এডেলউইস মিড ক্যাপ ফান্ড

এডেলউইস মিড ক্যাপ ফান্ড (Edelweiss Mid Cap Fund – Direct Plan) গত ১০ বছরে বিনিয়োগকারীদের SIP-তে বার্ষিক গর ২৪.৫৪ শতাংশ রিটার্ন দিয়েছে। এই মিউচুয়াল ফান্ডে আজ থেকে ১০ বছর আগে ১০,০০০ টাকার SIP শুরু করলে আজ পর্যন্ত ১২ লক্ষ টাকা জমা করা হতো, যা এখন সুদ সমেত মোট ৪৩,৯৮,৬৯৬ টাকা হতো।

4. নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড

নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড (Nippon India Growth Fund – Direct Plan) গত ১০ বছরে SIP-তে বার্ষিক গড় ২৩.৮১ শতাংশের বাম্পার রিটার্ন দিয়েছে। এতে ১০ বছর আগে ১০ হাজার টাকার SIP শুরু করে এখনও পর্যন্ত ১২ লক্ষ টাকা সঞ্চয় করতে পারতেন, যা এখন সুদ সমেত মোট ৪২,২৯,০২২ টাকা হতো।

5.কোটাক ইমার্জিং ইক্যুইটি ফান্ড

এই ফান্ডটিও দীর্ঘ্যমেয়াদে বিনিয়োগকারীদের মালামাল করে তুলেছে। কোটাক ইমার্জিং ইক্যুইটি ফান্ড (Kotak Emerging Equity Fund – Direct Plan) গত ১০ বছরে বার্ষিক গড় ২৩.৫৪ শতাংশ রিটার্ন দিয়েছে। ১০ বছর আগে এই ফান্ডে ১০,০০০ টাকার SIP শুরু করলে আজ আপনার ১২ লক্ষ টাকা জমা করা হতো, যা এখন সুদ সমেত ৪১,৬৭,৬১০ টাকা হতো।

দাবিত্যাগ (Disclaimer)

আমরা কোনো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) নিবন্ধিত আর্থিক উপদেষ্টা নই। এই নিবন্ধটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনোভাবেই বিনিয়োগ করার জন্য পরামর্শ প্রদান করে না। আপনার বিনিয়োগ সিদ্ধান্তগুলি আপনার নিজের গবেষণা এবং ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে নিতে হবে। আপনার বিনিয়োগের ফলাফলের জন্য ফাইনান্স বার্তা কোনোভাবেই দায়ী থাকবে না।

অবশ্যই পড়ুন: Mutual Fund: মিউচুয়াল ফান্ডে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে কতো রিটার্ন পাবেন দেখুন

এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।