শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

SBI এবং PNB ব্যাংকে সমস্ত লেনদেন বন্ধ করার নির্দেশ দিল রাজ্য সরকার! চিন্তিত গ্রাহকেরা

Updated on:

SBI And PNB News: মানুষ নিজের টাকা সুরক্ষিত রাখার জন্য শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড বাদ দিয়ে ব্যাংকে বিনিয়োগ করে। ব্যাংকের মধ্যেও পাব্লিক সেক্টর ব্যাংকের উপর মানুষের সবচেয়ে বেশি বিশ্বাস। আর যদি দেশের সবচেয়ে বড় দুটি পাব্লিক সেক্টর ব্যাংক State Bank of India (SBI) এবং Punjab National Bank (PNB) এর সমস্ত লেনদেন বন্ধ করার নির্দেশ দেয় রাজ্য সরকার, তাহলে তো গ্রাহকদের জন্য চিন্তার বিষয় হবেই। তবে এই ঘটনা পশ্চিমবঙ্গে নয় কর্ণাটক রাজ্যে হয়েছে। কি কারণে কর্ণাটকের রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিল, বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।

SBI এবং PNB এর লেনদেন বন্ধ করলো রাজ্য সরকার 

রাজ্য বিভাগকে State Bank of India (SBI) এবং Punjab National Bank (PNB) এর সমস্ত লেনদেন বন্ধ করা নির্দেশ দিয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এই নির্দেশে স্পষ্টভাবে বলছে যে এই দুটি ব্যাংকে কোনো বিনিয়োগ করা যাবে না। অর্থসচিব পি সি জাফর ১২ আগস্ট এই বিষয়ে একটি সার্কুলার জারি করেছেন। এতে রাজ্য বিভাগের সব টাকা ব্যাংক থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি দফতর, বিশ্ববিদ্যালয়, পাবলিক এন্টারপ্রাইজ সহ অন্যান্য প্রতিষ্ঠানের সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দিয়েছে কর্ণাটকের রাজ্য সরকার। এর জন্য সময় দেওয়া হয়েছে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। 

আরও পড়ুন » SBI Alert: এই ভুল করলেই হবে অ্যাকাউন্ট খালি! স্টেট ব্যাংকের সমস্ত গ্রাহকদের সতর্ক করলো সরকার।

হটাৎ এমন একটি সিদ্ধান্ত নেওয়ার কারণ কি?

হটাৎ করে দেশের সর্ববৃহৎ সরকারি ব্যাংক SBI এবং PNB এর সম্পর্কে এরকম খবর পাওয়ার কারণে সাধারণ মানুষ চিন্তিত হয়ে পড়েছে। কারণ, সাধারণ মানুষের কাছে টাকা বিনিয়োগ করার একটি সুরক্ষিত জায়গা হলো পাব্লিক সেক্টর ব্যাংক। রাজ্য বিভাগের সব অ্যাকাউন্ট বন্ধ করার এই সিদ্ধান্ত মূলত তহবিলের অপব্যবহারের অভিযোগের কারণে নেওয়া হয়েছে। কর্ণাটক মহর্ষি বাল্মীকি তফসিলি উপজাতি উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের তহবিলের উপর ওঠা কেলেঙ্কারির অভিযোগ হলো এর প্রধান কারণ। এই ঘটনার জন্য কর্ণাটক রাজ্যে এখন উত্তপ্ত পরিস্তিতি। যার কারণে সরকারকে এরকম একটি কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে।

মুল্য কথা হলো যে, এতে সাধারণ গ্রাহকদের চিন্তিত হবার কোনো কারণ নেই। SBI এবং PNB এর লেনদেন বন্ধ করার এই নির্দেশ সরকার শুধুমাত্র কর্ণাটকের বিভিন্ন রাজ্য বিভাগের অ্যাকাউন্টের জন্য জারি করেছে।

আরও পড়ুন » PNB News: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা হতবাক! বাড়বে EMI, ৫ বেসিস পয়েন্ট MCLR বেড়েছে।

এই ধরনের তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।